নাটক রিভিউ // আই হেট লাভ স্টোর
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (০৯-০৯-২০২৩)
নাটকের নাম | আই হেট লাভ স্টোর |
---|---|
পরিচালক | মোহাম্মদ মোস্তফা কামাল রাজ |
অভিনয় | জোভান , তানজিন তিশা |
দৈর্ঘ্য | ৪০ মিনিট ০৫ সেকেন্ড |
ভাষা | বাংলা |
মুক্তির তারিখ | ২৭ ফেব্রুয়ারি ২০২০ ইং |
নাটক শুরুতে প্রথমেই নায়কে কিছু লোকজন ধরে অনেক মেরেছিল। তারপরে নায়কের এক বন্ধু হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে গিয়ে ডক্টরের জন্য অনেকক্ষণ সেখানে অপেক্ষা করতে থাকে। তারপরে হঠাৎ করে একসময় ডঃ যখন আসলো নায়ক শুধুমাত্র তাকিয়ে ছিল। ডক্টর হচ্ছে নায়কা। নায়ক এবং নায়কার মাঝে সেই সময়ে অনেক কথা হয়েছিল। কিসের জন্য মার খেয়েছে এই সব নায়কা জিজ্ঞেস করেছিল সেই সময়। নায়ক সে সময় জিজ্ঞেস করছিল আপনার নাম কি কিন্তু নায়কা নাম বলছিল না। আসলে নাটকটি দেখতে আমার কাছে বেশ ভালই লেগেছিল।
তারপরে একদিন নায়কা রিকশা চড়ে বাড়ি ফেরার পথে নায়ক হঠাৎ করে রাস্তার মাঝে দেখে ফেলে। সেখান থেকে নায়ক বাইক নিয়ে নায়কার রিকশা ফলো করতে থাকে। নায়কার বাড়ির ঠিকানা যেহেতু নায়ক পেয়ে গিয়েছিল। তারপরে নায়ক তার বন্ধুর কাছে এসে বন্ধুকে একটা মারতে বলে মেরে রক্তাক্ত করে দিতে বলে কারণ নায়কার কাছে গিয়ে চিকিৎসা নেবে বলে। বন্ধু মারতে রাজি হয়েছিল না পরবর্তীতে মেরে দিয়েছিল। তারপরে নায়কার বাড়িতে গিয়ে নায়কার বাবার সাথে কথা বলার পরে নায়কা চিকিৎসা দিতে রাজি হয়। সেখানে আবারও বেশ অনেকক্ষণ কথা হয়েছিল এবং নায়কা চিকিৎসা দিয়েছে। সব মিলিয়ে নাটকটি দেখতে আমার কাছে কিন্তু বেশ চমৎকার লেগেছে।
নায়ক এবং নায়কের একজন বন্ধু দুজন মিলে হাসপাতালে এসেছে কিন্তু কি কারনে যে হাসপাতালে এসেছে তারা সেটা মাথায় আসছিল না। পরবর্তীতে বন্ধুর কাছ থেকে একটা ছুরি নিয়ে নিজের হাত নিজে কেটে ফেলে নায়ক। কারণ শুধুমাত্র নায়কাকে একবার দেখবে বলে। তারপরে নায়কার কাছে যাই হাতে চিকিৎসা নেওয়ার জন্য নায়কা বলে শুধু আমাকে দেখার জন্য আপনি হাত কাটলেন কেনো। নায়ক তখন তার ভালোবাসার কথা জানিয়ে দেয় নায়কাকে। পরবর্তীতে হাতের চিকিৎসা শেষে দুজনে একসাথে বের হয়েছিল হাসপাতালে রুম থেকে বেশ ভালো লেগেছিল আমার কাছে নাটকটি শেষ পর্যন্ত দেখতে।
তার কিছুক্ষণ পরে নাটকে বেশ সুন্দর একটি গান শুরু হয়। সেখানে নায়ক এবং নায়কাকে বেশ রোমান্টিক অভিনয় করতে দেখা যায়। আসলে প্রেম শুরু হওয়ার আগে এমন একটি গান বেশ ভালোই লেগেছিল। দুজনে একই জায়গায় বসে কফি খাচ্ছিল এবং মুক্ত আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে সত্যি বেশ ভালই। দোয়া করি সবার জীবনে এমন দিন যেন আসে। সব মিলিয়ে নাটকটি দেখতে বেশ রোমান্টিক ছিল।
এভাবেই নায়ক এবং নায়কার দিনগুলো বেশ সুন্দরভাবে কাটছিল। তারা সময় পেলে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতো। একদিন রাতে হঠাৎ করে নায়ক নায়কাকে হাসপাতাল থেকে নিয়ে বাড়িতে রাখতে এসেছিল। নায়ক এবং নায়কা বাড়ির সামনে দাঁড়িয়ে যেই সময় কথা বলেছিল। নায়কার বাবা এবং ছোট বোন দেখে ফেলেছিল।
বাড়িতে এসে নায়কার বাবা নায়কার মাকে ডাকে পরে নায়কা কেউ ডেকেছিল। তারপরে নায়কার বাবা সবকিছু বলার পরে নায়কাকে একটা থাপ্পড় মেরেছিল অনেক রাগান্বিত হওয়ার পরে। তারপরে নায়কার বাবা বলে তোমরা সবাই চলে যাও আমার চোখের সামনে থেকে। তারপরে হঠাৎ করে নায়ক এবং নায়কা আবার একদিন দেখা করে। নায়কা সবকিছু নায়ককে খুলে বলে। নায়ক তখন বলেছিল চলো আমরা পালায় যাবো। কিন্তু নায়কা পালিয়ে যেতে রাজি হয়েছিল না। নায়কা বলছিল যেভাবেই হোক তোমাকে এবং বাবাকে দুজনকেই আমার চাই আমি একজনকে ছাড়া বাঁচতে পারব না। আসলে নাটকটি আমার কাছে বেশ রোমান্টিক একটি নাটক মনে হয়েছে। বেশ সুন্দর লেগেছে নাটকটি দেখতে আমার কাছে।
হঠাৎ করে একদিন নায়ক নায়কার বাবা-মায়ের কাছে এসে অনেক আকুতি মিনতি করে। নায়ক কথাগুলো বলার সময় নিজে অনেক কান্না করছিল। নায়কা কথাগুলো রুমের মধ্যে থেকে শুনছিল এবং অনেক কান্না করছিল। নায়কার কথাগুলো যখন নায়কার বাবার কাছে নায়ক বলতেছিল তখন নায়কার বাবা শুনে একটু মন খারাপ করেছিল। নায়ক শুধুমাত্র সুযোগ চেয়েছিল নায়কার যোগ্য পাত্র হিসেবে নিজেকে গড়ে তুলবে বলে। সব মিলিয়ে নাটকটি দেখতে আমার কাছে বেশ দুর্দান্ত লেগেছে। আশা করি আপনারা যদি দেখে না থাকেন অবশ্যই নাটকটি দেখার চেষ্টা করবেন।
এই নাটকটিতে আমি আমার ব্যক্তিগত রেটিং পয়েন্ট দিতে চাই ১০/৯
Link
আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বর্তমানে একাদশ শ্রেণীর ছাত্র। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে ঘোরাঘুরি করা। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness
OR
আবেগের বশবর্তী হয়ে হুট করে কোন সিদ্ধান্ত নেয়া উচিত না। তা এই নাটকটিতে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছে। তাছাড়া এই নাটকটি আমার দেখা হয়নি। আপনি খুব সুন্দরভাবে রিভিউ উপস্থাপন করেছেন। মনে হচ্ছে যে আমি নিজেই নাটকটি দেখলাম। খুব ভালো লাগলো পড়ে। ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন আপু আপনি আবেগের বসে হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয় কিন্তু এখনকার ছেলেমেয়েরা বেশিরভাগই আবেগের বসে হুট করে সিদ্ধান্ত নিয়ে নেয়।
Twitter link
আপনি খুব সুন্দর ভাবে এই নাটকটি আমাদের মাঝে রিভিউ দিয়েছেন। আসলে নাটকটির মধ্যে অনেক শিক্ষা নেওয়ার আছে।তারা ইচ্ছে করলে দুইজনে পালিয়ে বিয়ে করতে পকরতো।কিন্তু নায়ক নায়িকার বাবার কাছে কিছু সময় চেয়েছিল।আপনার নাটক রিভিউ পড়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ ভাই সুন্দর একটা পোস্ট করার জন্য।
ঠিক বলেছেন ভাই আপনি তারা ইচ্ছা করলে দুজন পালিয়ে যেয়ে বিয়ে করতে পারত কিন্তু এই নাটকটিতে আমাদের অনেক শিক্ষা দিয়েছে।
খুবই চমৎকার একটি নাটক আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন নাটকটার মধ্যে আসলেই অনেক বড় একটা শিক্ষার দিক ফুটে উঠেছে। বর্তমান সময়ে প্রেম ভালোবাসাটা অনেক গুনে বেড়ে গিয়েছে যার কারণে অল্প বয়সী ছেলেমেয়েরা আবেগের বসে মা-বাবাকে ছেড়ে দিয়ে পালিয়ে যায় এরকম অনেক ঘটনা বর্তমান সমাজে ঘটছে, যেটা কখনোই করা উচিত নয়। নাটকের মাঝে এই ছোট্ট শিক্ষনীয় ব্যাপারটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, দারুন ভাবে আপনি নাটক আমাদের মাঝে তুলে ধরেছেন ধন্যবাদ আপনাকে।
ঠিক বলেছেন ভাই আপনি বাবা মা কে ছেড়ে কখনো পালিয়ে গিয়ে বিয়ে করা উচিত নয়। ধন্যবাদ এত সুন্দর গঠনমূলক মতামত প্রদান করার জন্য।
আই হেট লাভ স্টোর নাটকটা দেখেছিলাম আমি। আর এই নাটকটার রিভিউ আজকে আপনার পোষ্টের মাধ্যমে দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। এই নাটকটার মধ্যে শিক্ষনীয় বিষয় রয়েছে যা আমার অনেক বেশি ভালো লেগেছিল। আর নাটকের মাধ্যমে হলেও এই শিক্ষাগুলো নেওয়াটা আমাদের অনেক জরুরী।
আসলে আপু এই নাটকটিতে আমি অনেক শিক্ষা পেয়েছি । কখনোই নিজের বাবা মাকে ছেড়ে অন্যের হাত ধরে পালিয়ে গিয়ে বিয়ে করা উচিত নয়।
ভাই নাটকের মেইন চরিত্রের নাম তো বলেননি, নায়ক, নায়কা না বলে নাম বললে ভালো হয়। যায়হোক, নাটকটি দেখেনি। তবে আপনার রিভিউ পড়ে মনে হচ্ছে দেখা যায় নাটকটি
ধন্যবাদ ভাই এত সুন্দর ভাবে আপনার গঠনের মতামত দেয়ার জন্য। তবে চেষ্টা করব সামনে নাটক থেকে নামগুলো দেওয়ার জন্য।
শিক্ষানীয় একটি নাটকের খুব সুন্দর রিভিউ দিয়েছেন ভাইয়া। আসলেই আমাদের প্রেম করে পালিয়ে না যেয়ে পরিবারকে মানিয়ে বিয়ে করা উচিত। নাটকটি খুব সুন্দর। আই হেট লাভ স্টোর নাটকের রিভিউ পড়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।
ঠিক বলেছেন আপু আপনি আসলে পরিবারকে মানিয়ে বিয়ে করা উচিত প্রেম করে পালিয়ে না গিয়ে। ধন্যবাদ এত সুন্দর ভাবে আপনার গঠনমূলক মতামত শেয়ার করার জন্য।
বাহ ভাগ্নে তুমি তো দেখছি খুব সুন্দর একটি নাটক রিভিউ করেছ। তোমার নাটকের রিভিউটি পরে বেশ ভালো লাগলো। তবে আমার এসব নাটক গুলো খুব একটা দেখা হয়ে ওঠে না। চেষ্টা করব তোমার রিভিউ করা নাটকটি একবার হলেও দেখতে। ধন্যবাদ এত সুন্দর একটি নাটক রিভিউ করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
অবশ্য মামা সময় পেলে নাটকটি দেখেন নাটকটিতে অনেক শিক্ষা নিয়ে বিষয় আছে।
আপনি আমাদের মাঝে খুব সুন্দর একটি নাটক রিভিউ শেয়ার করলেন। অনেক ভালো লেগেছে নাটক রিভিউটি দেখে। আসলে বাংলা নাটক গুলো আমার খুবই ভালো লাগে। আপনি আই হেট লাভ স্টোর নাটকটি খুব সুন্দর ভাবে রিভিউ দিলেন।
অনেক ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
আসলে আপু আমার কাছে বাংলা নাটক দেখতে বেশ ভালো লাগে সময় পেলেই নাটক বিভিন্ন ধরনের নাটক দেখার চেষ্টা করি।