২০২৩ বিশ্বকাপ অভিযানের তৃতীয় ম্যাচে সহজ জয় ভারতেরsteemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ10 months ago

নমস্কার বন্ধুরা,

২০২৩ বিশ্বকাপ অভিযানের তৃতীয় ম্যাচেও সহজ জয় পেলো ভারত। ১৯১ রানের লক্ষ্য মাত্রা খুব সহজেই পেরিয়ে গেলো রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল।

Screenshot_2023-10-14_200632.png

Image Credit : Star Sports

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ ভারতের তৃতীয় ম্যাচে প্রতিপক্ষ ছিলো পাকিস্তান। ভারত ও পাকিস্তানের ম্যাচ থাকলেই সেটা নিয়ে উত্তেজনা থাকে টান টান, আজকেও তার ভিন্নতা ছিলো না। যদিও ভারত খুব সহজেই জয় পেয়ে গেলো। হাতে প্রায় কুড়ি ওভার থাকতেই পেরিয়ে গেলো জয়ের লক্ষ্যমাত্রা। ম্যাচটি ছিল গুজরাটের শ্রী নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, যা পৃথিবীর সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম। টসে জিতে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়।

ইনিংসের শুরুটাও পাকিস্তান খুব ভালো করে। সপ্তম ওভার পর্যন্ত ভারতের শক্তিশালী বোলিং লাইনআপ দাঁত ফোটাতে পারেনি। পাকিস্তান ৪১ রানের মাথায় প্রথম উইকেট হারায়। তারপর ব্যাট করতে নামে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ওপেনার ইমামুল হকের সাথে বেশ জুটি বেঁধে খেলা শুরু করে। ৭৩ রানের মাথায় হার্দিক পান্ডিয়ার দুর্দান্ত বলে ইমাম উল হক উইকেট হারায়। তারপর ব্যাট করতে নামে ইনফর্মে থাকা পাকিস্তানি উইকেট কিপার রিজওয়ান। বাবর আজমের সাথে জুটি বেঁধে বেশ দ্রুত গতিতেই রান করতে শুরু পাকিস্তান। ৩০ ওভার পূর্ন করার আগেই পাকিস্তান ১৫০ রানে পৌঁছে যায়। তখন মনে হচ্ছিলো পাকিস্তান ৩০০ রানের গন্ডি খুব আরামে পেরিয়ে যাবে।

Screenshot_2023-10-14_154212.png

Image Credit : Star Sports

ঠিক সেই সময়েই রোহিত শর্মার চালে ধরাশয়ী হয় বাবর আজম। সিরাজের বল পাকিস্তানি অধিনায়কের উইকেট উড়িয়ে দেয়। নতুন ব্যাটসম্যান ক্রিজে সেট হওয়ার আগেই ৩৩ তম ওভারে পরপর ২ উইকেট নিয়ে পাকিস্তানকে বেকায়দায় ফেলে দেয় কুলদীপ যাদব। ৩০ তম ওভারে ১৫৫ রানে মাত্র ২ উইকেট হারানো পাকিস্তান ৩৩ তম ওভার শেষ হওয়ার পরে দাঁড়ায় ১৬৬ রানে ৬। পরের ওভারেই জসপ্রীত বুমরার দারুন কাটার বলে রিজওয়ানের উইকেট পড়তেই পাকিস্তানকে চেপে ধরে ভারত। হাসান আলি চেষ্টা করলেও, ৪৩ তম ওভারেই গুটিয়ে যায় তাদের ব্যাটিং ইনিংস। ১০ উইকেট হারিয়ে রান হয় ১৯১।

Screenshot_2023-10-14_172526~3.png

Image Credit : Star Sports

১৯২ রানের জেতার লক্ষ্যে নিয়ে ভারত ব্যাট করতে নামে। অধিনায়ক রোহিত শর্মার সাথে ওপেনিং এ নামে ডেঙ্গু কাটিয়ে দলে ফিরে আসা শুভমন গিল। ভারত ব্যাট করতে নেমে শুরু থেকেই চালিয়ে খেলতে শুরু করে। চতুর্থ ওভারে শুভমন গিল মারতে গিয়ে আউট হলেও অধিনায়ক রোহিতের ব্যাট থামেনি। বিরাট কোহলিকে কো-ড্রাইভার সিটে বসিয়ে ব্যাট থেকে আগুন ঝড়াচ্ছিলো রোহিত শর্মা। কোনো পাকিস্তানি বোলার রেয়াত পায়নি, মাঠের সব দিকে ছক্কার বন্যা বয়ে যাচ্ছিলো।

Screenshot_2023-10-14_182722.png

Image Credit : Star Sports

দশম ওভারে হাসান আলির স্লোয়ার বলে সহজ ক্যাচ তুলে বিরাট কোহলি আউট হয়ে গেলেও রোহিত শর্মার ব্যাটের গতিবেগ কমেনি। শ্রেয়াস আইয়ারকে সঙ্গী করে ভারত অধিনায়ক ২১ ওভার শেষ হওয়ার আগেই ১৫০ রান করে ফেলে। ২২ তম ওভারে ১৫৬ রানের মাথায় ভারতে তৃতীয় উইকেট যায়, অধিনায়ক রোহিত শর্মা রূপে। রোহিত শর্মা আউট হলে সহ অধিনায়ক কেএল রাহুল কিছুটা স্থিরতা নিয়ে আসে। শ্রেয়াস আইয়ারকে সঙ্গী করে কেএল রাহুল ধীরে ধীরে এগোতে থাকে লক্ষ্যের দিকে। ৩১ তম ওভারে ১১৭ বল বাকি রেখেই সাত উইকেটে ভারত ২০২৩ বিশ্বকাপের তৃতীয় ম্যাচ জিতে যায়।

Screenshot_2023-10-14_200943~2.png

Image Credit : Star Sports

সাথে সাথে বিশ্বকাপে ভারত পাকিস্তানের বিরুদ্ধে ৮-০ ম্যাচে এগিয়ে যায়।




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Sort:  
 10 months ago 

সত্যি বলতে দাদা এই ভারত পাকিস্তান ম‍্যাচের জন্য আমি বেশ আগ্রহের সঙ্গে অপেক্ষা করেছি। কিন্তু ম‍্যাচ টার মধ্যে যেন সেরকম কোন উওেজনায় ছিল না। ভারত একেবারে পাকিস্তানকে নিয়ে ছেলেখেলা করে ম‍্যাচটা জিতে নিল। তবে গতকাল পাকিস্তানের বড় সংগ্রহ হতে পারত যদি সঠিক সময়ে ভারতের বোলার রা পাকিস্তানের ব‍্যাটিং লাইনআপ কে চেপে না ধরত। আর গতকাল ভারত হোম ভেন‍্যুর অ‍্যাডভান্টেজ টা বেশ ভালো পেয়েছিল।

Posted using SteemPro Mobile

 10 months ago 

খেলা শুরু হওয়ার আগে ভেবেছিলাম ম্যাচটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। কিন্তু পাকিস্তানের ব্যাটিং এবং বোলিং দেখে সত্যিই বেশ অবাক হলাম। দু একজন ব্যাটসম্যান ছাড়া তেমন ভালো করতে পারছে না কেউ। বোলিং লাইন আপও তেমন ভালো নয়। সবসময় দেখে আসছি পাকিস্তানের পেস বোলিং ইউনিট খুব শক্তিশালী। কিন্তু এই বিশ্বকাপে তেমন কিছুই চোখে পড়ছে না। যাইহোক রোহিত শর্মার ব্যাটিং দারুণ উপভোগ করেছি। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

Posted using SteemPro Mobile

 10 months ago 

সত্যি দাদা, গতকাল ভারত পাকিস্তানের নিকট থেকে একেবারেই অত্যন্ত সহজেই ম্যাচটি জিতে নিয়েছে। খেলার মধ্যে কোন প্রতিদ্বন্দ্বিতাই ছিল না। আসলে ভারত এবারের বিশ্বকাপে নিঃসন্দেহে অত্যন্ত শক্তিশালী দল। অনেক অনেক শুভকামনা রইল আমার প্রিয় ক্রিকেট টিম ইন্ডিয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59605.49
ETH 2607.69
USDT 1.00
SBD 2.42