পায়ে পায়ে কলকাতা: পর্ব ৬

in আমার বাংলা ব্লগlast year

PXL_20230326_165730009_copy_1209x907.jpg

নমস্কার বন্ধুরা,

ভিক্টোরিয়া মেমোরিয়াল ঘুরে ফেলার পরে আমরা বেরিয়ে পড়লাম মেমোরিয়াল থেকে। সেখান থেকে আমাদের যাওয়ার গন্তব্য ভারতীয় জাদুঘর। যদিও ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে ভারতীয় জাদুঘরে দূরত্ব খুব বেশি না তবুও বাস নিতেই হল কারণ সকাল থেকে হেঁটে হেঁটে পায়ে খুব একটা জোর নেই তাছাড়া আরো কিছু জায়গায় ঘুরে বেড়াতে হবে ওদিকে জাদুঘর বন্ধ হয়ে যাওয়ারও সময় এগিয়ে আসছে। সেই জন্য হেঁটে যাওয়ার থেকে বাসে যাওয়ায় স্থির হলো। চারজনে মিলে বাসে উঠে পড়লাম।

PXL_20230326_160923118_copy_1209x907.jpg

বাসে উঠতে না উঠতেই গন্তব্যে আমরা পৌঁছেও গেলাম, বলেছিলাম না খুব কাছেই। যদিও তখন গরমে আমাদের চারজনেরই নাজেহাল অবস্থা। মার্চ মাসের কলকাতা ও যে এতটা গরম হতে পারে সেটা কল্পনা তীত। জলের বোতল নিমিষেই শেষ হয়ে যাচ্ছে। ঘন ঘন সেগুলো ভরে ফেললেও ১৫-২০ মিনিটের মধ্যেই আবার শেষ। ভারতীয় মিউজিয়ামে পৌঁছেই আমি চারখানা টিকিট কেটে ফেললাম। টিকিট মাত্র ৫০ টাকা তবে আমরা যেহেতু সবাই হাতে মোবাইল নিয়ে ঢুকবো সেই জন্য মোবাইলের টিকিটও কাটা হলো। যেটার দাম মানুষের টিকিটের থেকে বেশি। মানুষের টিকিট যেখানে মাত্র ৫০ টাকা সেখানে মোবাইলের জন্য আমাদের লাগলে প্রতি মোবাইল ৫৯ টাকা।

PXL_20230326_165713802_copy_1209x907.jpg

PXL_20230326_160222903_copy_1209x907.jpg

আর কি করার। কাউন্টারে ব্যাগ জমা দিয়ে তারপর মোবাইলটা সম্বল করে আমরা ভারতীয় জাদুঘরের প্রবেশ করে গেলাম। ভারতীয় জাদুঘর প্রবেশ করা মাত্রই যেন একটু ঠান্ডা আবহাওয়া গায়ে অনুভব হলো।

PXL_20230326_160219672_copy_1209x907.jpg

যদিও জাদুঘরে ঢোকার সময় আমাদের সাথে একটা মজার ঘটনা ঘটেছিল। আমরা মানুষ চারজন অথচ মোবাইলের টিকিট কেটেছি দুটো। সেজন্য কি আর করার অনেক শলা পরামর্শ করে বেরিয়ে গিয়ে আবার মোবাইলের টিকিট কেটে তারপর ঢুকলাম। আর সেটা পরবর্তী সময়ে একটা জায়গায় গিয়ে কাজেও লেগে গেল। ৫০০ টাকা ফাইন দেওয়ার পরিবর্তে ৫৯ টাকা দেওয়াটা অনেকটাই শ্রেয়। তাই নয় কি?




IMG_20220926_174120.png

Vote bangla.witness


Support @heroism by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

|| Join HEROISM ||

Sort:  
 last year 

দাদা টিকেট কি প্রতি জনে ৫০ টাকা? নাকি মোট ৫০ টাকা? যাক পায়ে পায়ে হেটে তো দেখছি এবার পৌছে গেলেন ইন্ডিয়ান মিউজিয়ামে। এ কি কথা আবার। মোবাইলের জন্যও টাকা জমা দিতে হয়। আশা করি বেশ মজাও করেছেন ইন্ডিয়ান মিউজিয়ামে।

 last year 

দাদা মোবাইলের জন্য জাদুঘরে চার্জ দিতে হয় সেটা আজকে প্রথম জানলাম। আবার সেই প্রতি মোবাইলের চার্জ ৫৯ টাকা করে। মনে হয় চার মোবাইল নিয়ে ধরা পড়ে গেছিলেন,,হা হা হা। ধন্যবাদ।

 last year 

৫০০ টাকা ফাইন দেওয়ার পরিবর্তে ৫৯ টাকা দেওয়াটা অনেকটাই শ্রেয়। তাই নয় কি?

হুম, কারণ আমরা খুব চালাক। হিহিহি 😜

 last year 

একটা টিকিটের দাম বাঁচিয়ে নেওয়া গিয়েছিলো কিন্তু 🤣

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58482.75
ETH 2615.94
USDT 1.00
SBD 2.42