পায়ে পায়ে কলকাতা: পর্ব ২৬steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ9 months ago

PXL_20230326_163438217_copy_1209x907.jpg

নমস্কার বন্ধুরা,

কলকাতা ভারতীয় সংগ্রহালয়ের নীচ তলায় ভারতীয় উপমহাদেশের বিভিন্ন স্থাপত্য দেখার পরে ভারতীয় উপমহাদেশের বিভিন্ন সময়ের বিভিন্ন রাজাদের প্রচলন করা মুদ্রা গুলো দেখে নিলাম। তারপর সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলাম বাকি সংগ্রহালয় দেখে নেওয়ার জন্য। ভারতীয় সংগ্রহালয়ে অমেরুদন্ডী প্রাণীদের কিছু নিদর্শন রাখা রয়েছে, সেখানে স্থান পেয়েছে ভারতের সমুদ্র থেকে স্থলের অনেক পর্বের প্রাণী। প্রথমে পেলাম প্রোটোজোয়া অন্তর্ভুক্ত এক কোষীয় প্রাণী সমূহের। সারা পৃথিবীর ৩২ হাজার প্রোটোজোয়া পর্ব ভুক্ত প্রাণীর মধ্যে ভারতে রয়েছে ৩ হাজারের বেশি প্রজাতি।

PXL_20230326_163417639_copy_1209x907.jpg

PXL_20230326_163413522_copy_1209x907.jpg

প্রোটোজোয়া পর্বের অন্তর্ভুক্ত প্রাণীদের কিছু ঝলক দেখে নেওয়ার পরেই চলে গেলাম পরিফেরা অন্তর্ভুক্ত প্রাণীর কিছু ঝলক দেখে নিতে। সারা পৃথিবীতে প্রায় পাঁচ হাজার প্রজাতির পরিফেরা দেখতে পাওয়া যায়। এরা মূলত জলে বসবাস করে। এই পর্বের প্রাণীদের মধ্যে মূল বৈশিষ্ট্য হলো এদের দেহে অসংখ্য ছিদ্র থাকে। তার থেকেই নাম হয়েছে পরিফেরা। পাঁচ হাজারের বেশি পরিফেরা পর্বের অন্তর্ভুক্ত প্রাণীর মধ্যে ভারতে ৫৪৫ প্রজাতির পরে প্রাণী দেখতে পাওয়া যায়।

PXL_20230326_163400557_copy_1209x907.jpg

PXL_20230326_163402067_copy_1209x907.jpg

এক কোষীয় প্রাণীদের পরেই পেলাম বহু কোষীয় প্রাণী নিডারিয়া অন্তর্ভুক্ত প্রাণী। এদের মূল বৈশিষ্ট্য হলো, নেমাটোসিস্ট নামের টেনটাকেল। টেনটাকেল দিয়ে এরা মূলত এদের খাবার ধরে। আরেকটি বৈশিষ্ট্য হলো শরীরের মধ্যে ভাগে মুখ। মিষ্টি জল এবং সামুদ্রিক জল সবেতেই এদের দেখতে পাওয়া যায়। এই পর্বের একটি খুব সুপরিচিত প্রাণীকে আমরা জানি তা হলো জেলি ফিস। এরা দেখতে সুন্দর হলেও বেশ বিষাক্ত হয়। যা মানুষকেও ধরাশয়ী করে ফেলতে পারে।

PXL_20230326_163325690_copy_1209x907.jpg

PXL_20230326_163328870_copy_1209x907.jpg




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Sort:  
 9 months ago 

হা হা দাদা এতো দেখছি জীববিজ্ঞান পড়িয়ে দিলেন। অমেরুদন্ডী প্রাণীর এই পর্বটা আমার কাছে বেশ ভালো লেগেছে। পরিফেরা, নিডারিয়া,নেমাটোডা, অর্থপোডা এই শ্রেণির প্রাণীগুলোর কথা মনে পড়ে গেল। মুদ্রার পর্ব পাড় করে প্রাচীন ঐতিহাসিক মূর্তি এরপর আজকের প্রাণীর সংগ্রহশালা সবমিলিয়ে বেশ চমৎকারভাবে এগিয়ে যাচ্ছে আপনার পর্বগুলো দাদা।।

Posted using SteemPro Mobile

 9 months ago 

দাদা,আপনার পোষ্টের মাধ্যমে অনেককিছু জানতে ও দেখতে পেলুম।আসলে এগুলো জীবনবিজ্ঞান বইতে পড়েছিলাম।প্রোটোজোয়া পর্বের অন্তর্ভুক্ত প্রাণী ও পরিফেরা অন্তর্ভুক্ত প্রাণীগুলি দেখে মনে হলো অনেক সূক্ষ্ম।ছোটবেলায় নদীতে কিছু জেলি ফিস দেখতাম যেটা নিয়ে আমরা খেলতাম।কিন্তু এগুলো বিষাক্ত হয়ে থাকে জানতাম না, ভালো লাগলো জেনে।ধন্যবাদ দাদা।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64599.25
ETH 3467.96
USDT 1.00
SBD 2.55