চলচ্চিত্র রিভিউ : ডেলিভারি গার্ল // ১০% পেআউট লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ2 years ago



নমস্কার বন্ধুরা,

আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ ফের আপনাদের সাথে আরো একটি চলচ্চিত্রের রিভিউ নিয়ে হাজির হলাম। আজকের চলচ্চিত্রটি নাম ডেলিভারি গার্ল। ২০১৯ সালে মুক্তি পাওয়া ডেলিভারি গার্ল পিতৃতান্ত্রিক সমাজের তথাকথিত জেন্ডার রোল ও বর্তমান সময়ের নারী-পুরুষ সাম্যতা নিয়ে তৈরী। চলচ্চিত্রটি আর্থিক ও সামাজিকভাবে ভিন্ন স্তরে থাকা দুই নারীকে কেন্দ্র করে।


YouTube


চলচ্চিত্র
ডেলিভারি গার্ল
পরিচালক
সৃজনী নাগ
অভিনয়
বৈভবী উপাধ্যায়, কৃতিকা দেও ও তরুণ খেম
লেখক
পলক শাহ
মুক্তি
১৯-শে আগস্ট, ২০১৯
দেশ
ভারত
ভাষা
হিন্দি
সময়
১৩ মিনিট


পটভূমি

৯-৫ টার চাকরির জীবন থেকে অতিষ্ঠ হয়ে অঙ্গদ চাকরি থেকে ইস্তফা দিয়ে দিয়েছে। অঙ্গদের একঘেঁয়ে চাকরি জীবন আর ভালো লাগছে না। চাকরি ছেড়ে অঙ্গদ ছবি আঁকতে চায় তাঁর ভালোলাগার জায়গায় ফিরতে চায়। চাকরি ছেড়ে দেওয়ার এই সিদ্ধান্ত নিয়েই আঁচলের সাথে অঙ্গদের তর্ক চলছে।

অঙ্গদ চাকরি ছেড়ে দেওয়ার পর সংসার চলবে কিভাবে সেটাই আঁচলের মূল চিন্তা। যেহেতু আঁচল-অঙ্গদের পরিবারে উপার্জনকারী সদস্য একমাত্র অঙ্গদই তাই চাকরি ছেড়ে ছবি আঁকার সিদ্ধান্তকে মোটেই ভালোভাবেই নেয়নি আঁচল। দুজনের তর্কাতর্কির মধ্যে খাবার ডেলিভারি করতে সুপ্রিয়া আসে। সুপ্রিয়া বাড়ির বাইরে থেকে অঙ্গদ ও আঁচলের কথোপকথন শুনে ফেলে।


Source : YouTube

সুপ্রিয়া কলিং বেল দেবে ঠিক তখনই অঙ্গদ দরজা খুলে ফ্ল্যাট থেকে বেরিয়ে যায়। আঁচল অঙ্গদের পিছু আসলেও দরজায় সুপ্রিয়াকে দেখে থমকে যায়। সুপ্রিয়ার কাছ থেকে পার্সেল নিয়ে আঁচল ফ্ল্যাটের দরজা লাগিয়ে দেবে ঠিক তখনই ১০ মিনিট ফোন চার্জ করতে দেওয়ার জন্য সুপ্রিয়া আঁচলকে অনুরোধ করে।


Source : YouTube

ফোন চার্জ দিতে বসিয়ে সুপ্রিয়া ও আঁচল নিজেদের মধ্যে কথাবার্তা শুরু করে। আঁচল সুপ্রিয়ার কাজের ব্যাপারে জানতে চায়। সুপ্রিয়া জানায় সে গত এক বছর ধরে ডেলিভারির কাজ করছে। তারপর আঁচল সুপ্রিয়ার স্বামীর কথা জানতে চায়। সুপ্রিয়ার বর সংসার দেখে, রান্নাবান্না করে ও বাড়ির বাকি কাজকর্ম সামলায় সাথে কম্পিউটার শিখছে।


Source : YouTube

সুপ্রিয়ার স্বামী আগে ড্রাইভারের কাজ করতো তবে কাজের চাপ সহ্য করতে না পেরে কাজ ছেড়ে দিয়ে কম্পিউটার কোর্সে ভর্তি হয়েছে। আঁচল তখন জানতে চায় তাহলে তাদের একজনের উপার্জনে সংসার চলছে কিভাবে। সুপ্রিয়া বলে আগে সংসারে কোনো আর্থিক অনটন ছিলোনা ঠিকই তবে অভাব ছিলো শান্তির। ইচ্ছের অমতে কাজ না করার জন্য সুপ্রিয়ার স্বামী বেশ ভালো আছে সাথে সংসারে ফিরেছে শান্তি।

সুপ্রিয়া কথায় কথায় বলে তার ডেলিভারি করা খাবার ঠান্ডা হচ্ছে সেদিকে কারোরই খেয়াল ছিলো না। আঁচল বলে যার জন্য খাবার সেই বাড়িতে নেই। সুপ্রিয়া যার জন্য খাবার আনা হয়েছে তাকে ডেকে আনার কথা বলে বেরিয়ে যায়।


আমার অভিমত

"ডেলিভারি গার্ল" বর্তমান যুগের পরিবর্তনশীল সম্পর্ককে তুলে ধরেছে। পুরুষ উপার্জন করবে স্ত্রী সংসার সামলাবে তথাকথিত চিন্তাধারাকে আমাদের বদলে ফেলতে হবে আমাদের।

পলক শাহের সাবলীল লেখনীকে কাজে লাগিয়ে পরিচালিকা সৃজনী নাগ লিঙ্গ সাম্যের আরেকটা দিক তুলে ধরেছেন।

সুপ্রিয়ার অভিনয়ে কৃতিকা দেও-র অভিনয় বেশ নজর কেড়েছে। বৈভবী উপাধ্যায় ও তরুণ খেম তাঁদের চরিত্রে মানানসই।


রেটিং

পরিচালনা
কাহিনী১০
অভিনয়




Support @heroism Delegating your SP

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Sort:  
 2 years ago 

খুব সুন্দর লিখেছেন দাদা চলচ্চিত্র টা নিয়ে। আমি এটার ট্রেইলার দেখেছি কিন্তু চলচ্চিত্রটা দেখা হয়নি। আর এমন বাস্তব ধর্মী চলচ্চিত্র আমার খুবই ভালো লাগে। আপনার রিভিউটা পড়ে যা বুঝলাম খুব তাড়াতাড়ি আমার চলচ্চিত্র টা দেখতে হবে। 👌

 2 years ago 

চলচ্চিত্রটি খুবই সময়োপযোগী। দেখে ফেলো। ভালোই লাগবে।

 2 years ago 

শ্রদ্ধেয় দাদা, আশা করি আপনি ভালো আছেন? আজকে আপনার পোস্টটি দেখে খুবই ভালো লাগলো। আসলে এই চলচ্চিত্রটি আমাদের দেখা হয়নি। আপনার পোস্টটি পড়ে চলচ্চিত্রটির সম্পর্কে জানতে পেরেছি। আশা করছি খুব শীঘ্রই এটি দেখে নেবো। চলচ্চিত্রটি সম্পর্কে আপনার লেখাগুলো খুবই অসাধারণ হয়েছে। এত সুন্দর চলচ্চিত্র রিভিউ করার জন্য। আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি, ভালো থাকবেন দাদা।

 2 years ago 

ধন্যবাদ আজিম ভাই! এইবার দেখে ফেলুন।

 2 years ago 

আপনার রিভিউ করা মুভিটা সত্যিই অনেক ডিফারেন্স । বিশেষ করে আমাদের সমাজে ছেলেরা ইনকাম করে এবং মেয়েরা ঘর সামলায় কিন্তু মুভিটিতে দেখলাম ইনকাম মেয়েটি ইনকাম করার জন্য কাজ করতেছে এটি সত্যিই সৃষ্টিশীল একটা বিষয় । আমি এই মুভিটা আগে কখনো দেখিনি মনে হচ্ছে মুভিটা খুব ইন্টারেস্টিং আমি সময় পেলে অবশ্যই মুভি টা একবার দেখব। ধন্যবাদ দাদা আপনাকে এমন সুন্দর একটি মুভি আমাদের মাঝে রিভিউ করার জন্য ❤️❤️❤️

 2 years ago 

অবশ্যই। ছেলেরা কামাই করবে মহিলারা ঘর সামলাবে আমাদের এই বস্তা পচা চিন্তাকে ঝেড়ে ফেলতে হবে। ধন্যবাদ আপনাকেও 🤗

 2 years ago 

দাদা,ডেলিভারি গার্লস এই মুভিটি আমি দেখিনি।তবে আপনার রিভিউটি পড়ে আমার সত্যিই খুব ভালো লেগেছে।ডেলিভারি গার্লস নারীদের আত্মনির্ভরশীলতার উপর ভিত্তি করে মুভিটি তৈরি করেছে। দাদা, ঠিক বলেছেন নারীরা ঘরের কাজ করা পুরুষরা উপার্জন করবে সেটা হয় না নারীরা আত্মনির্ভরশীল হতে পারে। এই মুভিতে যুগের পরিবর্তন দিকটা আমার খুবই ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ দাদা, ডেলিভারি গার্লস মুভি রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য। আর দাদা আমি এই মুভিটি এখনি দেখব আমি।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.028
BTC 55994.52
ETH 3002.48
USDT 1.00
SBD 2.12