পুজো পরিক্রমা ২০২৩ : দমদম পার্ক সার্বজনীন

in আমার বাংলা ব্লগ7 months ago

নমস্কার বন্ধুরা,

প্রকৃতি ও জীবন পরস্পরের উপর নির্ভরশীল। প্রকৃতি আমাদের দিয়েছে জ্ঞান, চেতনা, একত্ব বোধ এবং রীতি বোধ। সৃষ্টির আদিপর্ব থেকে মানুষ নিজের অস্তিত্ব রক্ষা করার তাগিদ নিয়ে দলবদ্ধ হয়ে হিসেবে জীবন যাপন করে এসেছে অথচ বর্তমানে চারদিকে তাকালে মানসিক ভাঙ্গনের এক করুন চিত্র আমাদের নজরে আসে। আর আমাদের এই মানসিক অস্থিরতার সুযোগ লুফে নিচ্ছে সমাজের বিশেষ কিছু পুঁজিপতিরা। সভ্যতার প্রগতির নাম করে পুরোনো বনেদি বাড়ি গুলো ভেঙ্গে ফেলা হচ্ছে। তারপর তার উপরে গড়ে উঠেছে আকাশ ছোয়া সব বহুতল, যার বাসিন্দারা হয়তো একসাথেই থাকেন কিন্তু তারা বেশিরভাগ সময়ই এক জায়গায় হয়ে উঠতে পারেন না।

PXL_20231019_203619927_copy_1209x907.jpg

PXL_20231019_203544861_copy_1209x907.jpg

ফের একত্র হয়ে আমাদের সবকিছু গড়ে তুলতে হবে। সেই বার্তা নিয়েই হাজির হয়েছে দমদম পার্ক সার্বজনীন। প্রতিকূল সময় ও পরিস্থিতি দুটোকে কাটিয়ে সমাজবদ্ধ জীব হিসেবে আমাদের সবাইকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান তাদের পুজোর ভাবনায়। সেই নিয়েই এবছর দমদম পার্ক সার্বজনীনের পুজোর থিম 'একত্ব'। ৭২ তম বর্ষে এসে সমাজের প্রতি তাদের আকুল আহ্বান এক হয়ে ওঠার জন্য।

PXL_20231019_203628268_copy_1209x907.jpg

PXL_20231019_203623058_copy_1209x907.jpg

দমদম পার্ক যুবকবৃন্দ থেকে বেশ কিছুটা পথ হেঁটে পৌঁছে গেলাম দমদম পার্কের সবচেয়ে পুরনো দুর্গা পুজোতে। পুজো মন্ডপে যখন পৌঁছলাম তখন বেশ ভীড় হয়ে গিয়েছে। ভীড়ের সাথেই ধীরে ধীরে ঢুকে পড়লাম। মণ্ডপের কারুকার্য চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো। কাঠ, বাঁশ এবং বিভিন্ন প্রাকৃতিক সরঞ্জাম দিয়ে বানানো হয়েছে মন্ডপটি। মন্ডপ সজ্জার মধ্যেই আমাদের এক হওয়ার বার্তা লুকিয়ে রয়েছে। মন্ডপে ঝাড়বাতি না থাকলেও বাঁশের এক ঝাড় বানানো হয়েছে যেটা অন্যান্য মন্ডপের থেকে একদমই ভিন্নরকম ছিল।

PXL_20231019_203810109_copy_1209x907.jpg

PXL_20231019_203623058_copy_1209x907.jpg

PXL_20231019_203717632_copy_1209x907.jpg

মন্ডপের ঠিক মাঝে বিরাজিত জগৎ জননী মা দুর্গা। উনি আমাদের শক্তি প্রদান করছেন এইসব প্রতিকূলতা কাটিয়ে ওঠার।

PXL_20231019_203734382_copy_1209x907.jpg




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Sort:  
 7 months ago 

ফটোগ্রাফিগুলো মুগ্ধ করার মত ছিল। আর এটা ঠিক দাদা,পুরোনো সবকিছুকে ভেঙে নতুনকরে বহুতল ভবন গড়ছে, এটাও আবার বিত্তশালীদের কাজ।কিন্তু সভ্যতা হারিয়ে যাচ্ছে এভাবে।আর পুজো মন্দপের থিমটা সেই লক্ষ্যে দারুণ হয়েছে।এক হয়ে উঠার আকুল আবেদনে একত্ব থিম।খুব ভালো লাগলো দাদা।

 7 months ago 

আসলেই দাদা দমদম পার্ক সার্বজনীন একেবারে চোখ ধাঁধানো আয়োজন করেছে। ফটোগ্রাফি গুলো দেখে সত্যিই মুগ্ধ হয়ে গিয়েছি। আসলে মানুষ হচ্ছে সুন্দরের পূজারী এবং সবকিছুর মধ্যেই নতুনত্ব আনতে চায়। তাইতো পুরনো ঐতিহ্য বা অন্যান্য সবকিছু দিনদিন হারিয়ে যাচ্ছে। তবে সবার মধ্যে একতা থাকলে অনেক কিছুরই প্রতিরোধ করা সম্ভব। তাদের থিমটা এককথায় দুর্দান্ত হয়েছে। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

Posted using SteemPro Mobile

 7 months ago 

দাদা আজও কিন্তু আপনি দারুন কিছু ফটোগ্রাফির মাধ্যমে আমাদের মাঝে আপনার পুজোর গল্প তুলে ধরেছেন। ঠিক কথাই বলেছেন আসলে আমাদের আবার একত্রে হতে হবে। আপনার আজকের সার্বজনীন পুজো পরিক্রমার থিম একত্বও কিন্তু দারুন ছিল। ধন্যবাদ দাদা এমন সুন্দর একটি থিম নিয়ে আমাদের সাথে পোস্ট শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.027
BTC 60915.02
ETH 2636.51
USDT 1.00
SBD 2.64