বাজার করতে গিয়ে বৃষ্টির কবলে

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)


কলকাতায় পুনরায় নিম্নচাপ ফিরে এসেছে। সকাল থেকেই টিপটিপ করে বৃষ্টি হয়ে চলেছে। যখন বৃষ্টিটা একটু থামলো সাইকেল চেপে থলে নিয়ে বাজারে গিয়েছিলাম, আর এই বাজার করতে গিয়েই বিপত্তি। ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেলো, ভিঁজে গেলাম। পড়িমরি করে পকেট থেকে মোবাইল বের করে প্লাস্টিকের প্যাকেটে ঢুকিয়ে দিলাম। IP68 প্রোটেকশন আছে বটে তবে একদম রিস্ক নেওয়া যাবে না।

বাজারে গিয়ে সবজির দিকেই তাকিয়ে লোভ হয়। আহা! আজকে সবজি দিয়ে খিচুড়ি করলে দারুন লাগবে।

বাজার করা শেষ হলেও এদিকে বৃষ্টি থামার কোনো রকম প্রবণতা না দেখে বৃষ্টির মধ্যেই বাড়ির পথে রওনা দিলাম।

বাড়ি ঢোকার সাথে সাথেই কোহিনূর দৌড়ে এলো।


সাইকেলের বামদিকে কোহিনূর দাঁড়িয়ে

জামাকাপড় ছেড়ে ফ্রেস হয়ে নিলাম। তারপর বৃষ্টিতে ভেজা সবজি গুলোকে শুকিয়ে নেওয়ার জন্য ফ্যানের তলায় ছড়িয়ে দিলাম। আগে লক্ষ্য করেছি সবজি ভিজে থাকলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তাই এই বুদ্ধি।


সবজি ছড়িয়ে দিলাম

যদিও দুপুরে খিচুড়ি হলো না কিন্তু কাঁচকলার কোপ্তা রান্না করা হলো। সেই দিয়েই দুপুরের মধান্যভোজন সারলাম।


মধান্যভোজন

তারপর সারাটা দুপুর কাজ করেই কাটিয়ে দিলাম।

Sort:  
 3 years ago 

আঃ খিচুড়ি আর কাঁচকলার কোপ্তা অতি প্রিয় খাবার গুলি :)

 3 years ago 

এই কম্বিনেশন আমি ট্রাই করিনি। তবে দুটোই আমার খুব পছন্দের

 3 years ago 

এক সাথে না, আলাদা আলাদা ভাবে, তবে ভাবছি একদিন ট্রাই করলেকেমন হয় , খিচুড়ি আর কাঁচকলার কোপ্তা এক সাথে :)

 3 years ago 

আমার মনে হয় খিচুড়ির সাথে কাঁচ কলা হলে কাঁচ কলার ঝোল টা সেভাবে এনজয় করা যাবে না 😁

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60352.73
ETH 2410.03
USDT 1.00
SBD 2.44