চলুন অল্প মানবিক হই...

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার বন্ধুরা,

সভ্যতার নাকি প্রাণ আছে। যদিও আমার তা বিশ্বাস হয় না কারণ কলকাতাতেই এমন ঘটনা আকছার হয় যেখানে রাস্তায় পথ চলতি কোনো মানুষ হঠাৎ অসুস্থ হয়ে সেখানেই দু-তিন ঘন্টা পড়ে থেকে মারা গেলেন। বড়ো বড়ো শহরে এ যেন নতুন খবর নয়। ব্যস্ততার নামে সকলেই নিজেদের অমানবিক দিকটা ঢাকতে ব্যস্ত। কেউ যদি তার জীবনের ব্যস্ততম সময় থেকে দু ঘন্টা বের করে আরেকটা মানুষকে সহায়তা করে তাহলে হয়তো তার জীবন থেকে দুটো ঘন্টা বেরিয়ে যাবে তবে তার পরিবর্তে একটা মানুষের প্রাণ বাঁচতে পারে সেটা কেউ ভাবে না।

align-fingers-g54a2a6992_1280.jpg

Copyright free Image : Pixabay

মান ও হুঁশ দিয়ে মানুষ শব্দটির উৎপত্তি হলেও মানুষের চরিত্রের মধ্যে হয়তো আরো কয়েকটি কথা জড়িয়ে আছে সেগুলো হলো বিবেক, স্নেহ, মায়া, মমতা। যদিও বর্তমান সময়ে এই শব্দ গুলির বড্ড অভাব দেখা দিয়েছে বিশেষ করে আমাদের সমাজে। মানুষ যেন ধীরে ধীরে নিজের মান-হুঁশ হওয়ার পরিবর্তে নিজের পাশবিক দিকটা বেশি প্রতিফলন করছে। দিনের শেষে আমরাও যে পশু সেটারই প্রমাণ করতে সবাই যেন ব্যতিব্যস্ত।

আমাদের চারপাশে রাস্তাঘাটে সব জায়গাতেই এক মানুষের সাথে অপর মানুষের যে ধরনের অভব্য ব্যবহার নজরে আসে সেটা সত্যিই দুর্ভাগ্যজনক। সারভাইভাল অফ দ্যা ফিটেস্ট কথাটিকে আমরা বর্তমান যুগে সবাই যেন নিজের আচরণের সাথে ওতপ্রতভাবে জড়িয়ে ফেলেছি আর সেটা প্রয়োজনে আমাদের মধ্যে থাকা ন্যূনতম মানবিক দিকটাকে বাদ দিয়ে হলেও করেছি।

night-photograph-gcd31facc6_1280.jpg

Copyright free Image : Pixabay

আমাদের খারাপ দিক গুলো নিয়ে অনেক কথা বলা যায়। খামতি গুলো সবার চোখে আঙুল দিয়ে অনায়াসে তুলে ধরা যায়। আজ না হয় আমি ফের সভ্যতার খারাপ দিক গুলো সবার সামনে তুললাম কিন্তু তাতে অদৌ কি লাভ হবে? যদি না আমরা নিজেরাই পরিবর্তন না নিয়ে আসি। আমাদের মধ্যেও যে অমানবিক দিকটা রয়েছে, সেটার পরিবর্তন না করি। অপর মানুষের প্রতি কিছুটা হলেও মানবিক না হই। সাহায্য চাওয়া মানুষের পাশে না দাঁড়াই। জানি আমরা কেউই একা হাতে পরিবর্তন নিয়ে আসতে পারবো না তবুও নিজেদের তরফ থেকে যেটুকু করা যায় সেটুকুই করি, একটা ভালো সমাজ গড়ার উদ্দেশ্য নিয়ে। অল্প একটু মানবিক হওয়ার জন্য।




IMG_20220926_174120.png

Vote bangla.witness


Support @heroism by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

|| Join HEROISM ||

Sort:  
 last year 

আসলে আমাদের সমাজটা দিন দিন অধঃপতনের দিকে চলে যাচ্ছে তাই তো মানবিকতার বিলীন ঘটছে। তবে আমাদের সবাইকে একটু মানবিক হওয়া উচিত আর নিজের বিবেক পরিবর্তন করা উচিৎ। যদি আমরা মানুষের পাশে দাঁড়াই এবং অন্যকে মানুষের পাশে দাঁড়াতে উৎসাহ দিই তাহলেই আমাদের সমাজে পরিবর্তন নিয়ে আসা সম্ভব।

 last year 

দাদা সেজন্য শহর অঞ্চলে গেলে আমার কাছে সবকিছুই পরপর মনে হয় কারণ কেউ কারোর জন্য নয় ।সেখানে সবাই সবার ব্যস্তময় সময় গুলো নিয়ে দৌড়াদৌড়ি করছে মানবিকতার দৃষ্টি অনেক দূরে। এটাই বর্তমান শহরের বাস্তবতা অনেক সুন্দর কথা বলেছেন ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 66492.65
ETH 3309.61
USDT 1.00
SBD 2.72