মোটর ট্রেনিং সেন্টারে

in আমার বাংলা ব্লগlast year

GridArt_20230516_184146762_copy_1228x818.jpg

নমস্কার বন্ধুরা,

বিগত কয়েক মাস যাবত গাড়ি চালানো শিখব বলে ভেবে রেখেছি। কিন্তু আজ করবো কাল করবো ভেবে গাড়ি চালানো শেখাটা কখন হয়ে উঠতে পারছিলো না। আসলে মাঝেমধ্যেই ভাবছিলাম যে যাই গিয়ে গাড়ি চালানোর কোনো এক মোটর ট্রেনিং সেন্টার গুলোতে নিজের নাম লিখিয়ে আসি কিন্তু সেটার বাস্তবায়ন করা হচ্ছিলো না। বহুদিন এইভাবে চলার পরে মনে হল যে না আর নয়। কিছুটা নড়েচড়ে বসে ভাবলাম যে যেমন চিন্তা করছি তেমন ভাবে কাজ গুলো শুরু করা দরকার।

PXL_20230513_101907180_copy_1209x907.jpg

খোঁজ শুরু করলাম। বেশ কয়েকজনকে জানিয়ে তারপর নিজে গুগগের শরণাপন্ন হলাম। সাথে আশেপাশে বেশ কিছু জায়গায় খোঁজ-খবর নিলাম। খোঁজ শুরু করতেই কাছের একটা মোটর ট্রেনিং সেন্টার পেয়ে গেলাম। ঘরের পাশেই মোটর ট্রেনিং সেন্টার রয়েছে অথচ আমি জানিই না। যাক যখন খোজ পেয়ে গেলাম তখন আমি দেরি করলাম না।রাতে খোঁজ পেতে খুব সকাল সকাল সোজা চলে গেলাম মোটর ট্রেনিং সেন্টারে। আসলে খোজ যখন পেয়েছি তখন দেরি করা ঠিক নয় সেই ভেবেই দ্রুত কাজ।

PXL_20230513_101913174_copy_1209x907.jpg

মোটর ট্রেনিং সেন্টারটা কাছে বলে বেশিদূর আমাকে হাঁটাহাঁটি করতে হয়নি। ফোন ঠিকানা জেনে নেওয়ায় আরামসে পৌঁছে গেলাম। খুব সকাল গিয়েছি বলে মোটর ট্রেনিং সেন্টারে অফিসটা ফাঁকা ছিল। অফিসে ঢুকেই সোজা গিয়ে বললাম, গাড়ি চালানো শিখবো। তারা মুহূর্তে আমাকে একখানা ফর্ম হাতে তুলে দিলেন। আমি ঝটফট ফর্ম ফিলাপ করে ফর্মের সাথে আমার আনা কাগজ গুলো তাদের হাতে তুলে দিলাম। আসলে মোটর ট্রেনিং সেন্টারে আগেই ফোন করে কি কি কাগজপত্র তাদের প্রয়োজন সেসব জেনে নিয়ে গেছিলাম। আগে থেকে ফোন করে আসার সুবিধা।

PXL_20230513_104754387_copy_1209x907.jpg

PXL_20230513_101920545_copy_1209x907.jpg

তারাও প্রস্তুতি নিয়ে আসা ছাত্রের কাগজ জলদি পেয়ে মোটর ট্রেনিং এর ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে শুরু করে দিলো।রেজিস্ট্রেশন শুরুর কিছু ক্ষনের মধ্যে মোটর ভেহিকেল থেকে পটাপট মেসেজ আমার ফোনে ঢুকতে থাকলো। বুঝলাম যে আমার মোটর ট্রেনিং অফিসিয়ালি শুরু হয়ে গেল।

কাগজ পত্রের কাজ কর্ম শেষ হতেই তাদের কিছুটা আগাম টাকা দিয়ে দিলাম। তারাও আমাকে মুহূর্তে আমার গাড়ির ট্রেনিং য়ের সমস্ত তথ্য দিয়ে দিলেন। এইবার শুধু সেই দিনের অপেক্ষা।




IMG_20220926_174120.png

Vote bangla.witness


Support @heroism by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

|| Join HEROISM ||

Sort:  
 last year (edited)

যেকোনো কাজ সেজেগুজে হয় না হঠাৎ করে কোন কাজের মনোযোগ বেড়ে যায় এবং যেকোনো কাজ সম্পন্ন করা যায় খুব সহজে। ঠিক এমনটা আপনার সাথে ঘটেছে দাদা। আপনি অনেক দিন থেকে গাড়ি চালানো শিখবেন বলে চেষ্টা করছেন কিন্তু হয়ে উঠছে না। আর অনেক সময় হাতের কাছে জিনিস থাকলেও খুঁজে পাওয়া যায় না এমনটি আপনার সাথে ঘটেছে বেশ মজা লাগলো শুনে। সবকিছু আগে থেকেই ফোন করে জেনে নিয়েছেন এবং আপনি আর দেরি করেননি এটা অনেক ভালো করেছেন। সামনের দিন গুলোর জন্য শুভকামনা রইল।

 last year 

যাক এবার তাহলে মোটর চালানো শিখবেন৷ ভালো আসলে আমিও অনেক দিন যাবৎ ভাবছি কিন্তু আপনার মতোই যাওয়া হয় না ৷ যা হোক শুভকামনা রইল অবিরাম দাদা খুব তাড়াতাড়ি মোটর চালানো ট্রেনিং সম্পুর্ন করুন ৷

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.031
BTC 58836.39
ETH 2494.30
USDT 1.00
SBD 2.44