পায়ে পায়ে কলকাতা: পর্ব ২

in আমার বাংলা ব্লগ11 months ago

PXL_20230326_140854089_copy_1209x907.jpg

নমস্কার বন্ধুরা,

বিগত পাঁচ বছর এই শহর থাকছি তবে সত্যি কথা বলতে নিজের কাজের জায়গাটুকু ছাড়া বিশেষ কোথাও ঘোরা হয়নি। টুকটাক এখানে ওখানে খেতে যেতাম কিন্তু আমার সবচেয়ে পছন্দের জায়গা গঙ্গার ঘাট। এই গঙ্গার ঘাট ছাড়া কলকাতায় যতগুলো দর্শনীয় স্থান রয়েছে কোথাও আমি ঘুরিনি। হাফিজদা, সুমনদা এবং আরিফ ভাই আসবেন তাদের শহর দেখাতে হবে সেই সুবাদে আমিও শহরটা ঘুরে দেখে নেবো সেই চিন্তাতেই মগ্ন ছিলাম।আসলে কাছের ঘোরার জায়গা গুলো কখনই দেখা হয় না সেটাই এবার বদলে ফেলার ইচ্ছে শুরু হলো পায়ে শহর হেঁটে দেখা। শুরুটা একটু অন্যভাবে হলেও রওনা হলাম আমরা। কলকাতা দেখে বেড়ানোর জন্য।

কলকাতার মূলত মধ্যভাগেই কলকাতার বেশিরভাগ দেখার জায়গা গুলো রয়েছে, ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে শুরু করে শহীদ মিনার থেকে ময়দান যা কিছুতে পুরোনো কলকাতার ব্রিটিশ স্থাপত্য নিদর্শন রয়ে গিয়েছে তার সবই ধর্মতলাতে। ধর্মতলাকে কলকাতার কেন্দ্রস্থল বলাও চলে। আর যেখানে টিকিট কাটতে গিয়েছিলাম সেটা কলকাতার অফিস পাড়া গোছের।

PXL_20230326_142511125_copy_1209x907.jpg

অনেক সময় খরচ করে অবশেষে টিকিট কাটা হয়ে গেলে। টিকিটগুলো সাবধানে ব্যাগে ঢুকিয়ে আমরা সবাই রওনা দিলাম। উদ্দেশ্য পায়ে পায়ে কলকাতা ঘুরে বেড়ানো। রেলের টিকিট ঘর থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল তিন কিলোমিটার দূরে হওয়ায় বাসে চেপে ভিক্টোরিয়া মেমোরিয়াল এর কাছাকাছি পৌঁছে যাওয়া হলো। সেখান থেকে চারজন পায়ে হেঁটে ভিক্টোরিয়া মেমোরিয়ালে একদম সামনে পৌঁছলাম।

PXL_20230326_142031135_copy_1209x907.jpg

যদিও এ নিয়ে ভিক্টোরিয়া মেমোরিয়ালে আমার তৃতীয়বার আসা কিন্তু আগের দুবার আমি ভিক্টোরিয়ার মেমোরিয়ালকে বাইরে থেকেই দেখেছি। এবার প্রথম প্রবেশ করব। দুপুরে খিদে পেয়েছে তাই আমরা সবাই প্রথমে ফল খেয়ে তার পর পুরি সবজি পেটে গুঁজে সোজা গেলাম টিকিট কাউন্টারে।

PXL_20230326_142208164_copy_1209x907.jpg

চারখানা টিকিট কেটে নিতে। মাথাপিছু দাম ৩০ টাকা করে। চারটে টিকিট কেটে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে থেকে কিছু ফটোগ্রাফি তুলে ঢুকে পড়লাম ভেতরে।

PXL_20230326_143418445_copy_1209x907.jpg




IMG_20220926_174120.png

Vote bangla.witness


Support @heroism by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

|| Join HEROISM ||

Sort:  
 11 months ago 

গঙ্গার ঘাটের অনেক ফটোগ্রাফি দেখেছি। আসলেই দারুণ জায়গা। আপনি যেহেতু ঘুরাঘুরি কম করেন, ওনাদের তিনজনের সাথে ঘুরাঘুরি করে বেশ ভালো সময় কাটিয়েছেন মনে হচ্ছে। অনেক আগে কলকাতায় গিয়েছিলাম একবার। তখন ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখার সুযোগ হয়েছিল। ফটোগ্রাফি গুলো দেখে সেই পুরনো স্মৃতি মনে পড়ে গেল। ফটোগ্রাফি গুলো এককথায় দুর্দান্ত হয়েছে দাদা। পরবর্তী পর্বের জন্য অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন সবসময়।

 11 months ago 

পাঁচ বছর কলকাতা আছেন তারপরেও শহর ঘুরে দেখেননি পুরোটা।গঙ্গার ঘাট জায়গাটি অনেক সুন্দর দেখেছিলাম কমিউনিটির করা অন্যদের ফটোগ্রাফিতে।যাইহোক তারপরে চারজনের টিকিট কেটে ঘুরলেন।ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে এই প্রথম প্রবেশ করেছেন,এর আগে বাইরে টা দেখেছিলেন।বেশ উপভোগ করেছিলেন নিশ্চয় ভিক্টোরিয়া মেমোরিয়াল।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 11 months ago 

গঙ্গা ঘাট আসলেই মনোরম জায়গা।দর্শনীয় স্থানগুলি তাহলে ভাইয়াদের সুবাদে ঘুরেই ফেললেন।আসলে হঠাৎ করেই মানুষের জীবনে সুযোগ চলে আসে আর আপনি সেটা যথাযথভাবে কাজে লাগিয়েছেন দেখে ভালো লাগলো।ভিক্টোরিয়া মেমোরিয়ালে আমি একবার গিয়েছিলাম।ধন্যবাদ দাদা।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.029
BTC 57616.20
ETH 3030.92
USDT 1.00
SBD 2.25