শীর্ষস্থান ধরে রাখলো ভারতsteemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ9 months ago (edited)

নমস্কার বন্ধুরা,

সাউথ আফ্রিকার বিরুদ্ধে বিপুল রানের জয় দিয়ে ভারত এক দিবসীয় ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এর গ্রুপ শীর্ষ ধরে রাখলো। পূর্বের ম্যাচেই ভারত ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপে প্রথম দল হিসেবে সেমিফাইনালে কোয়ালিফাই করে গেছে। আজকের ম্যাচে ভারতের বিপক্ষে ছিলো গ্রুপ পজিশনে ২ নম্বরে থাকা সাউথ আফ্রিকা। তুমুল ফর্মে থাকা দুই দলের দ্বৈরথে অধিনায়ক রোহিত শর্মার ভারতীয় দলের একচেটিয়া জয় পেলো। ভারতীয় দলের গড়া ৩২৬ রানের লক্ষ্যমাত্রা নিয়ে নেমে মাত্র ৮৩ রানের মধ্যেই গুটিয়ে গেলো সাউথ আফ্রিকা।

INDvSA 1-01.jpeg

Image Credit : Disney Hotstar



ইডেন গার্ডেনে ৭০,০০০ হাজার দর্শকের সামনে ভারত অধিনায়ক রোহিত শর্মা টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ব্যাটিং ইনিংসের শুরুটা রোহিত শর্মার বিধ্বংসী ব্যাটে শুরু হয়। রোহিতের ব্যাটে ভর করে খুব সহজেই ৫০ রানের গন্ডি পেরিয়ে যায়। ষষ্ঠ ওভারে গিয়ে ভারত প্রথম উইকেট হারায় অধিনায়ক রোহিত শর্মার রূপে। ভারতের স্কোর তখন ৬২ রান। তারপর ব্যাট করতে নামে বার্থডে বয় বিরাট কোহলি। গিলের সাথে পোক্ত জুটি বাধার আগে একাদশ তম ওভারে শুভমন গিল উইকেট হারায়। গিল প্যাভিলিয়নে ফিরলে ব্যাট করতে নামে, বিগত ম্যাচে নায়ক শ্রেয়াস আইয়ার। বিরাট কোহলির সাথে জুটি বাঁধে শ্রেয়াস, কিন্তু কেশব মহারাজ এবং সামসির স্পিনের সামনে রানের গতি অনেক নেমে আসে। কেশব মহারাজের ১০ ওভারের স্পেল শেষ হলে শ্রেয়াস রানের গতি বাড়ায় এবং ইডেন গার্ডেনের কঠিন পিচে দুই ব্যাটার গতিতে রান তুলতে থাকে।

INDvSA-01.jpeg

Image Credit : Disney Hotstar

৩৭ তম ওভারে শ্রেয়াস ব্যক্তিগত ৭৭ রান করে আউট হয়। সূর্য কুমার যাদব তাড়াতাড়ি রান করতে গিয়ে মাত্র ২২ রানে আউট হয়ে যায়। ইনিংসের শেষ পর্বে এসে জাদেজা চালিয়ে খেলা শুরু করে। বিরাট কোহলি ৪৯ তম সেঞ্চুরি পূরণ করে। ভারতের ব্যাটিং শেষ হয় ৩২৬ রানে।

INDvSA 3-01.jpeg

Image Credit : Star Sports



বিশাল রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাটিং পাহাড় চড়তে নামে সাউথ আফ্রিকার ব্যাটার কুইন্টেন ডি কক ও অধিনায়ক টেমবা বাহুমা। বিশ্বকাপে বোলারদের ত্রাস হয়ে ওঠা কুইন্টেন ডি কককে দ্বিতীয় ওভারেই প্যাভিলিয়নে ফেরত পাঠায় সিরাজ। কিছুক্ষণের মধ্যে সাউথ আফ্রিকান অধিনায়ক টেমবা বাহুমাকেও প্যাভিলিয়নে ফিরিয়ে দেয় জাদেজা। তারপর সাউথ আফ্রিকার মিডল অর্ডারের তিন ব্যাটার খুব কম রানের ব্যবধানে আউট হয়। ১৫ ওভারের মধ্যে সাউথ আফ্রিকার অর্ধেক টিম প্যাভিলিয়নে। ভারতীয় আগুনে বোলিং লাইন আপের সামনে পুরো বিশ্বকাপে জুড়ে দারুন ব্যাট করা সাউথ আফ্রিকান লাইন আপকে অসহায় লাগছিলো। বুমরা, রবীন্দ্র জাদেজা, শামি, সিরাজ এবং কুলদীপের আগুনের সামনে সাউথ আফ্রিকার ব্যাটসম্যানরা যেন ফুলকিনারা দেখছিলো না। লোয়ার অর্ডার কিছুটা চেষ্টা করলেও সাউথ আফ্রিকার ইনিংস মাত্র ৮৩ রানে গুটিয়ে যায়।

INDvSA 2-01.jpeg

Image Credit : Sky Sports

যেটা ছিলো সাউথ আফ্রিকার ক্রিকেটের ইতিহাসে এক দিবসে খেলায় সবচেয়ে বেশি রানের হার।




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Sort:  
 9 months ago 

এবার ভারতের পারফরম্যান্স দেখে মনে হচ্ছে ভারতই কাপ নিবে। খুব ভালো ফর্মে রয়েছে সবাই। বিশেষ করে বিরাট কোহলির পারফরমেন্স তো খুব ভালো হচ্ছে। আমাদের দেশের এত চমৎকার পারফরমেন্স দেখে খেলার আগ্রহই চলে গিয়েছে। যাই হোক ভাইয়া খুব সুন্দর করে আপনি আজকে রিভিউ উপস্থাপন করেছেন। ভালো লাগলে এক নজরে দেখে।

 9 months ago 

দেখা যাক দিদি। আর তিনটে ম্যাচ জিতলেই হবে।

দেখবেন পরের কাপে বাংলাদেশ ফিরে আসবে।

 9 months ago 

আমি তো সেই কবেই বললাম ভারত এবারের বিশ্বকাপে হট ফিভারেট। আর তাদের খেলার ধারাবাহিকতা দেখেই ‍বুঝা যায় যে কতটা ভালো খেলে তারা। আমার তো মনে হয় ওদের খেলায় যাদু আছে। আর একটি কথা দাদা, যে টিমের প্রতিটি প্লেয়ার ভালো খেলে তারা তো পয়েন্ট তালিকার শীর্ষে থাকবেই।

 9 months ago 

সত্যিই ইন্ডিয়া যে এত ভালো খেলবে সেটা কখনো কল্পনা করতে পারিনি। হঠাৎ করেই ইন্ডিয়ার সামনে কোন দলেই দাঁড়াতে পারছি না যদিও ইন্ডিয়া অনেক আগে থেকেই খুবই শক্তিশালী একটি ক্রিকেট টিম। গতকাল যখন ইন্ডিয়া প্রথম ব্যাটিংয়ে নেমেছিল তখন বিরাট কোহলির মার দেখেই বুঝতে পারছিলাম সে আজকে হয়তো বা সেঞ্চুরি করবে সত্যিই ধারণাটা সত্যি হয়ে গেল। ইন্ডিয়া যেন চীনের প্রাচীর হয়ে গিয়েছে কেউ তাকে ভেঙে দিতে পারছে না এভাবে যদি চলতে থাকে তাহলে অবশ্যই ইন্ডিয়ার বিশ্বকাপ নিবে বলে মনে হচ্ছে। শুভকামনা রইল,দারুন ভাবে আপনি পুরো ক্রিকেট ম্যাচের রিভিউ তুলে ধরেছেন ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 9 months ago 

এই বিশ্বকাপে ভারতের পারফরম্যান্স অকল্পনীয়। তারা খুবই দারুণ খেলছে এবং প্রতিটা ম্যাচ খুব সহজেই জয় লাভ করছে। সাথে ম্যাচটি এত সুন্দর ভাবে খেলে যেতে তারা পয়েন্ট টেবিল শীর্ষ অবস্থানটাও পক্ষ করে নিল। আপনি বেশ সুন্দর করে রিভিউ করেছেন ধন্যবাদ দাদা আপনাকে।

Posted using SteemPro Mobile

 9 months ago 

কোহলির আরও একটা শতক ভারতীয় বোলারদের সঙ্গে প্রতাব অব‍্যাহত। এবং ভারতের অসাধারণ এক জয়। সত্যি বলতে সাউথ আফ্রিকা ব‍্যাটিং লাইন আপ যে ভারতের সামনে ঐভাবে ভেঙে পড়বে সেটা কেউই ধারণা করেনি। কী অসাধারণ একটা ম‍্যাচ ছিল ভারতের জন্য। এবং সঙ্গে সঙ্গে ভারতের রেকর্ড টানা আট জয়।

Posted using SteemPro Mobile

 9 months ago 

আমিও ভাবিনি তারা এভাবে ভেঙে পড়বে। পিচটা বোলারদের জন্য সেখানে আমাদের ব্যাটার বোলার সবাই কাঁপিয়ে দিলো।

 9 months ago 

অনেকেই ভেবেছিল এই ম্যাচটি দেখলেই বুঝা যাবে এবার চ্যাম্পিয়ন হবে কোন দল। যাইহোক রোহিত শর্মা প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়ে খুব ভালো করেছে। কারণ এই পিচে ২য় ইনিংসে ব্যাট করাটা এতো সহজ নয়। তবে সাউথ আফ্রিকা এতো কম রানে অলআউট হয়ে যাবে, এটা কারোরই ধারণা ছিলো না। ভারতীয় দল বর্তমানে বোলিং, ফিল্ডিং এবং ব্যাটিং সবদিক দিয়ে শক্তিশালী। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 67978.59
ETH 3270.89
USDT 1.00
SBD 2.65