এলোমেলো আলোকচিত্র

in আমার বাংলা ব্লগlast year (edited)

নমস্কার,

বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। ঈশ্বরের কৃপায় আমি ভালো আছি। আপনাদের সামনে আজ আমি আরো একটি ফটোগ্রাফি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম।

ছবি তোলা একটা শিল্প আর সেই শিল্প সবার দ্বারা মোটেই হয় না। আমার তো নয়ই তবে অনেকগুলো ছবি তুললে দু একটা ছবি তো ভালোই আসে। সেটা ভাগ্য হোক কিংবা ফটোগ্রাফারের হাতের কেরামতি। মাঝে মাঝে সেই ছবি গুলোই পোস্ট করছি। আর ফোটোগ্রাফি পোস্ট করতে ভালোই লাগছে তাই আজও কয়েকটা বাছাই করা ছবি নিয়ে চলে এলাম।


PXL_20221119_162639626_copy_1209x907.jpeg

সোনালী পৃথিবী। আকাশ ও মাটি দুটোই সোনার রঙে রাঙা। সূর্যের সাথে টেক্কা দিচ্ছে গ্রাম বাংলার কৃষকের সোনার ফসল। ধান পেকে গেলে মাঠের যেদিকেই চোখ যায় সেদিকেই শুধু স্বর্ণের রঙ দেখতে পাওয়া যায়। আর মজার বিষয় হলো সেই ধান পাঁকার দিন গুলোতে ধীরে ধীরে সূর্যের তাপও বেশ নরম হয়ে আসে। তখন বিকেলের মাঠে গেলে মনে হতেই পারে, যেন স্বর্ণে মোড়া আমাদের মাটি।


PXL_20221223_104614380_copy_1100x788.jpeg

মৃত্যু অবধারিত। জন্মের পর মুহূর্ত থেকেই ধীরে ধীরে মৃত্যু অবধারিত ভাবেই ঘনিয়ে আসতে থাকে। ফাঁকা বোলতার চাকটা হয়তো সেটারই প্রতীক। ফেলে যাওয়া চাক এক সময়ের সুন্দর প্রাণ চঞ্চল ভয়ানক বোলতাদের ঘর ছিলো। যেখানে কয়েক মাস আগেও বোলতা বাচ্চা মানুষ করে ছেড়ে দিয়ে গেছে।


PXL_20230105_153509205_copy_1174x839.jpeg

শীত আসলেই চারিদিকের মাঠ গুলো হঠাৎ করেই কেমন যেন স্বর্ণ রঙা থেকে হলদে রঙে বদলে যায় তাও আবার চোখের পলকেই। মাঠ হলদে হয়ে যাওয়ার পেছনের কারণটা আর কিছুই নয় সর্ষের ফুল। স্বর্ণ থেকে হলুদ হয়ে যাওয়াটা কোনো ভালো শিল্পীর হাতের কাজের থেকেও নিখুঁত।


PXL_20221225_154104799_copy_891x636.jpeg

যারা মাছ ধরেন তাদের নেশাটা অদ্ভূত গোছের। তারা শীতের মধ্যেও ঘন্টার পর ঘন্টা বসে নদীর হাওয়া খেতে খেতে ছিপের ভাসতে থাকা শোলার দিকে তাকিয়ে থাকেন। হয়তো দিনের শেষে একটা মাছ পেলেই পরদিন ফিরে আসার আবার নতুন উদ্যম পান তারা। হয়তো তাদের কাছে এটা নেশা নয়, মাছ ধরা হলো গিয়ে ভালোবাসা।


PXL_20221225_181232840_copy_1148x819.jpeg

নাটোরের কাঁচাগোল্লা। পাশাপাশি দুটো ভিন্ন স্বাদে, নলেন গুড়ের কাঁচাগোল্লা আর চিনির কাঁচাগোল্লা। দেখতেও যেমন স্বাদও তেমনি অতুলনীয়। মুখে পুরতেই গলে যাবার জোগাড়। তবে গলে যাওয়ার বহু চেষ্টা করলেও আমি বেশ সময় নিয়েই খেয়েছি। এ স্বাদের ভাগ হবেনা।


20221109_133725_copy_1086x775.jpeg

বসে আছি সেই সময় দেখি ধুলোর মধ্যে কিছু একটা বেশ নড়াচড়া করছে কিংবা বলা চলে নড়াচড়া করার চেষ্টা করছে। আমি ধুলো সরিয়ে দেখি একটা গুবরে পোকা। তাও যে সে গুবরে পোকা নয়, সবুজ রঙের। দেখে বেশ মজা পেলাম তাই ছবিও তুলে ফেললাম।


Device: LGE LM-G850
Location: West Bengal, India



IMG_20220926_174120.png

Vote bangla.witness


Support @heroism by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

|| Join HEROISM ||

Sort:  
 last year 

দাদা আপনার ফটোগ্রাফি গুলো খুবই চমৎকার এবং খুব সুন্দর ভাবে ফোকাস পয়েন্ট ঠিক রেখে দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। অনেক অনেক ধন্যবাদ দাদা ভালো থাকবেন।

 last year 

আপনাদের মতো পারছি কই তবে চেষ্টা চলবে।

 last year 

প্রকৃতির অপরূপ সৌন্দর্য ফুটে উঠেছে আপনার ফটোগ্রাফির মাধ্যমে। গ্রাম বাংলার অপরূপ চিত্র দেখে প্রাণটা জুড়িয়ে গেল। আসলেই সূর্যের আলো যখন সোনালী ধানের উপর পড়ে তখন যেন মাঠঘাট ভরে যায়। নাটোরের গোল্লা দেখে তো আমার খেতে ইচ্ছে করছে। খেতে নিশ্চয়ই অনেক মজা হয়েছে। ভাইয়া সবগুলো ফটোগ্রাফি আমার অনেক ভালো লেগেছে।

 last year 

নাটোরের গোল্লা দেখে আমিও থাকতে পারিনি। দুটো খেয়ে নিয়েছি। খিক খিক

 last year 

প্রথমেই সূর্যের কিরণ ছটার ছবিটি দেখছি আর ভাবছি এত সুন্দর আর মনোরম পরিবেশটা আপনি উপভোগ করেছেন। আর আমিও প্রায় সময় এরকম পরিবেশ উপভোগ করি। কারণ আমরা বিকেল বেলার সময় অনেক দিকে ঘুরতে যাই। আর ধান ক্ষেত যখন পাকা ধানে ছেয়ে যায় তখন এই দৃশ্যটা আরো বেশি ভালো লাগে। আর তাছাড়া নিচের ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল। সবুজ রঙের এই পোকাটা অনেকটা গুবরে পোকার মতো হলেও ভিন্ন ধরনের পোকা। সত্যি বলতে দাদা ফটোগ্রাফি করতে আমার কাছেও ভাল লাগে। আর আপনার এই অসাধারণ ফটোগ্রাফি দেখে একদম মুগ্ধ হয়ে গেলাম।

 last year 

একদমই তাই। পাকা ধান ক্ষেতের আলাদাই সৌন্দর্য্য।

 last year 

প্রকৃতির মাঝে সূর্যের সাথে টেক্কা দেওয়া গ্রাম বাংলার ফসল এর সোনালী রঙের ফটোগ্রাফি জাস্ট অসাধারণ ছিল।সরিষার ফুল খুব সুন্দর লাগছে দেখতে।সুন্দর ছিল প্রতিটি আলোকচিত্র।আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

আসলেই তাই, ফসলের সোনালী রঙের সাথে কিছুই টেক্কা পায় না। ধন্যবাদ দিদি।

 last year 

প্রতিটি ফটোগ্রাফি অসাধারণ হয়েছে ভাইয়া তবে নাটোরের কাঁচাগোল্লা দেখে চোখ আটকে গেলো। সত্যি এই স্বাদের ভাগ হবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ দারুন দারুন ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার।

 last year 

ভাগ দিইওনি। খিক খিক।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 59426.36
ETH 2654.07
USDT 1.00
SBD 2.43