চলচিত্র রিভিউ : হাসল

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

নমস্কার বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ঈশ্বরের কৃপায় সকলে ভালো আছেন। আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমি ভালো আছি। আজ আমি ৮-ই জুন ২০২২ সালের রিলিজ হওয়া হাসল সিনেমাটির রিভিউ নিয়ে হাজির হলাম। তাহলে চলুন শুরু করা যাক।


প্রাপ্তি : YouTube


চলচিত্র
হাসল
পরিচালক
জেরেমিয়া জাগার
অভিনয়
আডাম স্যান্ডলার, কুইন লতিফা, বেন ফস্টার, জুয়ানচো হার্নাঙ্গোমেজ, রবার্ট ডুভাল
চিত্রনাট্য
টেলর মেটারনে, উইল ফেটারস
মুক্তি
৮-ই জুন, ২০২২
দেশ
আমেরিকা
ভাষা
ইংরেজি
সময়
১১৮ মিনিট

পটভূমি

শুরুতেই দেখবো ফিলাডেলফিয়া সেভেন্টি সিক্সারের স্কাউট স্ট্যানলি সুগারম্যান তার দলের ভবিষ্যতের খেলোয়াড়দের খোঁজে নানান দেশে ঘুরে বেড়াচ্ছে। তবে স্ট্যানলি অনেক দেশে ঘুরেও তাঁর পছন্দ সই খেলোয়াড় সে খুঁজে পায়না। তাই যখন সেভেন্টি সিক্সারের নতুন খেলোয়াড় সই করার মিটিং হয় সেখানে স্ট্যানলি কোনো খেলোয়াড়ের নামই প্রস্তাব করে না। সেই মিটিংয়ে সেভেন্টি সিক্সারের মালিকের ছেলে ভিন্স এক জার্মান খেলোয়াড়ের নাম প্রস্তাব করলে স্ট্যানলির সাথে তার সংঘাত বাঁধে। পরে স্ট্যানলি চাপে পিছু হটে যায়।মিটিং শেষে সেভেন্টি সিক্সারের মালিক রেক্স মেরিক স্ট্যানলিকে সহকারী কোচ হিসেবে পদোন্নতি করে দেয়। যদিও রেক্স সেদিনই মারা যায়।

রেক্স মারা যাওয়ার কয়েক মাস পর, ভিন্স স্ট্যানলিকে ফের স্কাউট বানিয়ে দেয়। অনিচ্ছা সত্ত্বেও স্ট্যানলি ফের স্কাউটের কাজে বিদেশে ঘুরতে শুরু করে। খেলোয়াড় খুঁজতে স্ট্যানলি স্পেনে যায় সেখানে হোটেলে ঢুকতে গিয়ে খেলার আওয়াজ শুনে স্ট্যানলি পাশেই স্থানীয় দের বাস্কেটবল খেলা দেখতে যায়। সেখানে এক খেলোয়াড়ের খেলা দেখে সে হতবাক হয়ে যায়।

01.png

স্ট্যানলি খেলা শেষে সেই খেলোয়াড়ের পিছু নেয় কিন্তু গলির ভেতরে গিয়ে তাকে হারিয়ে ফেলে। তারপর স্ট্যানলি সেই খেলোয়াড়ের খোঁজ করতে শুরু করে তখন জানতে পারে যে খেলোয়াড়টির নাম বো ক্রুজ। তারপর স্ট্যানলি সোজা বো'য়ের বাড়ি চলে যায় সেখানে বো এর মা তার জীবন কাহিনী স্ট্যানলিকে বলে।


স্ট্যানলি নিজের চ্যানেল কাজে লাগিয়ে স্প্যানিশ জাতীয় দলের সাথে বোয়ের খেলার আয়োজন করে। বোয়ের খেলা দেখে স্ট্যানলি সেভেন্টি সিক্সারের বর্তমান মালিক ভিন্সকে ক্রুজকে সাইন করার অনুরোধ করলে ভিন্স না করে দেয়। তারপর স্ট্যানলি নিজ খরচায় ক্রুজকে আমেরিকা নিয়ে আসে তাকে সেভেন্টি সিক্সারের সাথে চুক্তি করাবে এই প্রতিশ্রুতি দিয়ে। তারপর স্ট্যানলি ক্রুজকে এক বাস্কেটবল প্রদর্শনীতে নিয়ে যায়, ক্রুজ সেখানে ভালো খেললেও আরেক বাস্কেটবল খেলোয়াড় উইল্টসকে আটকাতে অসমর্থ হয়।

ভিন্স বো-কে দলে নিতে সরাসরি নাকচ করে দেয়, যার কারণে স্ট্যানলি সেভেন্টি সিক্সার দল ছেড়ে দেয়। সেভেন্টি সিক্সার দল ছেড়ে স্ট্যানলি এনবিএ ড্রাফ্টের জন্য ক্রুজকে প্রস্তুতি দিতে শুরু করে। স্ট্যানলির কোচিং পেয়ে বো খেলায় অনেক উন্নতি করে।

02.png


ড্রাফ্টে বো দারুন খেলে। কিন্তু বো ফের উইল্টসের মুখোমুখি হয়। ক্রুজ প্রাথমিকভাবে ভালো খেলে, তখন উইল্টস বো-এর মেয়ে ও মা সম্পর্কে বাজে কথা বলা শুরু করে। শেষ পর্যন্ত সহ্য করতে না পেরে বো উইল্টসকে ধাক্কা দিয়ে ফেলে দেয়।

স্ট্যানলি এবং বো দুজনেই বুঝতে পারে যে তাদের এনবিএ যাত্রা শেষ তাই বো স্পেন ফিরে যাওয়ার জন্য প্লেন ধরতে বিমানবন্দরে আসে। ঠিক সেসময় খবর আসে যে বো ও উইল্টস দুজনের একটা বাস্কেট বল খেলায় ডাক পেয়েছে। সেই খেলায় গিয়ে বো উইল্টসকে ছাপিয়ে খেলে। নিজের আক্রমণাত্মক ও রক্ষণাত্মকভাবে দুই দিক ভালো ভাবে প্রদর্শন করে। সেই খেলা দেখতে এসে রেক্সের মেয়ে ক্যাট স্ট্যানলিকে পুনরায় সহকারি কোচের পদ নিযুক্ত করে।

পাঁচ মাস পর, সেভেন্টি সিক্সার এবং বস্টন সেলটিক্সের বিরুদ্ধে খেলায় স্ট্যানলির সাথে ক্রুজের দেখা হয়। যেখানে স্যান্টলি সেভেন্টি সিক্সারের সহকারি কোচ ও ক্রুজ বস্টন সেলটিক্সের খেলোয়াড়।

03.png

স্কিন শট নেওয়া হয়েছে : Netflix


আমার অভিমত

হাসলের গল্প খুবই সহজ। খেলা প্রিয় এক মানুষকে জোর করে তার বিরুদ্ধে কাজ করাতে গিয়ে সেই মানুষটি এক অসাধারন প্রতিভাকে আবিষ্কার করে ফেলে। যদিও প্রাথমিক ভাবে তার কথা নস্যাৎ করে দেওয়া হয়। ফের শুরু হয় খেলা পাগল সেই মানুষটির যুদ্ধ। যুদ্ধের সঙ্গী হয় সমাজের চাপে হারিয়ে যাওয়া সেই প্রতিভাবান তরুণটি। যুদ্ধ শেষে জয়ী হয় দুজনেই।

হাসল সিনেমটাটি সেই সব মানুষদের জন্য যারা থেমে না যাওয়ার মানসিকতা রাখেন। যারা জীবনের সব প্রতিকূলতা কাটিয়ে এগিয়ে যেতে চান।

অ্যাডাম স্যান্ডলার দারুন অভিনয় করেছেন। আর যেহেতু স্যান্ডলার নিজেই ভালো বাস্কেট বল খেলতে পারেন তাই পুরো সিনেমার সাথে মিশে গেছেন। বো ক্রুজ চরিত্রের অভিনেতা জুয়ানচো হার্নাঙ্গোমেজ নিজেই একজন নামী বাস্কেট বল খেলোয়াড় তাই সিনেমার কোথাও তাকে অসঙ্গত মনে হয়নি।


রেটিং

পরিচালনা
কাহিনী৮.৫
অভিনয়৮.৫



IMG_20220926_174120.png

Vote bangla.witness


Support @heroism by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

|| Join HEROISM ||

Sort:  
 2 years ago 

হাসল মুভির এড বেশ কিছুদিন ধরে নেটফ্লিক্সে আসছিল। দেখব দেখব করে দেখা হয়নি। তবে দাদা আপনার হাসল মুভির রিভিউ পুরোটা পড়ে মনে হচ্ছে দেখতেই হবে। এতে অনেক শিক্ষনীয় বেপার আছে। একজন ডিভোটেড এবং ডেডিকেটেড স্কাউট স্ট্যানলি সুগারম্যান কিভাবে বিভিন্ন দেশ ঘুরে প্রতিভাবান এক খেলোয়ার বো ক্রজকে নিয়ে সামনে এগিয়ে যায় এবং সফলতা নিয়ে আসে। এখানে স্ট্যানলি সুগারম্যানের অদম্য ইচ্ছা এবং পরিশ্রমের কারনেই সফলতা এসেছে। উনি বাধা আসার পরও থেমে থাকেননি। আপনি রেটিংও ভাল দিয়েছেন। ধন্যবাদ দাদা সুন্দর একটি মুভি রিভিউ আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

দেখতে পারেন মীর ভাই। আমার তো ভালোই লাগলো।

 2 years ago 

দাদ আসলে মুভির রিভিউ টা পড়ে বেশ ভালো লাগলো এক কথায় অসাধারণ হয়েছে। আসলে প্রতিভা কখনো গণ্ডির ভিতরে আটকে রাখা যায় না সেটা একদিন না একদিন প্রকাশ পাবেই আর সেটার প্রকাশ পাওয়ার জন্য দরকার হয় দুরন্ত মানসিকতা ও আত্মবিশ্বাসের। স্পেন থেকে ক্রুজ কে খুঁজে বের করাটা স্ট্যানলির অসাধারণ আবিষ্কার ছিল। এই মুভিতে স্ট্যানলি এবং ক্রুজ দুজনেই তাদের প্রতিভার প্রকাশ ঘটিয়েছে। শেষে স্যান্টলি সেভেন্টি সিক্সারের সহকারি কোচ হয়ে তার উপযুক্ত সম্মান ফিরে পেয়েছে। সুন্দর একটি রিভিউ আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।

 2 years ago 

সত্যিই তাই। দারুন গল্প। পাশাপাশি খুব সুন্দর ভাবে সিনেমা টা বোনা হয়েছে।

 2 years ago 

হ্যাঁ দাদা সিনেমা তো খুব সুন্দর ভাবে বোনা হয়েছে অবশ্যই তবে আপনার পোস্ট ও খুব সুন্দর হয়েছে। সবকিছু বিস্তারিতভাবে খুব অল্পতেই উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 65637.68
ETH 2661.86
USDT 1.00
SBD 2.81