বর্ষাতি জুতোর খোঁজে

in আমার বাংলা ব্লগlast year

PXL_20230703_203808843_copy_1209x907.jpg

নমস্কার বন্ধুরা,

বর্ষার আগমন হয়েছে আর পাশাপাশি এক সমস্যা নিয়ে হাজির হয়েছে। জুতোর সমস্যা। কারণ বর্ষার সময়টায় ঠিক সু পায়ে দিয়ে চলাফেলা করা যায় না। যেখানেই সু পড়ে যাবেন কোন এক জায়গায় বৃষ্টি হবে সাথে সাথে আপনার সু ভিজে একসা। পরপর দুদিন বৃষ্টি হওয়ার জন্য আমার দু দুখানা সু ভিজে গেছে একদম। তার সাথে তো এক সুয়ের জুতোর সুখতলা পর্যন্ত উঠে গেছে সেটা বর্ষার জলেই হয়েছে সেটা বুঝতে দেরি হলো না। আদবে যে সু প্রতিনিয়ত পড়া হয় সেটা ভিজে যাওয়ার জন্য যেটা মূলত তুলে রাখা ছিল সেই সু পড়েছিলাম। সেতো প্রথম দিন জল পেয়ে সুখতলা ছেড়ে দিলো।

ভাবলাম নতুন একটা জুতো কিনতে হবে তার পাশাপাশি আমাকে খুলে যাওয়া সুয়ের সুখতলাটা বদলাতে হবে এজন্য চলে গেলাম ধর্মতলায় শ্রীলেদার্স শোরুমে। শোরুমটি এশিয়ার সবচেয়ে বৃহত্তম জুতোর দোকান। অত্যন্ত কম দামে ভালো ভালো ডিজাইনের এবং কোয়ালিটির জুতো এখানে পাওয়া যায় আর সে জন্যই শোরুমটিতে সারাক্ষণ ভিড় লেগে থাকে।

PXL_20230703_203116968_copy_1209x907.jpg

PXL_20230703_202538564_copy_1209x907.jpg

আমি গিয়েছিলাম অনেকটা সন্ধ্যার দিকে কারণ ভিড়ভাট্টা থেকে একটু যাতে রেহাই পাওয়া যায় আরকি। পৌঁছেই জুতোটা জমা দিয়ে দিলাম। তারা ১৫ দিন পরে জুতো ফেরত পাওয়ার সময়সীমাও বেঁধে দিল। দ্রুত জুতো জমা দিয়ে আমি সোজা গেলাম বর্ষাতি জুতোর খোঁজে।

PXL_20230703_201627223_copy_1209x907.jpg

খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম ক্রকস কোম্পানির জুতোর আদলে শ্রীলেদার্সের নতুন জুতো। সেটাই আমার পছন্দ হয়ে গেল। রং নিয়ে অল্প দ্বিধা থাকলেও নীল রংই আমার বেশি পছন্দ হলো। যদিও লাল রঙের জুতোটা বেশি সুন্দর দেখতে তবুও নীল টাই নিলাম কারণ লাল জুতোটা চোখে বেশি পড়বে আর নীলটা অনেকটাই চোখের আড়ালে থাকবে।

IMG-20230703-WA0013_copy_1152x648.jpeg

IMG-20230703-WA0011_copy_1152x648.jpeg

জুতো কিনলাম এবং জুতো জমা দিলাম দুটো কাজই হল। রাতে গিয়ে যদিও ভীড় কমলো না। যাই হোক, দুটো কাজ করে শ্রীলেদার্স থেকে বেরিয়ে পড়লাম। আবার ১৫ দিন পরে ফিরে আসতে হবে জুতো নিয়ে যাওয়ার জন্য।




IMG_20220926_174120.png

Vote bangla.witness


Support @heroism by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

|| Join HEROISM ||

Sort:  

Congratulations, your post has been upvoted by @scilwa, which is a curating account for @R2cornell's Discord Community. We can also be found on our hive community & peakd as well as on my Discord Server

Manually curated by @ abiga554
r2cornell_curation_banner.png

Felicitaciones, su publication ha sido votado por @scilwa. También puedo ser encontrado en nuestra comunidad de colmena y Peakd así como en mi servidor de discordia

 last year 

শ্রী লেদারের দোকান দেখে মনে হচ্ছে যে এখনই গিয়ে কয়েক জোড়া জুতা কিনে ফেলি। যে কয়বার কলকাতায় গিয়েছি বেশ কয়েক জোড়া জুতা এখান থেকে নিয়ে এসেছি। এদের জুতার কোয়ালিটি আসলেই খুব ভালো। আবার যে কবে যেতে পারবো। আপনার জুতা টা কিন্তু ভালই হয়েছে। আমার কাছেও অবশ্য লাল টাই বেশি ভালো লেগেছে। কিন্তু এটাও ঠিক লাল সবার চোখে পড়বে। নীল কালার টাও দেখতে ভালো লাগছে। আশাকরি এখন আর বৃষ্টিতে জুতা নিয়ে সমস্যায় পড়তে হবে না।

 last year 

সব ঠিক থাকলে সেপ্টেম্বর মাসে আসছেন তো। তখন শ্রীলেদার্সে যাওয়া মাস্ট।

নীল সব জায়গায় পড়ে যেতে পারবো। সেই জন্য নেওয়া।

 last year 

এই শ্রীলেদার্স কি কলকাতা ছাড়া অন্য জায়গায় ও আছে?
শিলিগুড়িতে আছে?

 last year 

শিলিগুড়িতেও আছে তবে কলকাতা মতো অতো বড়ো নয়।

 last year 

ছোট হলেও চলবে।

 last year 

বর্ষার সময়ে এমন সমস্যায় তো পড়তেই হবে দাদা। তবে বর্ষাতি জুতাটা বেশ ভালো লাগছে। আপনার আর আমার পছন্দ দেখি মিলে গিয়েছে, আমার কাছে ও নীল রঙের জুতাটা বেশি সুন্দর লাগছে। আমি হলেও নীল রঙের জুতাটা নিতাম।

 last year 

দাদা শ্রীলেদার্স শোরুম এশিয়ার বৃহত্তম শোরুম সেটা তো আগে জানা ছিল না। আর ক্রকস কোম্পানির লাল কালার রেখে নীল কালারের জুতোর দাম কত নিলো সেটা জানলে বাংলাদেশের সাথে তুলনা করে দেখতাম। আমাদের চাচ্চুরা কত দাম রাখে। ধন্যবাদ দাদা।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56949.15
ETH 2401.26
USDT 1.00
SBD 2.33