পুজো পরিক্রমা ২০২৩ : শিবমন্দির সর্বজনীন দুর্গোৎসব

in আমার বাংলা ব্লগ9 months ago

নমস্কার বন্ধুরা,

মুদিয়ালি ক্লাবের পুজো দেখবার পরে বেরোনোর পথ ধরেই হাঁটতে থাকলাম রবীন্দ্র সরোবরের পাশ দিয়ে। মুদিয়ালি ক্লাবের কিছু দূরে রয়েছে দক্ষিণ কলকাতার আরেক ঐতিহ্যবাহী পুজো শিবমন্দির সর্বজনীন দুর্গোৎসব। মুদিয়ালি ক্লাবের মাত্র এক বছরের কনিষ্ঠ শিবমন্দির সর্বজনীনের পুজো এ বছর ৮৮ বছরে পদার্পণ করলো। রাস্তার গোলক ধাঁধা পেরিয়ে শিব মন্দির সর্বজনীনের পৌঁছতে বেশ বেগ পেতে হলো।

PXL_20231018_193722966_copy_1209x907.jpg

PXL_20231018_193452476_copy_1209x907.jpg

শতবর্ষ পূর্ণ করার মাত্র ১২ বছর দূরে দাঁড়িয়ে থাকা ঐতিহ্যবাহী পুজোর এবারের থিম "আগল"। যদিও আগল শব্দটির আর্থিক অর্থ একটু ভিন্ন আসে তবে পুজো সমিতির থিম সংক্রান্ত যে ধারাভাষ্য পূজা মন্ডপে চলছিলো তা শুনে বুঝেছিলাম পুজো সমিতির মূল ভাবনা মায়ের আঁচলে শিশুরা যেভাবে আগলে থাকে। শিশুদের আগলে রাখার মায়েদের প্রবণতা সেটাই তুলে ধরা হয়েছে এবারের পুজোতে। প্রতিটা মা যেমন তার শিশুকে সমস্ত ধরনের বিপদ আপদ থেকে নিরাপদ রাখেন তেমনি জগজ্জননী মা দুর্গা দুষ্টের দমন করে আমাদেরকে আগলে রেখেছেন।

PXL_20231018_193502476_copy_1209x907.jpg

PXL_20231018_193706610_copy_1209x907.jpg

হেঁটে হেঁটে ঢুকে পড়লাম পূজা মন্ডপের ভেতরে তখন বুঝলাম মন্ডপটা আদবে মাটির কাজের উপর করা হয়েছে। মণ্ডপের বিভিন্ন অংশ মাটির নানা আকৃতির পাত্র দিয়ে সাজানো। নানান মাপের সরা, ঘটি দিয়ে মন্ডপ বানানো হয়েছে। পাশাপাশি সুন্দর আলোক সজ্জায় মণ্ডপে অনন্য আবহের সৃষ্টি করেছে। মণ্ডপের মাঝে একটি বিশাল সরা আকৃতির উল্টানো ছাতা ছিলো, যা প্রথমে মাটির মনে হবে। তবে ভালো করে দেখলে বোঝা যাবে ওটা কাঠের এবং কাপড় দিয়ে কাজ করা হয়েছে।

PXL_20231018_193521965_copy_1209x907.jpg

মন্ডপের সৌন্দর্য উপভোগ করতে করতে ভিড়ের মধ্যে দিয়ে ঢুকে গেলাম মন্ডপের একদম গর্ভ গৃহে যেখানে মা স্বয়ং বিরাজ করছেন। মায়ের শ্রীমূর্তি দেখার পরেই শিব মন্দির সর্বজনীনের পুজোর থিমের আসল অর্থ বুঝতে পারলাম। শ্রী মায়ের প্রতিমা বানানো হয়েছে আমাদের মায়ের প্রতি রূপ হিসাবে। তারা যেমন আমাদেরকে ছোট থেকেই আগলে রাখেন তেমনি জগৎ জননী মা তার সমস্ত শিশু অর্থাৎ মানব জাতিকে আগলে রেখেছেন।

PXL_20231018_193558999_copy_1209x907.jpg




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Sort:  
 9 months ago 

বাহ্! শিবমন্দির সর্বজনীন তো অনেক আগে থেকে পূজার আয়োজন করে থাকে। আর মাত্র ১২ বছর পর তারা অনন্য রেকর্ড গড়তে সক্ষম হবে।

শিশুদের আগলে রাখার মায়েদের প্রবণতা সেটাই তুলে ধরা হয়েছে এবারের পুজোতে।

তাদের থিমটা দারুণ লেগেছে আমার কাছে। প্যান্ডেল এবং প্রতিমা দেখতেও খুব সুন্দর লাগছে। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

Posted using SteemPro Mobile

 9 months ago 

শিবমন্দির সর্বজনীনের পুজো প্যান্ডেলের থিমটি বেশ দারুন লাগছে দাদা । "মায়ের আঁচলে শিশুরা যেভাবে আগলে থাকে দেবী দুর্গা মাও আমাদেরকে দুষ্টের দমন করে অমন করে আগলে রাখে" প্যান্ডেল তৈরিতে এই ভাবনা বেশ ভালো লাগলো। এবার পুজোতে বেশ ভালোই ঘুরেছো দাদা যা দেখছি! সব কিছু এক এক করে পোস্টের মাধ্যমে সামনে চলে আসছে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 54523.93
ETH 2291.82
USDT 1.00
SBD 2.35