টিভি সিরিজ : দ্য উইচার - অফ ব্যানকোয়েটস, বাস্টার্ডস আ্যন্ড ব্যারিয়ালস // ১০% লাজুক 🦊-কে

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার বন্ধুরা,

সবাই কেমন আছেন? আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সুস্থ। আজ আপনাদের সাথে নেটফ্লিক্স টিভি সিরিজ দ্য উইচারের প্রথম সিজনের চতুর্থ পর্বের রিভিউ নিয়ে হাজির হয়েছি। আমি আগেই দ্য উইচারের প্রথম তিনটি পর্ব রিভিউ করেছি।

দ্য উইচার সিরিজটি পোল্যান্ডের লেখক আন্দ্রেজ সাপকোস্কির দ্য উইচার নামের উপন্যাস সিরিজের উপর ভিত্তি করে তৈরী হয়েছে। দ্য উইচারের গল্পটি মধ্যযুগীয় প্রেক্ষাপটে দ্য কন্টিনেন্ট নামক জায়গার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। যেখানে দ্য উইচার অফ রিভিয়া ও প্রিন্সেস সিরিলা হলো মূল চরিত্র।


প্রাপ্তি : YouTube


পর্ব
অফ ব্যানকোয়েটস, বাস্টার্ডস আ্যন্ড বারিআলস
পরিচালক
আলেক্স গার্সিয়া লোপেজ
অভিনয়
হেনরি ক্যাভিল, আনয়া চলত্রা, জোয়ি ব্যাটি, ফ্রেয়া আ্যলান
চিত্রনাট্য
ডেক্লান ডি বাররা
মুক্তি
২০-শে ডিসেম্বর, ২০১৯
দেশ
আমেরিকা
ভাষা
ইংরেজি
সময়
৬২ মিনিট

পটভূমি

পর্বের শুরুতেই দেখি একটি সরাইখানায় মধ্যে বসে এক ব্যক্তি তার আশপাশে জড়ো হওয়া জনতাকে জেরাল্টের সাথে সেল্কিমোর দানবের যুদ্ধের কথা বলছে। আর ব্যক্তিটির ঠিক পাশেই জ্যাসকিয়ের লোকটির বর্ণনা গুলো লিখছে। ব্যক্তিটি জানায় লড়াই করতে করতে সেল্কিমোটি উইচারকে পুরোপুরি গিলে ফেলেছে তাই উইচারের বেঁচে ফেরা নিয়ে উনি সন্দিহান। কিন্তু জ্যাসকিয়ের উইচারের মৃত্যুকে নস্যাৎ করে দেয়।কিছুক্ষণ পরেই উইচার সরাইখানায় প্রবেশ করলের ব্যাক্তিটি জেরাল্টকে তার প্রাপ্য অর্থ দিয়ে দেয়।

জ্যাসকিয়ের তারপর জেরাল্টের কাছে অনুরোধ করে সিনট্রার একটি অনুষ্ঠানে তার দেহরক্ষী হিসাবে যেতে যেখানে জ্যাসকিয়ের গান গাইবে। জ্যাসকিয়ের এও বলে জেরাল্ট যেন অনুষ্ঠানে গিয়ে চুপ থাকে, যাতে জেরাল্টকে কেউ চিনতে না পারে। কিন্তু অনুষ্ঠানে ঢুকতেই মুস্যাক নামের এক জাদুকর জেরাল্টকে চিনে ফেলে। মুস্যাক জেরাল্টকে বলে রাজকুমারী পাভেট্টার বিয়ের জন্য সম্ভাব্য পাত্রের খোঁজ চলছে তাই অনুষ্ঠানের আয়োজন। মুস্যাক আরো বলে পাভেট্টার জন্য রানী ক্যালানতে পাত্র আগেই ঠিক করে ফেলেছেন আজকের অনুষ্ঠানটি শুধু চোখে ধুলো দেওয়ার তাগিদে।

অনুষ্ঠানের মাঝে হঠাৎ এরলেনওয়াল্ডের লর্ড আরচিয়ন জোর করে প্রবেশ করে ও বিয়ের জন্য পাভেট্টার হাত দাবি করে। রাণী ক্যালানথে তখন তার হেলমেটটি সরিয়ে ফেলার আদেশ দেন। লর্ড আরচিয়ন রাণীর আদেশ প্রত্যাখ্যান করলে, সেনারা জোর করে হেলমেটটি ফেলে দেয়। লর্ড আরচিয়নকে দেখে সভার সকলে বিস্মিত হয়ে যায়। আরচিয়নের মুখটি হেজহগের মতো। তখন আরচিয়ন জানায় সে আদপে একটি অভিশাপে ভুগছে যা তাকে একটি হেজহগে রূপান্তরিত করেছে।

রাজকন্যা পাভেট্টা আরচিয়নকে বিয়ে করায় সম্মত হয় তা সত্ত্বেও রাণী ক্যালানথে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে দেন। রাণী ক্যালানথে আরচিয়নকে হত্যা করার জন্য উদ্যত হন তখন পাভেট্টা তার অতি মানবীয় শক্তি সক্রিয় করে চিৎকার করে ওঠে। ক্যালানথে তাদের বিয়েতে সম্মতি হন। আরচিয়ন ও পাভেটা চুমু খায়। তখন অরচিয়ন অলৌকিকভাবে তার মানব রূপ ফিরে পায়। আরচিয়ন জেরাল্টকে সাহায্যের জন্য কৃতজ্ঞতা জানায় ও জেরাল্টকে পুরষ্কার নেওয়ার জন্য জোর করলে জেরাল্ট মজা করে ল অফ সারপ্রাইজ দাবী করে। ঠিক তখনই পাভেট্টা বমি করে, সকলে বুঝতে পারে পাভেট্টা গর্ভবতী। আর আসন্ন সন্তানটির দাবিদার জেরাল্ট।


প্রাপ্তি :নেটফ্লিক্স


ইয়েনেফার রাণী ক্যালিস ও তার শিশু কন্যার সাথে ঘোড়ার গাড়িতে চড়ে যাওয়ার সময় তারা একজন আততায়ীর দ্বারা অতর্কিত হামলার সম্মুখীন হন। আততায়ী রাণী ক্যালিসকে হত্যা করতে সক্ষম হলেও ইয়েনেফার রাণীর নবজাতক কন্যাকে নিয়ে পোর্টাল তৈরি করে পালিয়ে সক্ষম হয়। কিন্তু শিশুটি পোর্টালে মাধ্যমে পালিয়ে যাওয়ার পথে ইয়েনেফারের কোলেই মারা যায়।


সিরি ঘোরের মধ্যেই ব্রোকিলন জঙ্গলে মধ্যে ঢুকে যায়। সেখানে তার সাথে দেখা হয় ব্রোকিলন জঙ্গলের রাণী ইথনের সাথে। ব্রোকিলনের জঙ্গলে সিরির সাথে ফের দারার দেখা হয়। ইথনে তারপরে সিরি ও দারাকে ব্রোকিলনের পবিত্র জল পান করার নির্দেশ দেন।


প্রাপ্তি :নেটফ্লিক্স

সিনট্রাতে, নীলফগার্ডিয়ানরা রাণী ক্যালানথের মৃতদেহ খুঁজে পায়। নীলফগার্ডিয়ান জাদুকরী ফ্রিনজিলার তখন রাণী ক্যালানথের মৃতদেহ সাহায্যে সিরির অবস্থান খুঁজে বের করে।

ওদিকে ব্রোকিলন জঙ্গলে রাণী ইথনে শান-কায়ান গাছের ছাল কেটে ফেলে, যার ফলে সেখান থেকে রস বের হতে শুরু করে। তখন ইথনে সিরিকে সেই রস পান করার নির্দেশ দেন। সিরির কোনো খারাপ অভিপ্রায় না থাকায় সিঁড়ি রস পান করেও বেঁচে যায়।


প্রাপ্তি :নেটফ্লিক্স


আমার অভিমত

রোমাঞ্চ আমার সবসময়ই খুবই পছন্দের আর উইচার সিরিজটির শুরু থেকে রোমাঞ্চ ভরপুর। চরিত্র নির্বাচন, সিনেমাটোগ্রাফি, গল্প প্রতিটি দিক থেকেই খুব ভালো।

জেরাল্ট চরিত্রে হেনরি ক্যাভিল দারুন অভিনয় করছেন। প্রেক্ষাপট অনুযায়ী সিনেমাটোগ্রাফি অসাধারণ। চতুর্থ পর্বে জেরাল্ট আর সিরির সম্পর্ক পরিষ্কার বোঝা যায়।


রেটিং

পরিচালনা
কাহিনী
অভিনয়


Support @heroism Delegating your SP

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Sort:  
 2 years ago 

এই সিরিজ গুলো দেখতে ভীষণ ভালো লাগে। সিরিজ গুলো সাধারণত ইতিহাস নির্ভর ও রোমাঞ্চকর হয়ে থাকে, ফলত দেখার একটা আনন্দ এবং উত্তেজনার কোনভাবে কমতি পড়ে না। এইধরনের সিরিজ আমি খুব দেখি। এটাও দেখার ইচ্ছে রইলো।

 2 years ago 

মধ্য যুগীয় ফিকশন। কম্পিউটার গেম আছে। দারুন লাগছে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56477.82
ETH 2390.38
USDT 1.00
SBD 2.33