(আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা-২৪) আমার জীবনে ফেলে আসা বন্ধুত্বের স্মৃতি
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (১১-১০-২০২২)
আসলামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আমার জীবনে ফেলে আসা বন্ধুত্বের স্মৃতি কিছু কথা। আজকে সকাল বেলায় ঘুম থেকে ওঠার পরে অনেক ব্যস্ত সময় পার করছিলাম। তাই সন্ধ্যার দিকে আমি যখন পোস্ট করতে বসলাম তখন কোন পোস্ট খুঁজে পাচ্ছিলাম না। তখন গেল কারেন্ট চলে তাই ভাবলাম পোস্ট সকালে করব। আমার জীবনে ফেলে আসা বন্ধুত্বের স্মৃতি নিয়ে আজকে পোস্ট করব। তবে চলুন নীচে ধাপে ধাপে শেয়ার করা যাক.....
বন্ধু মানেই আনন্দ। বন্ধু মানে হাসি খুশি। বন্ধু মানে আড্ডায় মেতে ওঠা। বন্ধু মানে খারাপ সময়ে পাশে থাকা। আসলে বন্ধুত্বের স্মৃতি কখনো ভোলা যায় না। স্কুল লাইফে বিদায় অনুষ্ঠানের দিনে আমরা বন্ধুরা একত্রিতভাবে কিছু ছবি উঠেছিলাম। আপনারা উপরের ছবিতে দেখতে পারছেন আমরা অনেকগুলো বন্ধু রয়েছি এর মধ্যে আমার সব থেকে দুইজন কাছের বন্ধু রয়েছে। একজন হচ্ছে মোঃ রাজিব আহমেদ। আরেকজন হচ্ছে মোঃ নাহিদ হাসান। আমি আমার বন্ধুদেরকে অনেক বিশ্বাস করি। আসলে বন্ধুদের সাথে অনেকদিন আড্ডা দেওয়া হয়নি অনেকদিন দেখা সাক্ষাৎ হয়নি।
এবার আপনারা দেখতে পারছেন আমি আপনাদের মাঝে শেয়ার করেছি আমার বান্ধবীদের ছবি। এর মধ্যে আমার সবাই অনেক কাছের বান্ধবী কিন্তু সব থেকে বেশি কাছের হচ্ছে খাদিজা খাতুন। আমার বান্ধবী খাদিজা তাকে আমি ভালো-মন্দ সব বিষয়ে কথা তাকে শেয়ার করতাম। অনেকদিন আমার বান্ধবী খাদিজার সাথে আবার দেখা হয়নি এবং কোথাও হয়নি। হয়তো খাদিজার বিয়ে হয়ে যাওয়ার কারণে সে অনেক ব্যস্ত সময় পার করছে।
আসলে বিদায় অনুষ্ঠানের দিনটি ছিল বন্ধু ও বান্ধবী সবাই একসাথে দেখা হওয়ার শেষ দিন। তারপর থেকে আমি আজও ওই দিনটাকে মিস করি। আপনারা সেলফিতে দেখতে পারছেন আমার সাথে রয়েছে আমার বন্ধু মোঃ ইমন রেজা। আমার বন্ধু ইমন এর স্টিমেট একাউন্টের নাম @emonv । মোঃ ইমন রেজা হচ্ছে "আমার বাংলা ব্লগের" একজন ভেরিফাইড ইউজার। এখনো আমার সাথে ইমন প্রায় দিনই দেখা হয়।
আমার একজন বন্ধু মোঃ সোহাগ রেজা বাইক এক্সিডেন্ট করেছিল। আমরা তার কিছুদিন পরে সবাই মিলে একসাথে দেখতে গিয়েছিলাম বন্ধুকে। হয়তো আর কখনো সব বন্ধু এইভাবে একসাথে হতে পারবো না এখন সবাই সবার কর্মস্থল নিয়ে ব্যস্ত রয়েছে।
আপনারা যে ছবিটা উপরে দেখতে পারছেন এই ছবিটা হচ্ছে ২০১৬ সালের। আমাদের স্কুল থেকে পিকনিকে নিয়ে যাওয়া হয়েছিল স্বপ্নপুর। সেখানে গিয়ে আমরা বন্ধুরা মিলে সবাই একত্রিত হয়ে ছবি উঠেছিলাম। আসলে বন্ধুত্বের বাঁধন কখনো ভোলা যায় না। আপনারা আমাদের সকলের জন্য দোয়া করবেন যাতে খুব শীঘ্রই আমরা আবারও একসাথে দেখা করতে পারি।
🤝আমার নিজের পরিচয়🤝
আমি কিবরিয়া ব্লগ। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বর্তমান দশম শ্রেণীর ছাত্র। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি।সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
আপনার পুরো পোস্টটি পড়ে সত্যি খুব ভালো লাগলো। আসলে বন্ধুত্বের স্মৃতি কখনো ভুলা যায় না। আপনাদের বন্ধুত্বের স্মৃতিগুলো খুব চমৎকারভাবে পোস্টের মাধ্যমে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আসলে খুবই দুর্দান্ত হয়েছে। এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
অনেক ধন্যবাদ ভাই মূল্যবান মতামত শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ মামা মূল্যবান মতামত শেয়ার করার জন্য।
বন্ধুত্বের অনেক স্মৃতি পড়ে থাকে অতি গোপনে, হয়তো সুযোগ পেলে সেটা ভাসমান হয়, যেমনটি আমার বাংলা ব্লগ প্রতিযোগিতার মাধ্যমে আপনি আমাদের সাথে তুলে ধরেছেন ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ ভাই এত সুন্দর গঠনমূলক মতামত শেয়ার করার জন্য।
আপনাকে ও অনেক অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর করে আমার মন্তব্যের ফিডব্যাক দেয়ার জন্য।
সত্যি বলতে স্কুল জীবনের বন্ধুত্ব কখনো ভুলা যায় না। সারা জীবন সেই স্মৃতি থেকে যায়। আপনি একদম ঠিকই বলেছেন বন্ধু মানেই আনন্দ। বন্ধু মানেই হাসি খুশি। বন্ধু মানেই আড্ডায় মেতে উঠা। বন্ধু মানেই খারাপ সময়ে পাশে থাকা। আমি দোয়া করি আপনারা সব বন্ধুরা যেন আবার একসাথে হতে পারেন।
ঠিক বলেছেন ভাই আপনি স্কুল জীবনের বন্ধুত্ব কখনো ভুলা যায় না। আপনার দোয়া যেন সব সময় সাথে থাকে ভাই।
হাইস্কুল জীবন টা মানুষ সারাজীবন মনে রাখে।আর এই সময়ের বন্ধুগুলোও ভোলা যায়না।দোয়া করি খুব শীঘ্রই আপনাদের আবার দেখা হবে।শুভ কামনা রইল।
দোয়া রাখেন ভাই যেন খুব শীঘ্রই আবারো বন্ধুদের সাথে দেখা হয়।
স্কুল জীবনের বন্ধুত্বের কথা জীবনের সব সময় মনে পড়বে। আপনার স্কুল জীবনের বান্ধবী খাদিজার সাথে ভালো বন্ধুত্ব ছিল। কিন্তু বিদায় অনুষ্ঠানের পরে তার সাথে আর তেমন যোগাযোগ হয়নি আপনার। সত্যিই স্কুল জীবনের বন্ধুত্ব কথা লিখে শেষ করা যাবে না। অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। আপনার অনেক অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।
হাই স্কুল জীবনে আমার সব থেকে কাছের বান্ধবী ছিল খাদিজা আমি তাকে আমার পার্সোনাল বিষয়ে কথা বলতাম।