কিছু অনুভূতি // ১০% লাজুক 🦊-কে

in আমার বাংলা ব্লগ2 years ago


Made with Canva

নমস্কার বন্ধুরা,

বলার অনেক কিছুই ছিলো, বলার অনেক কিছুই আছে আর বলার অনেক কিছু থেকেও যাবে। ঠিক একটা বছর আগেও ভাবতে পারিনি একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এতগুলো মানুষের জীবনে পরিবর্তন নিয়ে আসবে। আমি নিজেও ভাবি নি যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি আমার জীবনেই এতোটা পরিবর্তন নিয়ে আসবে।

আমরা সোশ্যাল মিডিয়ার ভালো খারাপ উভয় দিকটা কিছুটা হলেও জানি। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ার ভালো দিকের তুলনায় অন্ধকার দিকটাই বেশি। আর সেই অন্ধকারে উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলজ্বল করছে আমার বাংলা ব্লগ। অন্ধকার কাটিয়ে বাঙালি সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে চলেছে। আর যে মানুষটি মশাল ধরে আমাদের সেই সুন্দর ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছেন তিনি অন্য কেউ নন আমাদের প্রিয় ফ্যান্টম দাদা।

দাদা না থাকলে হয়তো অনেক গুলো মানুষের জীবনে কোনো পরিবর্তনই আসতো না, সে তাদের শিল্পী সত্ত্বার দিক থেকেই হোক কিংবা অর্থনৈতিক ভাবেই হোক। তাই যখন আমার বাংলা ব্লগের বর্ষপূর্তির বিশেষ হ্যাং আউটের কথা উঠলো তখন আমাদের এডমিন প্যানেল ও মডারেশন প্যানেলের সকলেই খুব উৎসাহী ছিলাম। সপ্তাহ জুড়ে আমরা দাদার সাথে বারংবার মিটিং করি, কিভাবে আমার বাংলা ব্লগের প্রত্যেকটা সদস্যকে বর্ষপূর্তির সন্ধিক্ষণে কিছুটা ভালো সময় উপহার দেওয়া যায়।

আজ সাড়ে পাঁচ ঘণ্টার বিশেষ হ্যাং আউট যখন খুব সুন্দর ভাবে সম্পন্ন হলো তখন নিজেদের প্রতি অল্প গর্ববোধই হচ্ছিলো। বাঙালিরা যেন দেখিয়ে দিলো যে, আমরাও পারি।

আজকের সমস্ত অনুভূতিগুলো লিখে বা বলে বোঝানো সম্ভব নয়। সন্ধ্যে সাড়ে সাতটা থেকে শুরু করে রাত একটা পর্যন্ত একটা ভার্চুয়াল অনুষ্ঠান এত সুষ্ঠুভাবে চললো তাঁর কৃতিত্ব অবশ্যই আমাদের আমার বাংলা ব্লগের প্রত্যেকটি সদস্যদের। যারা আমাদের সবসময়ের সুখ দুঃখের সাথী, তাঁরা না থাকলে কোনোকিছুই সম্ভব হতো না।

পরিশেষে বলবো ধন্যবাদ সকল সদস্যকে, যারা আমাদের এতোটা ভালোবাসা দিলেন। ধন্যবাদ ফ্যান্টম দাকে যিনি না থাকলে বাঙালির এতো দূর আসা সম্ভব হতোনা। ধন্যবাদ সকল এডমিনকে যারা সর্বদা আমাদের পাশে থেকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেন। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ।





Support @heroism by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Sort:  
 2 years ago 

বর্ষপূর্তি উপলক্ষে দাদা আপনি চমৎকার অনূভুতি শেয়ার করেছেন। পোস্ট ভিজিট করে ভালো লাগলো। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।

 2 years ago 

জি দাদা আপনি ঠিকই বলেছেন ফ্যান্টম দাদাকে স্পেশালি ধন্যবাদ জানানো উচিৎ। কারণ দাদার কারণেই আমরা আজকে এখানে।আসলে দাদা আপনি ঠিক বলেছেন আমরা বাঙালি আমরাও পারি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাদা আপনার মনের সুন্দর অনুভূতিটুকু আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভেচ্ছা রইল।

 2 years ago 

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ার ভালো দিকের তুলনায় অন্ধকার দিকটাই বেশি। আর সেই অন্ধকারে উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলজ্বল করছে আমার বাংলা ব্লগ।

খুব সুন্দর এবং খাঁটি কথা বলেছেন ভাই, সহমত পোষণ করছি আপনার অনুূভূতির সাথে। সত্যি যখন চারপাশটা অন্ধকারে ঢেকে যাচ্ছিল, যখন বাঙালিদের অবস্থান একদম নিচুতে চলে আসতেছিলো, ব্লকচেইন হতে বাংলা হারিয়ে যেতে বসেছিলো, তখন মাত্র একজন ব্যক্তির একটা যুগান্তিকারী সিদ্ধান্ত পাল্টে দেয় পুরো দৃশ্যপট। ধন্যবাদ ফ্যান্টম দাদা।

 2 years ago 

কিছু কিছু অনুভূতি আছে যে অনুভূতি গুলো সত্যিই বলে শেষ করা যায় না আমার বাংলা ব্লগ কমিউনিটি তে কাজ করার অনুভূতি ঠিক তেমন। বাংলা ব্লগ নিয়ে যতই অনুভূতি শেয়ার করি না কেন তা কখনই শেষ হবার নয়। ধন্যবাদ আপনার অনুভূতি আমাদের সকলের মাঝে চমৎকার ভাবে উপস্থাপন করার জন্য।

আপনাকে বর্ষপূর্তির শুভেচ্ছা। আপনার অনুভূতিগুলো প্রকাশ করার জন্য ধন্যবাদ। পড়ে অনেক ভালো লাগলো। আসলে দাদাকে ও আমার বাংলা ব্লগের হ্যাংআউটি নিয়ে আমারা গর্ববোধ করি।

 2 years ago 

দাদা আপনি চির বাস্তব একটি কথা বলেছেন। আমরা নিজের মনের বাভ গুলো যতোই ভালো ভাবে প্রকাশ করার চেষ্টা করি না কেন কিছু না কিছু থেকেই যাবে। তবে ভার্চুয়াল জগতে এমন একটা আনন্দের ঘন্টা বাজবে সেটা আমিও কখনো কল্পনা করিনি। আর এই কৃতিত্ব দাদা এবং আমাদের সকল মডারেটরের। ভার্চুয়াল জগতের স্বপ্নের এই দিনটা বাস্তবে রূপ নিয়েছে যখন দেখলাম শুভ ভাইয়ার কেক কাটার হিরা ভাবিকে নিয়ে। আরো বেশি অবাক করে দিলো আমাদের মডারেটর গুলোকে একই ফ্রেমে দেখে, যা আমার কল্পনার বাইরে ছিল। এবং কি আস্তে আস্তে মনে হচ্ছে যে আসল ভার্চুয়াল জগত একেবারে স্পষ্ট রিয়েল একটা জগতে পরিণত হচ্ছে। আর এই কৃতিত্বের সবচেয়ে বড় দাবিদার বড় দাদা ছোট দাদা এবং আমাদের মডারেটরগন। আপনি আপনার অনুভূতি গুলো খুব সুন্দর করে শেয়ার করেছেন আপনার জন্য রইল ভালোবাসা অবিরাম দাদা।

 2 years ago 

সত্যি তাই এই সোস্যাল মিডিয়ার যুগে আমরা ভাল একটা দিক তুলে ধরতে পেরেছি সকলের কাছে। আমার বাংলা ব্লগ তার জ্বলন্ত প্রমান । সত্যি এই দীর্ঘ সময় দারুন ভাবে উপভোগ করেছি পরিবারের সকল সদস্য মিলে। আগামী দিনে এই সুন্দর মূহুর্তে র জন্য আমরা কাজ করবো একসাথে এই প্রত্যাশা ব্যক্ত করছি। ভাল থাকবেন দাদা।

 2 years ago 

আসলে এই কথাগুলো একদম ঠিক বলেছেন বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ভালো জায়গা খারাপটাই বেশি। তার মাঝে আমরা যে এইরকম একটা প্লাটফর্ম পেলাম সত্যিই তা অতুলনীয়। সবাই তো শুধু বলে অনলাইনে সব ধোকা, খারাপ এই সবকিছু। তার মাঝে যে আমার বাংলা ব্লগ এইরকম একটা প্লাটফর্ম খুঁজে পাবো সত্যিই অতুলনীয়। আপনারা না থাকলেও এটা কখনো সম্ভব হতো না।

 2 years ago 

আমরা যেন rme দাদার সেনাবাহিনী, তাই নাহ দাদা? 😅😅

খুব মজা হয়েছিল সেদিন ।

 2 years ago 

সত্যিই উনারা আমাদের সুখের এবং দুঃখের সাথী। আর উনাদের ছাড়া তো আমরা কিছুই নই।যথার্থ লিখেছেন।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 67751.75
ETH 2620.94
USDT 1.00
SBD 2.72