টিভি সিরিজ : দ্য উইচার - ফ্যামিলিsteemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ঈশ্বরের কৃপায় সকলে ভালো আছেন। আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমি ভালোই আছি। আজ নেটফ্লিক্সের দ্য উইচারের টিভি সিরিজের দ্বিতীয় সিজনের অষ্টম ও শেষ এপিসোডের রিভিউ নিয়ে হাজির হলাম।

দ্য উইচার সিরিজটি পোল্যান্ডের উপন্যাসিক আন্দ্রেজ সাপকোস্কির দ্য উইচার নামক উপন্যাসের উপর ভিত্তি করে তৈরী করা হয়েছে। দ্য উইচার মধ্যযুগীয় প্রেক্ষাপটের উপর দ্য কন্টিনেন্ট নামক জায়গায়, যেখানে জেরাল্ট দ্য উইচার অফ রিভিয়া, প্রিন্সেস সিরিলা ও ইয়েনেফার অফ ভেঙ্গাবার্গ হলো মূল চরিত্র।


প্রাপ্তি : YouTube


পর্ব
ফ্যামিলি
পরিচালক
এড বজালগেট
অভিনয়
হেনরি ক্যাভিল, আনয়া চলোত্রা, ফ্রেয়া আ্যলান
চিত্রনাট্য
লরেন শ্মিট হিসরিচ
মুক্তি
১৭-শে ডিসেম্বর, ২০২১
দেশ
আমেরিকা
ভাষা
ইংরেজি
সময়
৫২ মিনিট

পটভূমি

ভোলেথ মির সিরির দেহে প্রবেশ করে সিরির সব স্মৃতি দখল করে তাকে অলীক স্বপ্নে বিভোর করে রাখে।

আর জেরাল্টের পিছু পিছু ইয়েনেফার কের মরহেনে চলে আসে। কের মরহেনে পৌঁছে ইয়েনেফার জেরাল্টকে বোঝানোর চেষ্টা করে যে ভোলেথ মির তার হোস্টের দুর্বলতা, খারাপ স্মৃতি খুঁজে সেটাকে ব্যবহার করে হোস্টের, মাধ্যমে সব কাজ করিয়ে নেয়। জেরালট সেটা মানতে রাজি হয় না।

01.png

Copyright : Netflix


সিরিকে ব্যবহার করে ভোলেথ মির একে একে কের মরহেনের সব উইচারদের ঘুমের মধ্যেই হত্যা করে ফেলে। পরিশেষে ডেথলেস মাদার ভেসেমিরের ঘরে পৌঁছে তাকে খুন করতে উদ্যত হলে ঠিক তখনই জেরাল্ট ও ইয়েনেফার সেখানে উপস্থিত হয়। তাদের দেখে ভোলেথ মির প্রথমে সিরি হওয়ার ভান করে, কিন্তু জেরাল্ট সেটা বুঝতে পেরে গেলে সিরি জেরাল্ট-এর মুখে ছুরি চালিয়ে পালিয়ে যায়।

02.png

Copyright : Netflix

ল্যামবার্ট অন্যান্য উইচারদের খুনের জন্য সিরিকে দোষারোপ করে, কিন্তু কোয়েন বলে যে সে আসলে সিরি নয়, ভোলেথ মির। ভেসেমির আসন্ন যুদ্ধের জন্য উইচার এলিক্সির খেয়ে নেয়। জেরাল্ট তাকে মনে করিয়ে দেয় যে তাদের লড়াই ভোলেথ মিরের সাথে সিরির সাথে নয়। ইয়েনেফার জাস্কিয়ারকে ঘুম থেকে জাগিয়ে তুলে জানায় যে ভোলেথ মির সিরির উপর ভর করেছে। ল্যামবার্ট, কোয়েন এবং বাকি জাদুকররা তাদের উইচার এলিক্সির খেতে সিরিকে ঘরে ঘরে খুঁজতে শুরু করে।


দারা ফ্রান্সেস্কা ও ফিলাভান্ড্রেলকে জানায় সে এতোদিন রেডানিয়ার জন্য কাজ করত। আর রেডানিয়ারা সিরির পিছু করছে। দারা বলে যে তার মনে হয়, ফ্রান্সেস্কা ও ফিলাভান্ড্রেকের শিশুকে হত্যা করা হয়েছে কারণ তারা নিলফগার্ডের সাথে বন্ধুত্ব করেছে। কিন্তু ফ্রান্সেস্কা সেটায় বিশ্বাস করে না, তার বিশ্বাস যে তারা যেহেতু এলভস সে কারণেই এটা হয়েছে। দারা ক্ষমা চায়। যদিও ফ্রান্সেস্কা তাকে দোষারোপ করে না। তারপর ফ্রান্সেস্কা দারাকে কিছু ঘোড়া জোগাড় করার কথা বলে।

03.png

Copyright : Netflix


ইয়েনেফার ও জাস্কিয়ার ল্যাবে যায়, যেখানে তারা একটি ওষুধ তৈরির চেষ্টা করে যা সিরিকে মেরে না ফেলে ভোলেথ মিরকে সিরির দেহ থেকে সরিয়ে ফেলবে।

জেরাল্ট ক্যাফেটেরিয়ায় মেডেলিয়ন গাছের সামনে সিরির উপরে ভর করা ভোলেথ মিরকে খুঁজে পায়। জেরাল্ট ভোলেথ মিরকে সিরির বিনিময়ে তার দেহে আসতে বলে, কিন্তু ভোলেথ মির তাকে চায় না। ভোলেথ মির তখন জোরে চিৎকার করে মেডেলিয়ন গাছটিতে ফাটল ধরিয়ে দিয়ে ভিতরে থেকে মনোলিথটি উন্মোচন করে ফেলে। তারপরে মনোলিথটি ভেঙে সেখানে পোর্টাল দিয়ে দুটি ব্যাসিলিস্কের নিয়ে আসে যারা উইচারদের উপর আক্রমন করতে শুরু করে। ব্যাসিলিস্কের সাথে যুদ্ধে দুজন উইচার মারা যায়। তখন রেগে গিয়ে ভেসেমির সিরিকে হত্যা করার চেষ্টা করে, কিন্তু জেরাল্ট তাকে বাধা দেয়।

04.png

Copyright : Netflix

আরেকটি ব্যাসিলিস্ক পোর্টাল থেকে বেরিয়ে জেরাল্টের উপর আঘাত হানে। যার ফলে জেরাল্ট ক্যাফেটেরিয়া থেকে ছিটকে বাইরে পড়ে যায়। জেরাল্ট সৌভাগ্যবশত জন্তুটিকে মেরে ফেলতে সক্ষম হয়। ল্যামবার্ট, কোয়েন এবং বাকি উইচাররা বাকি দুই বেসিলিস্ককে হত্যা করতে সক্ষম হয় যায়। জেরাল্ট বুঝতে পারে যে তাদের ঘৃণার বলেই ভোলেথ মির শক্তিশালী হচ্ছে। জেরাল্ট সিরির কাছে গিয়ে নিয়ন্ত্রণ পাওয়ার জন্য অনুরোধ করতে শুরু করে।

05.png

06.png

Copyright : Netflix

সিরি ধীরে ধীরে নিজের উপরে নিয়ন্ত্রন পেতে শুরু করে। জেরাল্ট বুঝতে পারে ডেথলেস মাদার যতক্ষণ নতুন ধারক পাবে না ততক্ষন সে সিরিকে ছাড়বে না। ইয়েনেফার তখন তার কব্জি কেটে ভোলেথ মিরকে তার দেহে প্রবেশ করতে বলে, যার ফলে সিরির তার স্বপ্নের জগৎ ভেঙে বাস্তব জগতে ফিরে আসে। আর ডেথলেস মাদার ইয়েনেফারের দেহে চলে যায়।

07.png

Copyright : Netflix

সিরির জ্ঞান ফিরলে, জেরাল্ট তাকে বলে ভোলেথ মিরকে ফাঁদে ফেলতে মনোলিথের মধ্য পোর্টাল খুলে তাকে পাঠিয়ে দিতে হবে। তাই, সিরি একটি পোর্টাল খলে, যায় তাকে, জেরাল্ট ও ইয়েনেফারকে ভিতরে টেনে নিয়ে যায়। যেখানে গিয়ে ভোলেথ মির ইয়েনেফারকে মুক্তি দেয়।

08.png

Copyright : Netflix

সিরি ফের জেরাল্ট ও ইয়েনেফারকে নিয়ে পোর্টাল দিয়ে কের মরহেনে ফিরে আসে। ফিরে আসার পর ইয়েনেফার বুঝতে পারে তার শক্তি ফিরে এসেছে। যা ব্যবহার করে ইয়েনেফার কোয়েনের ক্ষত নিরাময় করে দেয়। জেরাল্ট ভেসেমিরকে বলে যে জাদুকররা যদি জানতে পারে যে সিরি বেঁচে আছে, তাহলে তারা সিরির পিছু পিছু আসবে তাই তাকে সিরিকে নিয়ে কের মরহেন ছাড়তে হবে।


টিসিয়া কাউন্সিল অফ ব্রাদারহুডকে জানায় যে সিরি জীবিত আছে। কাউন্সিল তখন সিরির ও তার রক্ষাকারীদের হত্যার ফরমান জারি করে দেয়।


অন্যদিকে সিনট্রাতে হোয়াইট ফ্লেম আসে। ফ্রিঙ্গিলা ও কাহির হোয়াইট ফ্লেমের সামনে ফ্রান্সেসকার সন্তান হত্যার কৃতিত্ব নেওয়ার চেষ্টা করে। কিন্তু আকস্মিক ভাবে হোয়াইট ফ্লেম স্বীকার করে যে তিনি এলভেন শিশুর মৃত্যুর আদেশ দিয়েছিলেন, যা তার মেয়ে সিরিকে খুঁজে পাওয়ার সর্বোত্তম পথ। আর এই হোয়াইট ফ্লেম আর কেউ নন সিরির বাবা এমিইর। কাহির এবং ফ্রিঙ্গিলার মিথ্যে ধরা পড়ে গেলে এমিইর তাদের বন্দি করার নির্দেশ দেয়।

10.png

Copyright : Netflix


আমার অভিমত

"দ্য উইচার" সিরিজের প্রথম সিজন দেখার পর থেকে আমি অধীর আগ্রহে দ্বিতীয় সিজনের অপেক্ষা করছিলাম। আর আজ দ্বিতীয় সিজনের শেষ এপিসোড দেখবার পর বলতে বাধ্য হচ্ছি যে তৃতীয় সিজনের জন্য আমার আর তর সইছে না, আর কতদিন যে অপেক্ষা। চরিত্র নির্বাচন, সিনেমাটোগ্রাফি, গল্প সব দিক থেকে দ্য উইচার অসাধারণ।

শেষের রিভিল দেখে আমি অবাক। হোয়াইট ফ্লেম যে আদপে সিরির বাবা এমিইর সেটা আমার কল্পনাতেও আসেনি। কিংবা টিসিয়ার নেতৃত্বে সিরির নামের ফরমান জারি হবে সেটাও ভাবিনি। যেগুলো পরের সিজন দেখার ইচ্ছেটা আরো বাড়িয়ে দিলো।


রেটিং

পরিচালনা
কাহিনী৯.৫
অভিনয়


Support @heroism Delegating your SP

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

|| JOIN DISCORD ||

Sort:  

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 2 years ago 

Thanks. Much appreciated 🤗

 2 years ago 

প্রিয় দাদা, টিভি সিরিজ : দ্য উইচার - ফ্যামিলি এর রিভিউটি পড়ে সত্যিই আমার খুবই ভালো লেগেছে। এ ধরনের টিভি সিরিজ এর এক পর্ব দেখা শেষ হলে তারপর ভর্তি পরবর্তী দেখার জন্য মনে অনেক আগ্রহ জন্মে।ইয়েনেফারের শক্তি ফিরে পাওয়ার বিষয়টি আমার কাছে দারুন লেগেছে। দাদা আপনার আজকের এই রিভিউটি পড়ে এ ধরনের টিভি সিরিজ দেখার প্রতি আমার খুবই আগ্রহ হচ্ছে।

 2 years ago 

আমার ক্ষেত্রে তাই হলো। পরপর সব কটা পর্ব দেখে ফেললাম, এখন পরের সিজনের জন্য অপেক্ষা করা।

 2 years ago 

দাদা সত্যি কথা বলতে গেলে খুব একটা টিভি সিরিজ আমার দেখা হয় না কিন্তু তোমার কাছ থেকে এর বিবরণ শুনে এটি দেখার প্রতি আমার অনেক আগ্রহ চলে এসেছে। কয়েকদিনের মধ্যেই আশা করি এটি দেখে শেষ করে ফেলব। দাদা আমি বরাবরই জানি বিদেশি এই সব টিভি সিরিজের চরিত্র নির্বাচন, সিনেমাটোগ্রাফি, গল্প সব সবকিছুই অসাধারণ হয়। সবকিছুকে এত সুন্দর পারফেক্ট করার জন্য এরা মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে।

 2 years ago 

সময় পেলেই দেখে ফেলবে। দারুন লাগবে। দারুন। খরচের ইয়ত্তা নেই, তবে সুন্দর বানিয়েছে।

 2 years ago 

হ্যাঁ দাদা অবশ্যই দেখব। ফ্রি নেটফ্লিক্স একটা বন্ধুর কাছ থেকে পেয়েছিলাম এক মাসের জন্য। এইবার তার সঠিক ব্যবহার করার সময় চলে এসেছে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 65836.42
ETH 2694.41
USDT 1.00
SBD 2.87