পায়ে পায়ে কলকাতা: পর্ব ২৩steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ9 months ago

নমস্কার বন্ধুরা,

দিল্লি সুলতান যুগের সমাপ্তের পর মুঘল আমলে বাদশারা তাদের বিভিন্ন ধরনের মুদ্রার প্রচলন করেছিলেন। এগুলো মূলত তামা, রুপো এবং স্বর্ণের ছিল। তবে তুলনামূলকভাবে মুঘল সাম্রাজ্যের মুদ্রা গুলো সুলতানি যুগের মুদ্রার থেকে অনেকটাই দেখতে সুন্দর ছিল। জাহাঙ্গীর এবং আকবরের সময়ে তৈরি হওয়া মুদ্রা গুলোর মধ্যে তা বিশেষ ভাবে পরিলক্ষিত হয়। মুঘল শাসনকালের মুদ্রা গুলোকে মূলত দু'ধরনের ভাগ করা হয়েছে আনুমানিক ১৫০০ খ্রিস্টাব্দ থেকে ১৬০০ খ্রিস্টাব্দ তৈরি হওয়া মুদ্রা এবং তার পরবর্তীতে ১৭০০ সাল থেকে ১৯০০ সাল পর্যন্ত তৈরি হওয়া বিভিন্ন মুঘল সাম্রাজ্যের মুদ্রা গুলো।

PXL_20230326_162520624_copy_1209x907.jpg

PXL_20230326_162518260_copy_1209x907.jpg

জাহাঙ্গীর এবং আকবরের আমলে তৈরি হওয়া বিভিন্ন ধরনের তামার এবং রূপার মুদ্রগুলোর মধ্যে পারসিক প্রভাবটা স্পষ্ট তবে পরবর্তী সময়ে জাহাঙ্গীরের আমলে যে সমস্ত মুদ্রা তৈরি হয়েছিল সেগুলোর মধ্যে কিন্তু বিভিন্নতা পরিলক্ষিত। জাহাঙ্গীরের আমলে তৈরি হওয়া মুদ্রা পূর্বে বাবরের সময় তৈরি হওয়ার মুদ্রার মধ্যে অনেকটাই পার্থক্য রয়েছে।

PXL_20230326_162513969_copy_1209x907.jpg

PXL_20230326_162511105_copy_1209x907.jpg

মুঘল সাম্রাজ্যের মুদ্রায় উৎকর্ষতা আসে ১৭০০ থেকে ১৯০০ খ্রিস্টাব্দের মধ্যে। যে সমস্ত মুদ্রা গুলো মুদ্রিত হয়েছিল সেগুলির মধ্যে বিভিন্নতা চোখে পড়ার মতো। বিশেষ করে জাহাঙ্গীরের আমলের মুদ্রা গুলোর মধ্যে। জাহাঙ্গীরের সময়ে মুদ্রা গুলোতে বিভিন্ন রাশিচক্রে চিন্হ দেখতে পাওয়া যায় যেগুলো আমার কাছে একদমই অন্যরকম ছিলো। আকবর পরবর্তী সময়ে শাহাজাহানের শাসনকালেও মুদ্রার সৌন্দর্যতা বজায় ছিলো। মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট বাহাদুর শাহের তৈরি হওয়া মুদ্রা গুলোতে অনেকটাই আধুনিকতার ছাপ দেখতে পাওয়া যায়।




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Sort:  
 9 months ago 

ওয়াও! মোগল আমাদের বাদশা ষদের তৈরি করা বেশ কিছু মুদ্রার ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন, আসলে এগুলো আগে কখনো দেখতে পায়নি তবে আপনার পোষ্টের মাধ্যমে দেখতে পেয়ে খুবই ভালো লাগছে। তাছাড়া আপনি এই মুদ্রা গুলোর মধ্যে আকবর, বাবর, জাহাঙ্গীর ও শাহজাহান সহ সকল বাদশাদের মুদ্রার যে পার্থক্যগুলো সেগুলো তুলে ধরার চেষ্টা করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে মোগল আমলের মুদ্রার ছবিগুলো শেয়ার করার জন্য।

 9 months ago 

জাহাঙ্গীর বা আকবর এর সময় কার মুদ্রা আমার এখনো দেখার সৌভাগ্য হয়নি। তবে মুঘল আমলের মুদ্রা যে সুলতানি আমলের মুদ্রার চেয়ে সুন্দর ছিল সেটা আমি আপনার পোস্ট থেকে জানতে পারলাম। একটা অসাধারণ তথ‍্য পেলাম। এবং সময় টাও আপনি উল্লেখ করে দিয়েছেন। বেশ চমৎকার ছিল আপনার পোস্ট টা দাদা। পায়ে পায়ে কলকাতা এই সিরিজের পরবর্তী পোস্টের অপেক্ষায় থাকলাম দাদা।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.13
JST 0.030
BTC 66895.91
ETH 3499.24
USDT 1.00
SBD 2.89