"আমার বাংলা ব্লগ"- প্রকৃতির ফটোগ্রাফি // ১০% পেআউট লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)


২৯-শে সেপ্টেম্বর, ২০২১


নমস্কার,

Heaven is under our feet as well as over our heads. —Henry David Thoreau.

আমেরিকার বিখ্যাত প্রকৃতিবিদ হেনরি ডেভিড থোরিউয়ের এই উক্তিটি হয়তো অনেকেরই অজানা, তবে আশা করি উক্তিটি নিয়ে কেউই দ্বিমত হবেন না। প্রকৃতি হলো মাতৃস্বরূপ। আমাদের জন্ম থেকে বেড়ে ওঠা, মৃত্যু সবেতেই প্রকৃতির প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দান রয়েছে। আর আমাদের বঙ্গদেশের প্রকৃতি সম্পর্কে রবি ঠাকুর যথার্থ বলেছেন,

বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল।
পুণ্য হউক, পুণ্য হউক, পুণ্য হউক হে ভগবান॥


প্রায় ৬ মাস পর বাড়ি এসেছি। গ্রামের ছেলে বাড়িতে মন টেকে না। বেরিয়ে পড়লাম মাঠে ঘাটে কিছুটা একান্তে সময় কাটাতে। আলপথ ধরে ধান ক্ষেতে। সাথে নিয়ে পাশের বাড়ির এক ভাইকে। রাজেশ।


প্রকৃতির মাঝে | w3w


গ্রামের বাড়িতে এসে যেন কলকাতার ব্যস্ততাপূর্ন জীবন থেকে হাঁফ ছেড়ে বাঁচলাম। বাড়ি থেকে বেরোলেই চোখ জুড়িয়ে যায়, সামনের পুকুরটা বর্ষার জলে পরিপূর্ণ। থৈ থৈ করছে, উপচে পড়ার সুযোগ খুঁজছে মাত্র। পাড়ের সাথে মিশে গেছে গাছগাছালি আর আকাশ।


সবুজে মিশেছে সাদা-নীল | w3w


গ্রামের একটা প্রধান বৈশিষ্ট্য হলো প্রকৃতির সাথে মিশতে বেশি দূরে যেতে হয় না, বাড়ি থেকে বেরিয়েই উন্মুক্ত আকাশ, সামনের গাছগাছালির মাঝ দিয়ে উঁকি মারছে। সকালে যখন বাড়ি ঢুকলাম, আকাশটা ছিলো মেঘলা। এখন মেঘের ফাঁক দিয়ে নীল আকাশ যে ফুটে ওঠার চেষ্টায় আছে।


নীল সাদার উঁকি | w3w


গ্রামের পথ ধরে এগিয়ে চললাম, ক্ষেতের দিকে। সাথে সাথে চললো আমার ছায়া। আমি পেছনে পেছনে, ছায়া আগে আগে। মাঠে এসে তাঁরই যেন উৎসুকতা বেশি।


ছায়াপথ | w3w


পৌঁছে গেলাম মাঠের মাঝে, চারিদিকে শুধুই ধানক্ষেত। ধানের গাছে গোছ লেগেছে। আর সেপ্টেম্বরের গ্রামাঞ্চল হয় বছরের সেরা সময়। চারিদিকে সবুজের বন্যা।


সবুজের প্রান্তর | w3w


মাঠের মাঝে একটু গাছের ছায়া পেয়ে বসেছি, একটা নাম না জানা ফুল চোখে এলো। কাছে গিয়ে ছবি তুলছি। হঠাৎ নজরে এলো একটা রঙিন বিটেল ফুলের কুঁড়িতে বসে আছে। শহরে এসব সত্যিই অকল্পনীয়।


রঙিন গুবরে | w3w


রোদের তেজ একটু কমলে মাঠের মাঝে একটা পুকুর পাড়ে বসলাম। কয়েকবছর আগে এই পুকুরটা বানিয়েছে, উদ্দেশ্য মাছ চাষের। তবে বাড়িতে এলে এই জায়গাটায় ঘুরতে আসাটা প্রায় নিশ্চিত। বিকেলের পড়ন্ত রোদ ধানি জমি আর পুকুরের জলে এক অদ্ভুত আবহ তৈরী করে।


গোধূলি | w3w


কংক্রিটের সাথে জীবন কাটাতে কাটাতে মানুষ যে কখন প্রকৃতির সাথে তাঁর আত্মার সম্পর্ক ভুলতে বসেছে তা বুঝতেই পারেনা। অনেকে যদি এই সম্পর্কের অস্তিত্ব নিয়েও অস্বীকার করে তাহলে আশ্চর্য হবো না। শহরের ইঁদুর দৌড়ে প্রকৃতি আর মানুষের ফারাকটা যেন দিন দিন বেড়েই চলেছে। মানুষের কাছে সময়ের অভাব। দু মিনিট বসে, পাখির ডাক শোনার, ঝিঁ ঝিঁ ডাক শোনার। শহুরে জীবন সবই বিলুপ্ত করছে। যেন ভবিষ্য অনিশ্চয়তার মধ্যে এগিয়ে চলেছি...


CameraLGE LM-G850
Aperturef/1.8
Focal Length4.36mm

১০% পেআউট @shy-fox কে

Sort:  
 3 years ago 

আপনার প্রকৃতির ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে ভাই আপনি অনেক সুন্দর করে ফটোগ্রাফি করেছেন ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভকামনা রইলো

 3 years ago 

ধন্যবাদ লিমন।

 3 years ago 

আপনার প্রকৃতি ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে। ভাইয়া আর আপনি খুব সুন্দর করে সাজিয়ে গুজিয়ে উপস্থাপন করেছেন আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ দিদি 🤗।

 3 years ago 

আপনার প্রাকৃতিক ফটোগ্রাফির প্রত্যেকটা ফটোই খুব সুন্দর হয়েছে বিশেষ করে নীল আকাশ সাদা মেঘের ভেলা।

 3 years ago 

সকালে যখন এসেছিলাম, পুরো মেঘ ছিলো। তবে বিকেল গড়াতেই নীল আকাশ ফুটে উঠলো।

 3 years ago 

আপনার দক্ষতা আপনার ফটোগ্রাফি গুলো এর মধ্যে ফুটে উঠেছে, অনকেক সুন্দর ফটোগ্রাফি, আমার কাছে সবুজেট প্রান্তর ছবিটি বেশি ভালো লেগেছে

 3 years ago (edited)

ধন্যবাদ দিদি। ওই ছবিটা আমারও বেশ ভালো লেগেছে। ধানের ক্ষেত অদ্ভুত সুন্দর লাগে আমার।

 3 years ago 

ফটোগ্রাফি গুলো অসাধারন আর সুন্দর বর্ণনা। অনেক সুন্দর হইছে।আপনার জন্য শুভ কামনা।

 3 years ago 

ধন্যবাদ ভাই 🤗।

 3 years ago 

প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। গ্রামের সরু রাস্তার সাথে ধানের জমিতে সেচ দেওয়ার সরু জায়গা। সত্যিই অতীব চমৎকার

 3 years ago 

ধন্যবাদ ভাই। গ্রামের বাড়ির আনন্দটাই আলাদা

 3 years ago 

ঠিকই বলেছেন। আমার গ্রামের বাড়িতে খুব আনন্দ লাগে

 3 years ago 

আসলে সকল ফটোটা তোলা অত্যন্ত সুন্দর ছিল সবুজে মিশেছে সেই সাদা নীল আকাশ সুন্দরভাবে ফুটে উঠেছে এবং আকাশের নীল সাদার উঁকি ভালোভাবে ফুটে উঠেছে। সবুজের প্রান্তর মাঠ টি দেখে মন ভরে গেল চারিদিকে অসম্ভব সুন্দর। অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে। লাস্টের ফটোগ্রাফিক গোধূলি আকাশ টি অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে। আপনার জন্য শুভকামনা রইল। এত সুন্দর ফটোগ্রাফি এবং বর্ণনা দেয়ার জন্য।

 3 years ago 

পাঠকের ভালো লেগেছে এটাই প্রাপ্তি। ধন্যবাদ জানাই আমার পোস্টটি পড়ার জন্য।

 3 years ago 

ছবিগুলো খুব সুন্দর ছিল ♥️
আপনার জন্য অনেক শুভকামনা রইল 🥀

 3 years ago 

ধন্যবাদ দাদা 🤗

 3 years ago 

সবুজ প্রকৃতি, চমৎকার আবহাওয়া, সাথে দুর্দান্ত কিছু ফটোগ্রাফি । বেশ দারুণ লেগেছে আমার কাছে প্রতিটি দৃশ্য, যদিও প্রকৃতি আমার কাছে সব সময়ই উপভোগ্য একটি বিষয়। তবে আপনার ক্যাপচার করা দৃশ্যগুলো সত্যি সুন্দর ছিলো। ধন্যবাদ

 3 years ago 

ধন্যবাদ দাদা। বর্ষার পরে গ্রামাঞ্চল অপরূপ সাজে সেজে ওঠে সেটা গ্রামে না এলে বোঝা কিংবা উপভোগ কোনোটাই করা যায় না। 🤗

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57020.43
ETH 3081.72
USDT 1.00
SBD 2.41