ট্রন জমানোর ৭১ তম সপ্তাহ
নমস্কার,
বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। ঈশ্বরের কৃপায় আমি ভালো আছি। আমি আপনাদের সামনে আরো একটি ট্রন স্টেকিং সম্পর্কিত ব্লগ নিয়ে হাজির হয়ে পড়লাম।
আমি ট্রন স্টেকিং সম্পর্কে প্রথম জানতে পারি RME দার "কিভাবে ট্রন স্টেকিং করবেন?" ব্লগ পড়ে। তারপর সে সম্পর্কে আরো বিস্তারিত পড়াশোনা করে ট্রন স্টেকিং সম্পর্কে আমি যা বুঝেছি তা উপস্থাপন করলাম,
ট্রন ব্লকচেনে মাইনিং proof-of-stake পদ্ধতিতে হয়। অর্থাৎ যে মাইনার যত বেশি ট্রন টোকেন নিজের কাছে মজুত রাখতে পারবে সেই মাইনার তত বেশি ট্রন মাইনিং করতে পারবে। সহজ ভাষায় বলতে গেলে আপনার TRON ওয়ালেটে থাকা TRX টোকেন গুলো স্টেক করলেন। স্টেক করার পর আপনাকে স্টেকড ট্রনের পরিমানে ভোট প্রদানের সুযোগ দেওয়া হলো, যা ব্যবহার করে নিজের পছন্দের সুপার রিপ্রেজেন্টেটিভদের ভোট দিলেন। তারপর ভোট পাওয়া সুপার রিপ্রেজেন্টেটিভরা যখন TRX রিওয়ার্ড হিসেবে অর্জন করবে তারা তখন ভোটিংয়ের সমানুপাতিক হারে সেই TRX রিওয়ার্ডস গুলো আপনার সাথে ভাগ করে নেবে। ট্রন স্টেকিং সম্পর্কে বোঝার পর আমি স্টিমিট থেকে পাওয়া সমস্ত TRX রিওয়ার্ড গুলো ধীরে ধীরে স্টেক করা শুরু করি।
২০২২ সালের জুলাই মাসে RME দা আমার বাংলা ব্লগে ট্রন স্টেকিংয় নিয়ে নতুন প্রজেক্ট চালু করার পর আমি স্থির করলাম যে, প্রতি সপ্তাহে অন্তত একবার হলেও কিছুটা TRX ক্রয় করে সেগুলো স্টেক করতে থাকবো। সেই সূত্র ধরে ট্রন স্টেকিংয়ের ৭১ তম সপ্তাহ সম্পন্ন করলাম।
আমার আজকের ট্রন স্টেক করার ধাপসমূহ:
ধাপ ১ঃ
- ট্রন ডিপোজিট করার পূর্বে আমার ওয়ালেটের ব্যালান্স।
ধাপ ২ঃ
- ট্রন ডিপোজিট সম্পন্ন করলাম।
ধাপ ৩ঃ
- ট্রন ডিপোজিটের পরে আমার ওয়ালেটের ব্যালান্স।
ধাপ ৪ঃ
- ট্রন স্টেকিং সম্পন্ন করলাম।
ধাপ ৫ঃ
- স্টেকড TRX দিয়ে ভোট প্রদানের পর
আজকের মতো বিদায় নিলাম। আবার দেখা হবে। ভালো থাকুন। সুস্থ থাকুন। ধন্যবাদ।
দাদা তো দেখছি প্রতি সপ্তাহেই ট্রন স্ট্রেকিং করে যাচেছন। ছোট ছোট ট্রন স্ট্রেকিং করতে করতে আজ আপনি ৭১ সপ্তাহ পার করে দিলেন। আশা করি ট্রন স্ট্রেকিং এর ধারাবাহিকতা ধরে রাখতে পারলে আপনি অবশ্যই বহুদূর যেতে পারবেন। শুভ কামনা রইল আপনার জন্য।
দাদা আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন ট্রন জমানোর ৭১ তম সপ্তাহ। প্রত্যেক সপ্তাহে আপনার এই উদ্যোগ দেখে সত্যি আমি বেশ মুগ্ধ হয়েছি। আপনি প্রতি সপ্তাহে আমাদের মাঝে ২০ ট্রন করে জমাচ্ছেন দেখে বেশ ভালো লাগলো। আশা করি ভবিষ্যতের জন্য এই টোকেন গুলো আপনার জন্য অনেক কাজে দিবে। ধন্যবাদ দাদা এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আপনি যদি প্রতিনিয়ত ধারাবাহিকতা বজায় রেখে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন, তাহলে অনেক দূর গিয়ে পৌঁছাতে পারবেন। আপনার ট্রন স্টেকিং দেখে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আজকে ৭১ তম সপ্তাহ সম্পন্ন করেছেন, এটা দেখে তো আরো বেশি ভালো লাগলো দাদা। এভাবে ধীরে ধীরে এগিয়ে যান। আশা করছি ভবিষ্যতে ভালো একটা স্থান ধরে রাখতে পারবেন আপনি।
ট্রন টোকেন এর ভবিষ্যৎ অনেক উজ্জ্বল যেটি ইতিমধ্যে আমরা মার্কেটে দেখতে পেলাম। আমার নিজেরও কিছু জমা রয়েছে এবং সেগুলো স্ট্যাকিং করা রয়েছে।ট্রন এর পে-আউট না হওয়াতে এখন আর জমাতে পারছি না।যাই হোক দাদা শুভকামনা রইল আপনার জন্য।