টিভি সিরিজ : রিচার - স্পুনফুল // ১০% লাজুক 🦊-কে

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)


নমস্কার বন্ধুরা,

সবাই কেমন আছেন? আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। আজ ফের আপনাদের সাথে আরো একটি রিভিউ নিয়ে হাজির হলাম রিচার টিভি সিরিজের, তৃতীয় এপিসোড। মোট ছটি এপিসোড নিয়ে টিভি সিরিজটি তৈরী। আগে আমি রিচারের প্ৰথম ও দ্বিতীয় এপিসোড নিয়ে হাজির হয়েছিলাম আজকে তৃতীয় এপিসোড নিয়ে হাজির হলাম স্পুনফুল। ফেব্রুয়ারি মাসের ৪ তারিখে মুক্তি পাওয়া রিচার টিভি সিরিজ লেখক লি চাইল্ডের বিখ্যাত উপন্যাস জ্যাক রিচারের টেলিভিশন সংস্করণ। আগের দিন পর্বে আমরা জানতে পেরেছি, জ্যাক রিচার মারগ্রেভে ব্লুজ সঙ্গীতশিল্পী ব্লাইন্ড ব্লেকের খোঁজ করতে এসে পর পর দুটো খুনের সম্মুখীন হয়। তারপর কিভাবে রিচার খুনের তদন্তের সাথে জড়িয়ে পড়ে।


সূত্র : YouTube


পর্ব
স্পুনফুল
পরিচালক
আদ্রিতা মুখার্জি
অভিনয়
অ্যালান রিচসন, ম্যালকম গুডউইন, উইলা ফিটসজেরাল্ড, ক্রিস ওয়েবস্টার
চিত্রনাট্য
স্টিফেন সার্জিক
মুক্তি
৪-ঠা ফেব্রুয়ারি, ২০২২
দেশ
আমেরিকা
ভাষা
ইংরেজি
সময়
৪৮ মিনিট


পটভূমি

বন্যার কারনে রিচার ও রস্কো অন্য শহরে আটকে থাকার পরের দিন মারগ্রেভে বাড়ি ফিরলে, দুজনে আবিষ্কার করে কোনো অজ্ঞাত পরিচয় আততায়ীর দল রস্কোর বাড়ির দরজা ভেঙে ঢুকে, "সি ইউ সুন" লিখে যায়। আততায়দের দরজার পেছনে "সি ইউ সুন" লেখা দেখে রিচার রস্কোর কাছে বন্দুক দেওয়ার অনুরোধ করে। পরিস্থিতি বুঝে রস্কো রিচারকে একটি বন্দুক দিয়েও দেয়।

রিচারের দাদা আততায়ীর হাতে জো মারা যাওয়ার পর রিচার সিক্রেট সার্ভিসে জো-এর সহকর্মী মলি বেথের সাথে যোগাযোগ করে। মলি বেথকে রিচার জানায় যে জো কোনো বড়সড় আকারের জালিয়াতির তদন্ত করতে মারগ্রেভে ছিলো। রিচার ক্লাইনারের সম্পর্কে কিছু তথ্যের জন্য ক্লাইনারের আইনজীবীর কাছে গিয়ে তাকে ভয় দেখিয়ে তথ্য আদায় করে নেয়।

অন্যদিকে ফিনলে কারাগারের কর্মী স্পাইভির বাড়িতে তদন্ত করতে যায়। সেখানে ফিনলেকে চোর ভেবে স্থানীয় পুলিশ মারধর করে জেলে নিয়ে যায়। রস্কো তারপর ফিনলেকে পুলিশ কাস্টডি থেকে ছাড়িয়ে মারগ্রেভে ফিরিয়ে নিয়ে আসে। আর ওদিকে রিচারও মারগ্রেভে আসে।

রিচার ও ফিনলে দুজনে মারগ্রেভের হত্যাকাণ্ডের তদন্ত চালিয়ে ক্লাইনারের অফিসে গিয়ে জেরা করে। ক্লাইনার দাবি করেন যে তিনি জোড়া হত্যাকাণ্ডের কিছুই জানেন না সাথে দুজনকে তদন্ত বাদ দেওয়ার পরামর্শ দেন।

রিচার তারপর রস্কো ও ফিনলেকে কিছু সময়ের জন্য তাদের বাড়ি থেকে দূরে থাকার জন্য রাজি করায়। রস্কো মারগ্রেভ থেকে বেরিয়ে যাওয়ার পথে ক্লাইনারের ছেলে কেজের সাথে দেখা হয় সেখানে কেজে রিচারের মিলিটারিতে থাকাকালীন কিছু বেসামরিক লোককে হত্যা করার কথা বলে।

রস্কো আর ফিনলে শহর থেকে চলে যাওয়ার পর রিচার স্পাইভির খোঁজ করতে স্থানীয় এক বারে যায় সেখানে হঠাই দুই অজ্ঞাত পরিচয় আততায়ী অতর্কিতে রিচারের উপর হামলা করে কিন্তু রিচার দুজনকে মেরে ফেলতে সমর্থ হয়। যখন দুই আততায়ীর মৃতদেহ লুকিয়ে রাখতে তাদের গাড়ির ট্রাঙ্ক খোলে, তখন দেখতে পায় সেখানে আগে থেকেই স্পাইভির মৃতদেহ।


আমার অভিমত

দ্বিতীয় পর্ব শেষে দরজার লেখা দেখে আমার তৃতীয় পর্ব দেখার আগ্রহ অনেক বেড়ে যায়! তৃতীয় পর্ব আমাকে মোটেই নিরাশ করেনি, খুবই রোমাঞ্চকর।

আপনারা জানেন থ্রিলার আমার সবচাইতে পছন্দের। রিচারের সিরিজ জ্যাক রিচার উপন্যাস অনুযায়ী খুব মানানসই। প্রত্যেকে তাদের চরিত্রে দারুন অভিনয় করেছেন।


রেটিং

পরিচালনা
কাহিনী
অভিনয়৮.৫




Support @heroism Delegating your SP

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Sort:  
 2 years ago 

দাদা, প্রথম দু টো এপিসোডের পোষ্ট গুলো ফলো করেছিলাম। তৃতীয় সিরিজ টা তো শুনতেই হবে। তাই আবার পোষ্ট টা পড়ে ফেললাম। এত রোমাঞ্চ সত্যিই দারুন! যেহেতু সিনেমা দেখার সময় হচ্ছেনা। তাই আপাতত আপনার লেখা পড়েই নিজের সখ মেটালাম। তবে এত সুন্দর সিরিজ দেখতেই হবে।

 2 years ago 

আমার তো দারুন লাগছে। বইগুলোর সাথে অনেক মিল রেখে বানিয়েছে তাই খারাপ লাগার যুক্তিও দেখি না।

 2 years ago 

দাদা আমার ও তেমন সময় হয়না যে এভাবে সিরিজ দেখতে পারবো। তবে আজকে আপনার এই টিভি সিরিজ পড়ে তেমন মজা পাইনি , কারণ শুরু থেকে আগের পার্ট গুলো পড়া হয়নি। তবে মনে হচ্ছে অনেক ইন্টারেষ্টিং লাগতো। ধন্যবাদ দাদা।

 2 years ago 

শুরু থেকে পড়লে অল্প হলেও ধারনা হতো। আমি পরের পর্ব থেকে আগের লিংক গুলো জুড়ে দেবো তাহলে।

 2 years ago 

উপন্যাস বলেই এতো বড়ো, রোমাঞ্চকর তো হবেই।তৃতীয় পর্ব পড়ার আগেই দুই পর্ব চোখ বুলিয়ে এসেছি দাদা।বিনা অপরাধে কারাগারে বন্দী হয় বেচারা রিচার।এইসব হলিউডের মুভির সঙ্গে সঙ্গে টিভি সিরিজগুলি ও খুবই ইন্টারেস্টিং হয়।আমার কাছে খুবই ভালো লাগে এগুলি পড়তে।আপনার মাধ্যমে সহজে বাংলা ভাষায় পড়ে নিতে পারছি,সুন্দর রিভিউ করেছেন।ধন্যবাদ দাদা।

 2 years ago 

বইয়ের গল্প আর চরিত্র গুলো এক রাখলে বেশি ভালো লাগে।

Coin Marketplace

STEEM 0.14
TRX 0.12
JST 0.025
BTC 54114.77
ETH 2331.62
USDT 1.00
SBD 2.13