মা বাবার জন্য ব্যাগ কিনতে // ১০% পেআউট লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ3 years ago



নমস্কার,

মা বাবা কলকাতা আসবার আগেই কিছু কেনাকাটার জন্য গিয়েছিলাম সে দিনের কথা আজকে তুলে ধরতে চাইছি। বিগত সপ্তাহ ধরে ডেঙ্গুতে বিশেষ কোনো কাজকর্ম করা হয়নি তাই পুরনো অভিজ্ঞতা আপনাদের সাথে আজকে শেয়ার করবো। মা-বাবার বাজারের পাশাপাশি আমার নিজেরও কয়েকটা জিনিস কেনার ছিলো দুটো তাগিদেই তাই গিয়েছিলাম।

অনেকদিন থেকেই ইচ্ছে ছিল বাবা মা নিজের টাকায় কিছু জিনিস কিনে দেওয়ার। দিদিই আমাকে লাগেজ ব্যাগ কিনে দেবার পরামর্শ দেয়। গ্রামের বাড়ি থেকে কলকাতা বেশ অনেকটাই রাস্তা আর রাস্তাঘাটে বেরোতে হলে ব্যাগের অত্যন্ত প্রয়োজন হয়।

প্রথমে হাতে টানা ট্রলি কেনারই স্থির করেছিলাম, তারপর মা বাবার প্রয়োজন চিন্তা করলাম। গ্রামের দিকে রাস্তা ঘাট অসমান তাই চাকার দৌলতে ব্যাগ টেনে বেড়ানো খুবই দুঃসাধ্য। তাই শেষমেষ দুচাকা বিশিষ্ট ডাফেল ব্যাগ পছন্দ করা হলো। যেটা আয়তনে ছোটো আবার প্রয়োজনে চাকার ব্যবহার করা যাবে।


দুটো ব্যাগ কেনা হলো আমার দিদি দেবে একটা আর আমি দেবো একটা। আমি কালো রঙের ব্যাগ পছন্দ করলাম আর দিদি নীল রঙের।

সাধারণত এখানেই বাজার শেষ হওয়ার কথা ছিলো কিন্তু একবার বাজার করতে গেলে কি এত তাড়াতাড়ি কেনাকাটা শেষ হয়। আর যখন বিশেষ করে মহিলা মহলের সাথে যাওয়া হয় তখন তো আরো সময় লাগে। তাছাড়া আমারও কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনার ছিল। এই সুযোগে সেসব আমি কিনলাম।

প্রয়োজনীয় জিনিস বলতে একটি কাপ। আদপে বিগত কয়েক মাস ধরে আমি যে কাপই ব্যবহার করছিলাম সেই কাপটারই জীবন ক্ষণস্থায়ী ছিলো। কোনো না কোনো দিক থেকেই ভাঙ্গার পড়তো। হয় হাতা গুলো ভেঙ্গে গিয়ে কিংবা তার পুরো কাপটাই ধর থেকে মাথা আলাদা হয়ে গিয়ে। সেই জন্য আমি এবার দারুন সল্যুশন খুঁজে বের করে অনেকটা কলকাতায় মাটির ভাঁড় এর মত কাপ কিনে ফেললাম। হাতা ভাঙার আর কোনো সুযোগই দেবো না 😆।

আরেকটা অপ্রয়োজনীয় জিনিস কিনলাম সেইটা হলো একটি ফুল সোয়েটার। কলকাতার ঠান্ডায় ফুল সোয়েটারের প্রয়োজন হয় না বললেই চলে তবুও রং টা দেখে খুব পছন্দ হয়ে গেলো তাই একটা তুলে ফেললাম।


দূরের কালো ব্যাগটা মায়ের জন্য কিনেছি

বাবা মার জন্য কিনতে এসে নিজের কয়েকটা জিনিস কেনাও হয়ে গেলো। প্ল্যান করে আসা হয়নি তবে যখন সুযোগ পেলাম নিজের গুলোও কিনে নিলাম। ডেঙ্গুতে আক্রান্ত না হলে বাবাকে নিয়ে আরও বেশ কিছু জিনিসপত্র কিনে দেওয়ার ইচ্ছে ছিলো কিন্তু এবারের মতো সেটা প্রশমিত হয়ে থাকল। শরীর সুস্থ হওয়ার অপেক্ষা।



Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Sort:  
 3 years ago 

মগের আত্মকাহিনী শুনে তো একেবারে অবাক হয়ে গেলাম।মগের উপর ভালোই অত্যাচার করেন দেখি আমি।

 3 years ago 

দু চাকার ট্রাভেল ব্যাগ গুলো আসলে গ্রামের জন্য উপযুক্ত কারণ সেখানকার রাস্তা সত্যিই অমসৃণ। দুটি রং নির্বাচন খুব সুন্দর ছিল এবং আমার কাছেও খুব পছন্দ হয়েছে। ধন্যবাদ শেয়ার করে নেয়ার জন্য

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.17
JST 0.031
BTC 81242.61
ETH 3198.79
USDT 1.00
SBD 2.79