এপ্রিলিয়া স্কুটারের ঘরে ফেরা

in আমার বাংলা ব্লগ3 years ago



স্কুটার


সকাল ১০ টায় এপ্রিলিয়া সার্ভিস সেন্টার থেকে ফোন, স্কুটার ঠিক হয়ে গেছে। আমাদেরকে নিতে যেতে হবে। আগস্টের ৬য় তারিখে এপ্রিলিয়া স্কুটারটিকে সার্ভিস সেন্টারে পাঠানো হয়েছিল। মাত্র তিনদিনেই গাড়ি সারিয়ে ফেলেছে। খবর পাওয়ার মাত্র আমি আর বোন সকালের জলখাবার খেয়ে বেরিয়ে পড়লাম।


যাত্রা শুরুর আগে

সার্ভিস সেন্টার সেই বিরাটিতে। বাইকে ১০ কিলোমিটার মতো। টুকটুক করে বেরিয়ে পড়লাম। রাস্তায় অল্প জ্যাম ছিলো, তাই তাড়াতাড়িই পৌঁছে গেলাম। সার্ভিস সেন্টার দু তিন জন বসে ছিল, হয়তো জল ঢুকে তাদের গাড়িও খারাপ।


সার্ভিস সেন্টারে | Location : w3w

জল স্কুটারের প্রতিটা পার্টসে ঢুকে গিয়েছিল। ইঞ্জিনের ক্ষতি হয়েছে। মবিলে জল। ব্যাটারি ড্যামেজ। আরো কত কিছু। মোট ৮৭০০ টাকার বিল। গাড়িটা ঠিক হয়েছে এতেই বোন খুশি।


ব্যাটারি বদলানো চলছে

আমাদের সামনেই গাড়ির ব্যাটারি বদল করে দিলো। আমি পুরোনো ব্যাটারিটা সাথে করেই নিয়ে এলাম। আমার এক ক্লায়েন্টের ব্যাটারির কাজ আছে, যদি কিছু করা যায়।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60191.71
ETH 2410.52
USDT 1.00
SBD 2.43