প্রশান্তি

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

নমস্কার বন্ধুরা,

মেঘের আগমনে হয়তো অবশেষে অপেক্ষার অবসান হওয়া শুরু হলো। যেখানে সাধারণত মধ্য জুলাইয়ে চারদিকেই জল থৈ থৈ করে সেখানে এবছরের দৃশ্য পুরোটা আলাদা। বর্ষার শুরু থেকে মাত্র এক দিন বৃষ্টিপাত তারপর থেকে জুলাই পর্যন্ত ছিটেফোঁটাও বৃষ্টিপাত নেই। বৃষ্টি না হওয়ার একদিকে যেমন খরা পরিস্থিতি সৃষ্টি হয়েছে তেমনি গরমের তীব্র দাবদাহ মানব জীবনে আছড়ে পড়েছে।

রোদের তাপমাত্রার সাথে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। দুটোই পারদ ফাটিয়ে দেওয়ার জোগাড়। প্রত্যেকের নজর আবহাওয়ার খবরের দিকে, যদি বৃষ্টির আগাম কিছু খবর পাওয়া যায়! কিন্তু আবহাওয়ার আপডেট শুধুমাত্র আপডেট হয়েই থেকে যায় বৃষ্টির দেখা পাওয়া যায় না। গত সপ্তাহে বৃষ্টির খবর দেখালেও, মেঘের দেখা সারা সপ্তাহ জুড়েও পাওয়া গেল না। ধৈর্য্যের বাঁধ ভাঙার জো।

অনিশ্চয়তার মুহূর্তে তাই সকাল সকাল যখন মেঘের ডাক শুনতে পেলাম আমার ঘুমটা ভেঙে গেলো। ধরফরিয়ে উঠে দেখি চারিদিকে অন্ধকার হয়ে আসছে। মেঘের গর্জন কানে বাদ্যযন্ত্রের মতো বাজতে শুরু করলো। আহা! বিছানা ছেড়ে উঠেই দৌড় দিলাম। বাইরের পরিস্থিতি দেখে আসবার জন্য। বাইরে বেরিয়ে দেখি নীল আকাশ জুড়ে অল্পস্বল্প মেঘের আনাগোনা হয়েছে। খানিকটা হলেও প্রশান্তি ফিরে পেলাম। চারিদিকে ধীরে ধীরে অন্ধকার হয়ে আসছে। মনে মনে শান্তিটা কাজ করছিলো যে হয়তো খুব শীঘ্রই বৃষ্টি হবে।

শুরু হলো বৃষ্টির অপেক্ষা। আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে বিকেল গড়িয়ে গেলো কিন্তু বৃষ্টির দেখা পাওয়া গেলো না। অন্যান্য জায়গায় থেকে বৃষ্টির খবর আসছে কিন্তু আমাদের দিকটায় বৃষ্টির ছিড়ে ফোঁটাও নেই। মনটা চুপসে গেলো। কিন্তু এটাই প্রশান্তির যে মেঘ দেখা গিয়েছে। বৃষ্টি হওয়া শুধু এখন সময়ের অপেক্ষা। জানিনা কবে হবে, তবে বৃষ্টি হলে সাধারণ মানুষের অল্প প্রশান্তি পাবে সাথে কৃষকদের মুখে খানিকটা হলেও হাসি ফুটবে।

আজকের মতো বিদায়। আপনাদের সাথে আবার দেখা হবে আগামীকাল অন্য কোনো ব্লগে। আনন্দে থাকুন। সুস্থ থাকুন। আর আমি অপেক্ষা করি বৃষ্টির জন্য, চাতকের ন্যায়।





Support @heroism by Delegating your Steem Power

Sort:  

আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে বিকেল গড়িয়ে গেলো কিন্তু বৃষ্টির দেখা পাওয়া গেলো না। অন্যান্য জায়গায় থেকে বৃষ্টির খবর আসছে কিন্তু আমাদের দিকটায় বৃষ্টির ছিড়ে ফোঁটাও নেই।

তোমাদের ওখানে যখন মেঘের ঘনঘটা, বৃষ্টির নাম মাত্র নেই,আমাদের এখানে তখন অঝোর ধারায় বৃষ্টি পড়ছে। ওই নিয়েই পোস্ট দিলাম একটা আজ। আশাকরি তোমাদের ওখানেও খুব জলদি বৃষ্টি হবে দাদা।

 2 years ago 

আমাদের দিকেও এই একই অবস্থা দাদা। চাতকের মতো চেয়ে আছি কিন্তু বৃষ্টির দেখা নেই। অন‍্যদিকে চলছে তীব্র তাপদাহ তারপর আবার শুরু হয়েছে লোডশেডিং। সবমিলিয়ে অসহনীয় একটা পরিস্থিতি। আশাকরছি খুব দ্রুতই আকাশ থেকে নামবে বৃষ্টি।।

 2 years ago 

দাদা এবার বৃষ্টি খুবই কম যদিও আমাদের এখানে একটু অল্প অল্প বৃষ্টি হচ্ছে। তবে অনেকদিন পর পর হচ্ছে আর যখন বৃষ্টি হচ্ছে না তখন রোদের তাপ বেড়ে যাচ্ছে। আর অনেক বেশি গরম পড়ছে আসলে সেগুলো সহ্য করার মতো নয়। ঠিকই বলেছেন যে আকাশের দিকে একফোঁটা বৃষ্টির জন্যে সবাই চেয়ে থাকে। আপনি দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে

 2 years ago 

পরিবেশটা কিন্তু দারুণ দেখতে লাগছে।বিশেষ করে শেষের দুইটি ছবি।এখানে বৃষ্টি পরাতে মনে হচ্ছে গরম আরো বেশি বেড়েছে।

 2 years ago 

আহারে, বৃষ্টি শেষ পর্যন্ত আর হল না, কিন্তু বৃষ্টি খুব তাড়াতাড়ি আসবে ভাইয়া। সবাই একটু স্বস্তি পাবে তখন।

 2 years ago 

দাদা আমার মনে আছে আপনি বৃষ্টির জন্য একটি পোস্ট শেয়ার করেছিলেন। মানে কিছু কৃষকের এই মুহূর্তে মধ্যে বৃষ্টি বেশি প্রয়োজন এ কথা বিবেচনা করে সেদিন পোস্ট করেছিলেন যদি আমি ভুল না করে থাকি। অবশেষে সৃষ্টিকর্তা সকলের ডাক শুনেছেন বৃষ্টি এসেছে জনমনে শান্তি ফিরে এলো। প্রশান্ত মন প্রশান্ত হল।

বৃষ্টি এসেও তেমন লাভ নেই দাদা। কারণ যতক্ষন বৃষ্টি পড়বে ততক্ষণ হয়তো ভালো লাগবে। এরপর যেমন ছিল। ঐ একই অবস্থা। আশীর্বাদ করি দাদা তারাতাড়ি যেন আপনার এলাকায় বৃষ্টি আঁচড়ে পড়ে। ধন্যবাদ দাদা এত সুন্দর কিছু ফটোগ্রাফির মাধ্যমে আপনার পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

সব দিকে একই অবস্থা দাদা, বৃষ্টির অভাবে চারিদিক যেন পুড়ে যাচ্ছে। তবে কালকে বিকেলে আমাদের এলাকায় একটু বৃষ্টি হয়েছে আর মোটামুটি একটু ঠান্ডা আবহাওয়া বইছে। সবদিকেই টুকটাক কমবেশি মেঘ লক্ষ্য করা যাচ্ছে হয়তো বৃষ্টি হবে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 64752.70
ETH 3455.13
USDT 1.00
SBD 2.50