শীতের সময়ের সুস্বাদু ক্ষীরের রেসিপি সম্পর্কে আলোচনা। (১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য ) ।

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো.......
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি
আজকে ( শনিবার- জানুয়ারি ০১-২০২২)

আসলামু আলাইকুম আশা করি আপনারা অনেক ভালো আছেন । আমিও আনেক ভাল আছি। আজকে আপনাদের মাঝে শীতের সময়ের সুস্বাদু ক্ষীরের রেসিপি নিয়ে হাজির হয়েছে। চলো আজকে সুস্বাদু রেসিপি সম্পর্কে শুরু করা যাক.........

       সর্বশেষ মূল ছবি

IMG_20220107_103825.jpg

  শীতের সময়ের  সুস্বাদু ক্ষীর রেসিপি উপকরণ

IMG_20220108_061252.jpg

১ ময়দা
২ চিনি
৩ খেজুরের গুড়
৪ পানি
৫ লবণ
৬ নারিকেল
৭ দুধ
৮ মসলা

   শীতের সময়ের  সুস্বাদু ক্ষীরের রেসিপির ধাপ সম্পর্কে নিচে আলোচনা করা হলো।             

   🍪ধাপ-১🍪

IMG_20220107_100027.jpg

ময়দা গুলো সুন্দরভাবে আমরা একটি চালান দিয়ে ছেলে একটি নির্দিষ্ট জায়গায় রেখেছে

       🍪ধাপ-২🍪

IMG_20220107_101500.jpg

ময়দা গুলোর ভিতরে কিছু পানি দিয়ে ময়দা ছেনেছি। তারপর ময়দা নাম থেকে আটা নামে রূপান্তরিত হয়েছে।

      🍪ধাপ-৩ 🍪

IMG_20220107_100342.jpg

দোকান থেকে কিছু চিনি কিনে নিয়ে এসেছিলাম। চিনির পরিমাণ ছিল আধা কেজি।

    🍪ধাপ-৪🍪

IMG_20220107_085637.jpg

IMG_20220107_091745.jpg

নারিকেল কাটার পর দুইটা ছবি তুলেছি একটা নারকেলের খোসা ছড়ানোর পরে। আরেকটি নারকেলের ভিতর পানি খেয়ে নারকেল টি আলাদা করেছে।

     🍪ধাপ-৫ 🍪

IMG_20220107_102311.jpg

নারিকেল কোরনি দিয়ে কোরার পর নারিকেলের ছবি আপনাদের সাথে শেয়ার করলাম

      🍪ধাপ-৬🍪

IMG_20220107_095956.jpg

খেজুরের গুড়। শীতের সময়ে সুস্বাদু ক্ষীরের রেসিপির জন্য খেজুরের গুড় অন্যতমো।

 🍪ধাপ-৭🍪

IMG_20220107_095917.jpg

ক্ষীরের রেসিপি তৈরি করার জন্য বড়োএকটি কড়ায় করে আকাই পানি জ্বালাচ্ছি।

     🍪ধাপ-৮ 🍪

IMG_20220107_100454.jpg

পানি যখন একটুও গরম হয়েছে তখন খেজুরের গুড় গুলো পানির মধ্যে ঢেলে দিয়েছি

   🍪ধাপ-৯🍪

IMG_20220107_102403.jpg

কড়ার উপরে একটি ক্ষীর তৈরি টিনের সাচ দিয়েছি। টিনের সাচের উপরে আটা রেখেছি আটা গুলো হাত দিয়ে চাপ দিলে সার্চ দিয়ে কেটে কড়ার ভিতরে পড়বে। কিছুক্ষণ জ্বাল দেওয়ার পর শীতকালীন সুস্বাদু রেসিপি তৈরি হয়ে যাবে।

🍪ধাপ-১০ 🍪

IMG_20220107_103322.jpg

ক্ষীর গুলো কড়ার ভিতোরে খুন্তি দিয়ে নাড়াচাড়া করছি। না হলে এগুলো জমাট বেঁধে যেতে পারে।

 🍪ধাপ-১১🍪

IMG_20220108_073631.jpg

আমরা ক্ষীরের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। লাস্টে ক্ষীর সহ আমার একটি সেলফি দেবো।

IMG_20220108_080527.jpg

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )

Sort:  
 3 years ago 

  • খুব অসাধারণ একটি রেসিপি শেয়ার করেছেন আমাদের সাথে । শীতের সকালে এগুলো খেতে খুব সুস্বাদু হয়। আমার খুবই ভালো লাগে এগুলো খেতে। আপনার উপস্থাপনাটা আমার খুবই ভালো লেগেছে‌। শুভকামনা রইল আপনার জন্য
 3 years ago 

আপনার খুব সুন্দর মতামত শুনে আমার ভালো লাগলো ভাই। আসলে ভাইয়া শীতের সকালে খেতে খুবই ভালো লাগে এই রেসিপি

 3 years ago 

ছোট সময় এ ধরনের ক্ষীর অনেক খেয়েছি। কিন্তু বর্তমানে আর তেমন একটা দেখিনা দারুন হয়েছে আপনার রেসিপিটি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আপনার মতামত শুনে খুব ভালো লাগলো ভাই। আপনার আম্মুকে বলবেন আপনাকে বানিয়ে খাওয়াবে এই ধরনের ক্ষীর।

 3 years ago 

ক্ষির আমার খুব প্রিয় একটি রেসিপি।আমার কাছে খুবই ভালো লাগে।আপনার রেসিপি দেখে মুখে জল চলে এসেছে । এটা ।আপনাকে ধন্যবাদ ভাইয়া এটা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার এত সুন্দর মতামত শুনে আমার প্রাণ জুড়িয়ে যাচ্ছে ভাই। মুখে জল চলে আসলে আপনার আম্মুকে বলবেন আপনাকে যাতে এই ধরনের রেসিপি বানিয়ে খাওয়াই।

 3 years ago 

শীতের দিনে ক্ষীর খাবার মজাই আলাদা। প্রত্যেকটি ধাপে ধাপে আপনি অনেক সুন্দর ভাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটা জিনিস আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার মতামত শুনে আমার খুব ভালো লাগলো। আশাকরি আপনাদের মাঝে আরো সুন্দর ও সুস্বাদু খাবার শেয়ার করবো।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 58188.83
ETH 2585.51
USDT 1.00
SBD 2.40