স্কুটার চললো সার্ভিস সেন্টার

in আমার বাংলা ব্লগ3 years ago



আজ টানা দুসপ্তাহ অনবরত বৃষ্টি হয়েই চলেছে। থামবার কোনো চিহ্নই নেই। বর্ষা আমার সবচাইতে প্রিয় ঋতু। কিন্তু এখন বড্ড অদ্ভুত আবহাওয়া, একদিকে যেমন সকালে বৃষ্টি হয়ে আবহাওয়া বেশ ঠান্ডা আবার দিন গড়াতেই ভ্যাপসা গরম। পারা যায় না।

আগের সপ্তাহে এই নিম্নচাপের বৃষ্টিতে বোনের স্কুটারটা পার্কিং স্পটে থাকাকালীন পুরোটা ডুবে যায়। গাড়িটা তারপর থেকে আর স্টার্ট নেয় না। স্কুটারের অফিসিয়াল সার্ভিস সেন্টার বাড়ি থেকে ১৪ কিলোমিটার দূরে তাই চার দিন আগে বাড়ির কাছের বাইক মেকানিক দিয়ে প্রায় ৪৫০০ টাকা দিয়ে সারানো হলো। তারপর গ্যারেজে রাখাই ছিলো, দুদিন আগে বাইক নিয়ে যখন বাজারে যাওয়া হবে তাই গাড়িতে চাবি ঘোরালেও স্কুটার অন হয় না।

অনেক চেষ্টা করে, রাস্তা খুঁজে না পেয়ে শেষে কোম্পানির অফিসিয়াল হেল্পলাইন নাম্বারে ফোন করা হলো। সেখান থেকে তাঁরা উপায় বাতলে দিলেন। আমাদের গাড়িটা ওনারাই নিয়ে যাবেন তবে গাড়ি সেরে গেলে আমাদেরকে গিয়ে নিয়ে আসতে হবে। বাড়ি থেকে ওরাই যখন নিয়ে যাবে শুনেই আমরা তাতে রাজি হলাম।

বৃহস্পতিবার সকাল বেলাতেই তাঁরা আসবেন। কিন্তু আবার সেই সক্কাল বেলা থেকে আকাশ থেকে জল ঢেলেই চললো তাই তাঁরা ফোনে জানালো, শুক্রবার এসে নিয়ে যাবে।

আবার শুক্রবার সকাল থেকেই বৃষ্টি আরম্ভ, ওনারা বৃষ্টির মধ্যেই চলে এসেছেন। ছোট্টো একটা গাড়িকে টোইং ভ্যান হিসেবে ব্যবহার করছে।

আমাদের কিছুই করতে হলো না। ওনারাই স্কুটারটাকে গাড়িতে তুলে ফেললেন, গাড়িতে লাগানো একটা লিভার দিয়ে। ধাতব তারের লিভার।

স্কুটারটা গাড়িতে বেশ শক্ত করে বেঁধে ওনারা সার্ভিস সেন্টারের পথে রওনা হলেন। আমরাও বাড়ি ফিরে এলাম। বাড়ি ঢোকার মিনিট ৪০ পর শোরুম থেকে ফোন করে ওনারা স্কুটার পেয়ে গেছেন সেটা জানিয়ে দিলেন আমরাও চিন্তা মুক্ত হলাম।

এই বর্ষায় গাড়ির মালিকরা সাবধানে থাকবেন, জল যেন গাড়িতে না ঢোকে

Sort:  
 3 years ago 

ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল। এবং বর্ষাকাল সম্পর্কিত আপনার দিনটি খুব ভালো।তারপরেও আপনার বোনের এই স্কুটিতে নষ্ট হয়ে গেছে এটি হয়তো আপনাদের অবহেলার কারণ।

আর বর্ষাকাল আপনার যেমন প্রিয় ঋতু তেমনি সবারই। কিন্তু অতিরিক্ত কোন কিছুই ভাল নয়

 3 years ago 

পার্কিংয়ে রেখে হাসপাতালে ছিলো ভাই, মানুষ সমান জল জমেছিল

 3 years ago 

ব্যাপক বৃষ্টি চারিদিকে ।প্রচুর জলবদ্ধতা দেখা যাচ্ছে ।বাইক বা স্কুটি হঠাৎ রাস্তায় সমস্যা করলে খুব বিপদে পড়তে হয় ।।

 3 years ago 

মানুষের ফেলা আবর্জনা আর নকশাহীন শহর গড়ে ওঠা আজকের এই অবস্থার মূল কারণ

 3 years ago 

সত্যি এটি খুবই সমস্যার বিষয়।বর্ষাকাল যেমন ভালো, তেমনি খারাপ।ধন্যবাদ দাদা আপনাকে।

 3 years ago 

আমাদের বাড়ির দিকে বন্যা হয়ে যায়

 3 years ago 

আমাদের বাড়ির দিকে জল ভরে গেলে ও সরার জন্য বাড়ির সামনে বড়ো ক্যানেল আছে।

Coin Marketplace

STEEM 0.26
TRX 0.11
JST 0.030
BTC 68688.65
ETH 3764.71
USDT 1.00
SBD 3.51