টিভি সিরিজ : দ্য উইচার - বিট্রেয়ার মুন // ১০% লাজুক 🦊-কে

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার বন্ধুরা,

সবাই কেমন আছেন? আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সুস্থ। আপনাদের সাথে আগে নেটফ্লিক্সের টিভি সিরিজ দ্য উইচারের প্রথম সিজনের দুটি পর্ব নিয়ে হাজির হয়েছি আজ তৃতীয় পর্বের রিভিউ নিয়ে হাজির হলাম। দ্য উইচার সিরিজটি পোলিশ লেখক আন্দ্রেজ সাপকোস্কির দ্য উইচার নামের উপন্যাস সিরিজের উপর ভিত্তি করে তৈরী হয়েছে।

দ্য উইচারের গল্পটি মধ্যযুগীয় প্রেক্ষাপটে দ্য কন্টিনেন্ট নামক জায়গার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। যেখানে দ্য উইচার অফ রিভিয়া ও প্রিন্সেস সিরিলা হলো মূল চরিত্র।


প্রাপ্তি : YouTube


পর্ব
বিট্রেয়ার মুন
পরিচালক
আলেক্স গার্সিয়া লোপেজ
অভিনয়
হেনরি ক্যাভিল, আনয়া চলত্রা, জোয়ি ব্যাটি, ফ্রেয়া আ্যলান
চিত্রনাট্য
বিউ ডে মায়ো
মুক্তি
২০-শে ডিসেম্বর, ২০১৯
দেশ
আমেরিকা
ভাষা
ইংরেজি
সময়
৬৭ মিনিট

পটভূমি

শুরুতেই দেখতে পাই একটি ছেলে মৃত্যুসজ্জায় আছে। কোনো জন্তুর আক্রমণে ছেলেটির বুক ফালাফালা হয়ে গিয়েছে। জন্তুটিকে হত্যা করার জন্য ছেলেটির বাবা রেমাস নামের এক উইচারকে নিযুক্ত করে কিন্তু জন্তুটি উল্টে আলোআঁধারির সুযোগ নিয়ে রেমাসকে হত্যা করতে সক্ষম হয়।

জেরাল্ট এক পতিতার ঘরে জানতে পারে মাস খানেক আগে রেমাস নামের এক উইচার টেমেরিয়া নামক রাজ্যে যাওয়ার সময় সেখান দিয়ে গেছে। সে আরো জানায় গুজব রটেছে যে রেমাস টেমেরিয়াতে এক জন্তুকে মারার জন্য ৩০০০ কয়েন নিয়ে পালিয়ে গেছে। জেরাল্ট তখন নিজের ঘোড়া রোচকে রেখে টেমেরিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। জেরাল্ট টেমেরিয়া পৌঁছলে দেখে টেমেরিয়ার শ্রমিকরা তাঁদের রাজার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণার পথে। আর জেরাল্ট রেমাসের আচরণের জন্য ক্ষমাপ্রার্থী। ঠিক সেই মুহূর্তে বেশ কয়েকজন সৈন্য নিয়ে রাজার উপদেষ্টা অস্ট্রিট চলে আসে। অস্ট্রিট শ্রমিকদের বোঝায় যে প্রতিশোধ তাদের যন্ত্রণা কমাতে পারবে না, তারা যেন নিজেদের বাড়িতে ফিরে যাক আর জন্তুটির বিষয়ে রাজার সাথে তিনি কথা বলবেন সাথে জেরাল্ট -কেও টেমেরিয়ার থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেন। জেরাল্ট টেমেরিয়া থেকে বেরিয়ে যাওয়ার পথে রাজ্যের সসারার ট্রিস জেরাল্টকে রাজ্যের অভিশাপ থেকে মুক্ত করার জন্য নিযুক্ত করে। ট্রিস জেরাল্টকে জানায় দূর্গের যে অংশে রাজকুমারী এডাকে সমাহিত করা হয়েছিল সেটাই হলো সমস্ত আক্রমনের মূল উৎস।

জেরাল্ট প্রাথমিকভাবে জন্তুটিকে একটি ভুকোডলাক বলে ধরে নেয়, কিন্তু ট্রিস সেটাকে খারিজ করে দিয়ে জন্তুটির দ্বারা খুন হওয়া বেশ কিছু মৃতদেহ পরীক্ষা করার জন্য নিয়ে এসে হত্যাকারী জন্তুটিকে শনাক্ত করার জন্য ২০০০ কয়েন দেবার প্রস্তাব দেয়। মৃতদেহগুলির মধ্যে রেমাসের মৃতদেহ দেখে জেরাল্ট অনুমান করে যে জন্তুটি একজন উইচারকে পরাজিত করেছে সেটা লুকাবার জন্য ট্রিস ৩০০০ কয়েন নিয়ে রেমাসে পালিয়ে যাওয়ার গুজব রটায়। রেমাসের দেহ পরীক্ষা করে জেরাল্ট বুঝতে পারে জন্তুটি একটি মেয়ে স্ট্রিগা। জেরাল্ট আরো বুঝতে পারে কোনো অভিশাপের ফলে এডার কন্যা দানবীয় স্ট্রিগায় পরিণত হয়েছে।

জেরাল্ট তারপর রাজা ফোল্টেস্টের কাছে যায় যেখানে ট্রিস সবার কাছে অনুরোধ করে জেরাল্টের সাহায্য নেওয়ার জন্য। রাজা ফোলটেস্টের সাথে জেরাল্ট বিতণ্ডায় জড়িয়ে পড়লে ফোল্টেস্টে জেরাল্টকে রাজ্য ছেড়ে চলে যেতে বলে ও কখনই টেমেরিয়া ফিরে না আসার নির্দেশ দেয়। জেরাল্ট আদেশ উপেক্ষা করে ট্রিসকে সঙ্গে করে ক্রিপ্টে ঢোকে যেখানে এডার মায়ের কিছু চিঠি আবিষ্কার করে। চিঠিতে এডাকে ফোল্টেস্টের সাথে অবৈধ সম্পর্ক বন্ধ করার অনুরোধ করে। জেরাল্ট অস্ট্রিটকে জিজ্ঞাসাবাদ করলে, অস্ট্রিট জানায় ফোল্টেস্টের সাথে এডার সম্পর্ক সে মেনে নিতে না পেরেই এডার সন্তানকে অভিশাপ দেয়।

রাতে জেরাল্ট স্ট্রিগার অভিশাপ তুলতে ক্রিপ্টে যায়, কিন্তু দেখে আগে থেকে ফোল্টেস্ট প্রবেশদ্বারে দাঁড়িয়ে আছে। ফোল্টেস্ট জেরাল্টকে না আটকে স্ট্রিগাকে বাঁচানোর অনুরোধ করে প্রস্থান করে। ক্রিপ্টে জেরাল্ট অস্ট্রিটকে একটি বিছানায় বেঁধে রেখে বলে ততক্ষণ পর্যন্ত সে মুক্তি পাবেনা যতক্ষণ পর্যন্ত অস্ট্রিট স্ট্রিগার অভিশাপ তোলার নিয়ম জেরাল্টকে বলে দেয়। অস্ট্রিট অভিশাপ তোলার নিয়ম বলে দিলেও জেরাল্ট তাঁকে ছেড়ে না দিয়ে স্ট্রিগার শিকার হিসেবে ছেড়ে দেয়। পূর্ণিমার চাঁদ আকাশে উঠলে স্ট্রিগা বেরিয়ে আসে। স্ট্রিগা অস্ট্রিটকে মুহূর্তেই মেরে ফেলে।

জেরাল্ট অভিশাপ তোলার জন্য ভোর পর্যন্ত স্ট্রিগাটির সাথে লড়াইতে লিপ্ত হয়ে যায়। জরাজীর্ণ দূর্গে স্ট্রিগার সাথে অনেক লড়াইয়ের পর ভোরের আলো উঠতেই জেরাল্ট স্ট্রিগার ক্রিপ্টে গিয়ে জায়গা নিয়ে স্ট্রিগাকে দিনের আলো থেকে লুকোতে বাধা দেয়। দিনের বেলায় জেরাল্ট ক্রিপ্ট থেকে বেরিয়ে আসলে দেখতে পায় স্ট্রিগার অভিশাপ উঠে সে পুনরায় মানুষের রূপ নিয়েছে।


অন্যদিকে আরেতুজা দূর্গে ব্রাদারহুড অফ সর্সারার্স তাদের রাজ্য ভাগ নিয়ে আলোচনায় বসে। সর্সারার্সদের বৈঠকে স্ট্রেগভার ইয়েনেফারের এলফ বংশের কারন দেখিয়ে ষড়যন্ত্র করে ইয়েনেফারের পছন্দের রাজ্য এডির্নের পরিবর্তে তাকে নিলফগার্ডে পাঠিয়ে দেয়।

ইয়েনেফার স্ট্রেগভাররের ষড়যন্ত্রের কথা তাকে আগে না বলায় ইস্ট্রেডের সাথে সম্পর্ক ছিন্ন করে। ইয়েনেফার তারপর জাদুবিদ্যার সাহায্য নিয়ে তার সমস্ত শারিরীক অক্ষমতা দূর করে সর্সারার্স ও রাজাদের সভায় আসে। ইয়েনেফার এডির্নের রাজাকে তাকে উপদেষ্টা হিসাবে নেওয়ার জন্য আকর্ষণ করতে সক্ষম হয়।


সিরি একটি বনের মধ্যে জেগে উঠে কোনো অজ্ঞাত মন্ত্রে অবিষ্ট হয়ে মৃতদেহ-বিস্তৃত তুষারের উপর দিয়ে হেঁটে চলেছে। তাকে জঙ্গলের দিকে যেতে দেখে, দারা নামে এলফ তাকে অনুসরণ করে তাকে জঙ্গলের মধ্যে যেতে নিষেধ করে কিন্তু সিরি মন্ত্রে অবিষ্ট হয়ে হেঁটেই চলে। সিরিকে অনুসরণ করে দারা মৃতদেহের উপর দিয়ে কিছুদূর এগোতেই একটি তীর তার পায়ে লাগে। সিরি এসবের কিছুই লক্ষ্য না করে বনে প্রবেশ করে।


আমার অভিমত

রোমাঞ্চ আমার সবসময়ই পছন্দের আর উইচার সিরিজ শুরু থেকেই রোমাঞ্চে ভরপুর। সিনেমাটোগ্রাফি, চরিত্র নির্বাচন, অভিনয়, গল্প প্রতিটি দিক থেকে বেশ ভালো।

জেরাল্ট চরিত্রে হেনরি ক্যাভিলের অভিনয় দারুন। মধ্যযুগের প্রেক্ষাপট অনুযায়ী সিনেমাটোগ্রাফি খুব অসাধারণ। তৃতীয় পর্বে জেরাল্টের সাহসিক দিকটা আরেকবার ফুটে উঠেছে।


রেটিং

পরিচালনা
কাহিনী
অভিনয়


Support @heroism Delegating your SP

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 60115.56
ETH 3203.28
USDT 1.00
SBD 2.46