পায়ে পায়ে কলকাতা: পর্ব ২১steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ10 months ago

নমস্কার বন্ধুরা,

ভারতীয় উপমহাদেশের বিভিন্ন রাজার সময়ে বিভিন্ন ধরনের মুদ্রার প্রচলন দেখা দিলেও বিশেষ কয়েক ধরনের মুদ্রা প্রায় সব রাজাদের সমসাময়িক দেখা যায় তার মধ্যে অন্যতম হলো রাম টংকা আর ধনের দেবী মা লক্ষীর প্রতিচ্ছবি দেওয়া বিভিন্ন ধাতুর মুদ্রার। উপমহাদেশের বিভিন্ন সময়ে বিভিন্ন দেবদেবীর প্রতিকৃতি মুদ্রার উপরে ছাপা হতো। এই মুদ্রা গুলো বিভিন্ন শতকে সেই নির্দিষ্ট মন্দির থেকে ছাপা হতো।

PXL_20230326_162704947_copy_1209x907.jpg

PXL_20230326_162702275_copy_1209x907.jpg

কলকাতা ভারতীয় সংগ্রামের কাছে তেমনি অনেকগুলো ঈশ্বরের প্রতিকৃতি দেওয়া মুদ্রা দেখতে পাওয়া যায় এগুলো আনুমানিক ১৫০০ খ্রিস্টাব্দ থেকে আনুমানিক ১৯০০ খ্রিস্টাব্দ পর্যন্ত বিভিন্ন সময় তৈরি করা হয়েছিল। তার মধ্যে মূল যে মুদ্রা টি দেখতে পাওয়া যায় সেটি হল রাম টংকা বা রাম টাকা।

PXL_20230326_162711784_copy_1209x907.jpg

ভগবান শ্রী রামচন্দ্রের মার সীতা ও লক্ষণের প্রতিকৃতি স্বর্ণ এবং রূপ মুদ্রার মধ্যে ছাপা হতো। তার পাশাপাশি মা লক্ষ্মীর প্রতিকৃতিও নানা ধরনের মুদ্রায় দেখতে পাওয়া যায় সেগুলো খ্রিস্টপূর্বাব্দ থেকে শুরু করে ইস্ট ইন্ডিয়া ব্রিটিশ সাম্রাজ্যের বিভিন্ন সময়েও তৈরি করা হয়েছে।

বিভিন্ন দেবদেবীর প্রতিকৃতি মুদ্রিত এই মুদ্রা গুলোর পাশেই ছিল দক্ষিণ ভারতের তৈরি হওয়া আনুমানিক ষষ্ঠ শতক থেকে নবম শতক পর্যন্ত মুদ্রা হলো। পল্লব সাম্রাজ্য এবং চোল সাম্রাজ্যের বিভিন্ন সময়ের মুদ্রা যেমন ভারতীয় সংগ্রহালয় রয়েছে তেমনি বিজয়নগর সাম্রাজ্যেরও কিছু তামার এবং স্বর্ণমুদ্র দেখতে পাওয়া যায়।

PXL_20230326_162657641_copy_1209x907.jpg

PXL_20230326_162654203_copy_1209x907.jpg




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59907.23
ETH 2647.48
USDT 1.00
SBD 2.43