বধূবরণ // ১০% লাজুক 🦊-কে

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার,

বধূবরণ কথাটি শুনলেই মোটামুটি বুঝে যাওয়া যায় শব্দটির সাথে নব বধূর আগমন কোনোভাবে জড়িয়ে থাকবে। বিয়ের পর মেয়ের বাড়ি থেকে নব্য বিবাহিত বর-কনে যখন প্রথম বার ছেলের বাড়িতে আসে তাকেই আমরা বধূবরণ বলি। বিয়ের ঠিক পরদিন মেয়ের বাড়িতে আরো কিছু আচার পালন করে তবেই নববধূকে ছেলের গৃহে নিয়ে আসা হয়। বধূবরণের শব্দটির সাথে দুঃখ ও সুখ দুটোই জড়িয়ে আছে, একদিকে যেমন মেয়ের বিদায় কন্যা পক্ষের কাছে বিরহের তেমনি আরেকদিকে বর পক্ষের বাড়িতে নতুন সদস্যের আগমন তাদের কাছে আনন্দের। হর্ষ-বিষাদ দুই মিলিয়েই বধূবরণ।

শশুরবাড়িতে একলা বসে মামার মনটা বাড়ি আসার জন্য বেশিই উসখুস করছিলো তাই আমাদের বিকেলবেলা থেকেই ফোন। তবে আমরা কেউই যাওয়ার জন্য বিশেষ তাড়াহুড়ো দেখাইনি আসলে বিয়ে বাড়িটা খুব কাছে হলেও দুপুরের তীব্র দাবদাহে কেউই যাওয়াটা বুদ্ধিমানের মনে করেনি।

যদিও সন্ধ্যা হতেই পরিস্থিতি বদলে গেলো। সন্ধ্যায় যখন আবহাওয়া খানিকটা শীতল হলো ঠিক তখনই সবার একসাথে যাওয়ার জন্য তাড়াহুড়ো পড়ে গেলো। আর সবাই মিলে একসাথে তাড়াহুড়ো করলে যা হয়, সবারই বেশ খানিকটা করে দেরী হয়ে গেলো। মেয়ের বাড়ি পৌঁছতেই সন্ধ্যে সাতটা। আমরা কয়েকজন আগেই কনে বাড়িতে পৌছে গেছিলাম তারপর একে একে বাড়ির বড়রা এলেন। বড়রা আসতেই শুরু হলো কন্যা পক্ষের মেয়ে বিদায়ের পালা।

আমাদের অনেক আবদারের পরেই মেয়েকে বিদায়ের জন্য কন্যা পক্ষ প্রস্তুতি নেওয়া শুরু করলো। বিশেষ কিছু নিয়ম পালনের পরে নব দম্পতিকে উভয় বাড়ির বড়রা আশীর্বাদ করেন তারপরেই মেয়ের বিদায় সম্ভব। সেসব রীতিনীতি পালন করতেই বেশ কিছুটা সময় লাগলো। নিয়ম পালন শেষ হওয়া মাত্র বাড়িতে দুঃখের ছায়া পড়লো। সবারই চোখে জল।

কান্নাকাটির মধ্যে দিয়ে মেয়ে বিদায় হলো। নতুন মামীকে গাড়িতে তুলে দিয়ে আমরা রওনা দিলাম সোজা বাড়ির উদ্দেশ্যে।

মামীকে বাড়িতে নিয়ে আসার আগে কাছেরই খুব জাগ্রত কালী মন্দিরে আশীর্বাদ দিইয়ে তারপর নবদম্পতিকে নিয়ে বাজি ফাটাতে ফাটাতে মামার বাড়ি এসে পৌছালাম।

ফ্ল্যাটের মুখে ঢুকতেই দেখি দিদিরা বোনেরা ঘর আটকে সবাই দাঁড়িয়ে রয়েছে, দাবী একটাই ঘর ছাড়তে ১০০০০ টাকা লাগবে। অনেক দরাদরি করে শেষমেষ হাজার পাঁচেক টাকায় রফা হলো।

অবশেষে নব দম্পতি অল্প টাকা খসিয়ে তারপরে আশীর্বাদ নিয়ে ঘরে ঢোকার সুযোগ পেলো।





Support @heroism by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Sort:  
 2 years ago 

দাদা প্রথমে নতুন দম্পত্তিকে তাদের অনাগত জীবনের জন্য অভিনন্দন আশা করছি তাদের ভবিষ্যত জীবন সুন্দর ও সাবলীল ভাবে কেটে যাবে একে অপরের এক বেস্ট ফ্রেন্ড হিসেবে কাটাবে কারণ আমাদের জীবনের জীবন সঙ্গী হচ্ছে আমাদের পরম বেস্ট ফ্রেন্ড।

যাই হোক বিয়ে বাড়ি থেকে মামার নিজের বাসায় আসার জন্য অধৈর্য হয়ে পড়েছিলেন বিষয়টি পড়ে অনেক ভালো লাগলো। আসলে বিয়ে বাড়ি এতটাই কর্মব্যস্ত থাকে। যেকোনো সময় চাইলে আসা যায় না এখানে অনেকগুলো বিষয় কাজ করে। এছাড়াও আমাদের বিয়ে অনুষ্ঠানের মত আপনাদের বিয়ের অনুষ্ঠানগুলোর অত সহজ নয় ।আপনাদের অনেক কিছু পালন করতে হয়, মেনে চলতে হয়, যার কারণে তো অনেক সময় লাগে। যাইহোক বিয়েবাড়ির বিভিন্ন বিষয়ে আমাদের মাঝে সুন্দরভাবে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হলে জীবনের অনেক কিছুই সহজ ভাবে কাটবে।

আরো নিয়ম আছে তবে রাতে লগ্ন ছিলো বলে কিছু নিয়ম রাতেই করা হয়েছে 😁

 2 years ago 

দাদা বিয়ের পরের দিন মেয়ের বাড়িতে কিছু আচার-অনুষ্ঠান পালন এর পরে মেয়েকে ছেলের বাড়িতে নিয়ে আসা হয় । পরবর্তীতে তাকে বরণ করে। খুবই ভালো লেগেছে আমার কাছে। এছাড়া নববধূ বরণের ছবি আমাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ বিপ্লব ভাই 🙏🏾

 2 years ago 

অনেক দরাদরি করে শেষমেষ হাজার পাঁচেক টাকায় রফা হলো।

আহা এই দরাদরি খুব মিস করি। কারণ খুব মজা হয় এই কাজটা করার সময়।

 2 years ago 

খুবই মজার হয়। তবে সবসময় টাকা পাওয়া যায় না

 2 years ago 

দশ হাজারের জায়গাই পাঁচ হাজার খারাপ না। তবে আমার মনে হয় আরও বেশি দাবি করা উচিত ছিল হা হা। বিয়ে মানে একজনের পরিবারে বিচ্ছেদ এবং অন‍্যজনের পরাবারে নতুন সদসদের আগমণ। পুরোটা পোস্ট দারুণ উপভোগ করলাম দাদা।

 2 years ago 

যা দিয়েছে তাতেই সই।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 66937.04
ETH 3270.78
USDT 1.00
SBD 2.74