রেসিপি : চার মগজ দিয়ে রুই মাছ

in আমার বাংলা ব্লগ6 months ago

নমস্কার বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ঈশ্বরের কৃপায় সকলেই সুস্থ আছেন। ঈশ্বরের কৃপায় আমি ভালোই আছি। আজ আমি আপনাদের সামনে আরো একটি নতুন ও মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপিটি হলো চার মগজ দিয়ে রুই মাছ

PXL_20240105_135513323_copy_1209x907.jpg


উপকরণ

  • রুই মাছ
  • চাল মগজ
  • টমেটো
  • কাঁচা লংকা
  • জিরে গুঁড়ো
  • হলুদ গুঁড়ো
  • তেজপাতা
  • নুন
  • সর্ষের তেল

GridArt_20240128_233104627_copy_1228x818.jpg

উপকরণ


রন্ধনপ্রণালী

ধাপ ১

  • উনুনে কড়াই চাপিয়ে তাতে খানিকটা তেল গরম হতে দেবো। তেল গরম হলে নুন ও হলুদ দিয়ে মাখিয়ে রাখা রুই মাছের পিস গুলো গরম তেলে দিয়ে ভাজতে শুরু করবো

PXL_20240105_131937352_copy_1209x907.jpg

PXL_20240105_132233763_copy_1209x907.jpg


ধাপ ২

  • মাছ গুলো ভাজা হয়ে গেলে কড়াই থেকে তুলে একটা পাত্রে নামিয়ে রাখলাম।

PXL_20240105_134305874_copy_1209x907.jpg


ধাপ ৩

  • মাছ ভাজা হয়ে যাওয়ার পর গরম তেলে কাঁচা লংকা, গোটা জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। তারপর একটা টমেটো কেটে গরম তেলে দিয়ে দেবো।

PXL_20240105_133649184_copy_1209x907.jpg

PXL_20240105_133804445_copy_1209x907.jpg


ধাপ ৪

  • টমেটো অল্প ভেজে নিয়ে কড়াইতে চার মগজ বাটা দিয়ে দেবো।

PXL_20240105_133914653_copy_967x725.jpg


ধাপ ৫

  • এরপর জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো ও স্বাদমতো নুন দিয়ে চার মগজ বাটার সাথে ভালোভাবে মেখে নিলাম।

PXL_20240105_134116890_copy_1209x907.jpg

PXL_20240105_134214972_copy_943x711.jpg


ধাপ ৬

  • চার মগজ ভালো ভাবে কষিয়ে নিলাম।

PXL_20240105_134328209_copy_1209x907.jpg


ধাপ ৭

  • চার মগজ কষে গেলে এক কাপ জল দিয়ে ভেজে রাখা মাছ গুলো কড়াইতে এক এক করে ছেড়ে দিলাম।

PXL_20240105_134447716_copy_1209x907.jpg

PXL_20240105_134526672_copy_1209x907.jpg

PXL_20240105_134638220_copy_1209x907.jpg


ধাপ ৮

  • অল্প আঁচে ফুটিয়ে নিতেই চার মগজ দিয়ে রুই মাছ তৈরী।

PXL_20240105_135313697_copy_818x640.jpg

চার মগজ দিয়ে রুই মাছ




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Sort:  
 6 months ago 

এই সকাল সকাল আপনার করা সুন্দর একটি রেসেপি দেখে অনেক ভালো লাগলো ৷ চার মগজ দিয়ে রুই মাছ৷ দেখে তো মনে হয় অনেক সুস্বাদু হয়েছে ৷
এই সকাল বেলা এমন সুন্দর একটি রেসেপি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ দাদা ৷

 6 months ago 

চার মগজ দিয়ে রুই মাছের রেসিপি দেখে সুস্বাদু মনে হচ্ছে। আমি এভাবে কখনো রেসিপি তৈরি করেনি।তাই রেসিপি আমার খুবি ভালো লেগেছে । শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ দাদা।

 6 months ago 

চার মগজ দিয়ে রুই মাছের খুব চমৎকার একটি রেসিপি তৈরি করেছেন ভাইয়া। তবে আমি এই চার মুগজটি চিনতে পারলাম না হয়তো আমাদের এখানে অন্য কোন নাম বলা হয়। যাই হোক রেসিপি দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে। প্রতিটি ধাপ খুব চমৎকারভাবে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এতো চমৎকার একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 6 months ago 

দাদা বেশ ইউনিক একটি রেসিপি শেয়ার করেছেন। চার মগজ দিয়ে রুই মাছের রেসিপিটা দেখতে বেশ লোভনীয় লাগছে। তবে এই রেসিপিটা কখনো খাওয়া হয়নি আমার। আমি যতটুকু জানি, চার মগজ হচ্ছে এক ধরনের মসলা। চার মগজ চার ধরনের বীজের মিশ্রণে তৈরি করা হয়। যাইহোক রেসিপির কালারটা চমৎকার এসেছে দাদা। খেতেও মনে হচ্ছে দারুণ লেগেছিল। রেসিপিটা দেখে সত্যিই খুব ভালো লাগলো দাদা। যাইহোক এতো মজাদার একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 6 months ago 

রুই মাছ যদি একটু সাইজে বড় হয় তাহলে দেখবে খেতে সেটা অনেক বেশি টেস্টি হয় দাদা। ছোট রুই মাছ আমার কাছে খুব বেশি একটা টেস্টি মনে হয় না। চার মগজ দিয়ে রুই মাছ আমি কোনোদিন খাইনি যদিও, নরমাল আলু দিয়েই খেয়েছি। তবে রেসিপিটা দেখে বোঝা যাচ্ছে অনেক বেশি টেস্টি হয়েছিল। তোমার উপস্থাপনাও বেশ ভাল ছিল দাদা।

 6 months ago 

দাদা চার মগজ কি সেটাই বুঝতে পারছি না। এই নাম প্রথম শুনলাম আর তা কখনো খাওয়া হয়নি। এরজন্য আপনার এই রেসিপি আমার কাছে অনেক ইউনিক লেগেছে। আপনার রেসিপি দেখে খুবই লোভনীয় দেখাচ্ছে। আপনার উপস্থাপনা খুব সুন্দর হয়েছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ মজাদার ও ইউনিক রেসিপি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 60841.72
ETH 2603.92
USDT 1.00
SBD 2.56