পুজো পরিক্রমা ২০২৩ : দমদম পার্ক ভারতচক্র

in আমার বাংলা ব্লগ6 months ago

নমস্কার বন্ধুরা,

ক্ষমতার অহংকারে মানুষ বর্তমানে নিজেকে সর্বেসর্বা মবে করে। আমরা ভাবছি যে আমরাই সবাইকে নাচিয়ে চলেছি। অনেকে তো আবার এও ভাবছে যে তারা স্বয়ং ঈশ্বরকেই নিয়ন্ত্রণ করছে। আর এটা আমাদের সবচেয়ে বড়ো ভুল ধারণা! আসলে আমাদের প্রত্যেকের ভাগ্যের সুতো বাঁধা রয়েছে অন্য কারো হাতে। অথচ সবাই ভাবছি হয়তো অন্যদের কেই আমরা সুতোর টানে নাচাচ্ছি। কিন্তু আদপে যে আমরা অন্য কারোর হাতের পুতুল সেটা টের পাচ্ছি না। ক্ষমতা নিয়ে মানুষের এই যে ভ্রান্ত ধারণা সেই নিয়ে দমদম পার্ক ভারতচক্রের থিম, "ভ্রান্তি"।

PXL_20231019_211213565_copy_1209x907.jpg

PXL_20231019_211304861_copy_1209x907.jpg

আমাদের মধ্যে ক্ষমতার দম্ভ এতটাই হয় যে আমরা ভাবি আমরাই ঈশ্বরকে নিয়ন্ত্রণ করছি। কিন্তু সেটা তো বাস্তবতা নয়। আমরা আসলে প্রকৃতির সুরে বাধা এবং সেই সুরেই নাচছি। রাজাদের সময়ে রাজা কিংবা পুরোহিতরা ভাবতেন তারাই সর্বেসর্বা। বর্তমানে সেই রাজা ও পুরোহিতদের জায়গা নিয়েছে রাজনৈতিক মানুষগুলো। যারা ভাবছেন তারা মাতৃ শক্তিকে চালনা করছেন কিন্তু বাস্তবে সেটা নয়। সেই ভাবনাকে পুতুল নাচের মধ্য দিয়ে প্রকাশ ঘটিয়েছে দমদম পার্ক ভারতচক্র।

PXL_20231019_211356499_copy_1209x907.jpg

PXL_20231019_211346796_copy_1209x907.jpg

দমদম পার্ক সার্বজনীন পুজো পৌঁছে যেন এক গোলক ধাঁধার মধ্যে পৌঁছে গেলাম। আসলে দমদম পার্কের এই জায়গাটিতে অল্প কিছু দূরত্বের মধ্যেই বেশ কয়েকটা সুপরিচিত পুজো মন্ডপ রয়েছে তাই মানুষের ভীড়ে মূল রাস্তা খুঁজে পাওয়া অল্প কঠিনই বটে। কোনরকম খুঁজে পৌঁছালাম ভালোচক্র মণ্ডপে। বেশ কিছু সময় লাইনে দাঁড়িয়ে তবে পৌঁছতে পারলাম মন্ডলের ভেতরে। রাজার মুকুটের আকৃতির মণ্ডপের বাইরেটা। তার ভেতরে ঢুকে যেতেই মূল মণ্ডপে পৌঁছে গেলাম। মণ্ডপসজ্জা করা হয়েছে থিমের ভাবনার উপরে আর মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়েছে পুতুল নাচ। মন্ডপজুড়ে রয়েছে নানান ধরনের পুতুল যেমন বেণী পুতুল, টেপা পুতুল এবং বাংলার স্ট্রিং পুতুল। মণ্ডপ সজ্জা হয়েছে খড়, বাঁশ ও মাটি দিয়ে।

PXL_20231019_211455203_copy_1209x907.jpg

PXL_20231019_211444659_copy_1209x907.jpg

PXL_20231019_211406615_copy_1209x907.jpg

মণ্ডপের মধ্যিখানে বিরাজিত হয়ে আছেন সর্ব শক্তিশালী জগতজননী মা দুর্গা। মা দুর্গার প্রতিমা স্ট্রিং পুতুলের আদলে তৈরী।

PXL_20231019_211516219_copy_1209x907.jpg




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Sort:  
 6 months ago 

আজকের পুজো পরিক্রমার গল্পও আমার কাছে বেশ ভালো লাগলো। আপনি কিন্তু আজও বেশ সুন্দর করে দমদম পার্কের পুজো পরিক্রমা আমাদের মাঝে তুলে ধরেছেন। আর দমদম পার্ক ভারতচক্রের থিম "ভ্রান্তি" জেনেও কিন্তু বেশ ভালো লাগলো। ধন্যবাদ দাদা প্রতিনিয়ত আমাদের মাঝে এমন সুন্দর সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।

 6 months ago 

বাহ্! দমদম পার্ক ভারতচক্রের "ভ্রান্তি" নামক থিমটা দারুণ হয়েছে দাদা। আসলেই দাদা কিছু কিছু মানুষ জীবনে সফলতা অর্জন করার পর, তাদের মধ্যে অহংকার এতটাই বেড়ে যায় যে,মানুষ তো তাদের কাছে কিছুই না,বরং তাদের ভাব দেখে মনে হয়, স্বয়ং আল্লাহ তায়ালা তাদেরকে কিছু করতে পারবে না। কিন্তু তারা একবারের জন্যও ভাবে না যে, আল্লাহ তায়ালাই তাদেরকে সৃষ্টি করেছেন এবং উনি চাইলে যেকোনো মুহূর্তে যেকোনো কিছু করতে পারেন। তাদের এই ভ্রান্ত ধারণা থেকে অবশ্যই বের হওয়া উচিত। নয়তো ভবিষ্যতে তাদের জন্য অবশ্যই খারাপ কিছু অপেক্ষা করছে। যাইহোক ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগলো দাদা। এতো চমৎকার মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57849.42
ETH 3122.29
USDT 1.00
SBD 2.43