লেভেল ৪ হতে আমার অর্জন - By @kibreay001 (১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য ) ।
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি
আজকে(বুধবার-০৯,মার্চ-০৩-২০২২)
ইতিপূর্বে আমি আমার বাংলা ব্লগ কমিউনিটির লেভেল-৩ এর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। এরপর লেভেল-৪ এর জন্য আমি @abb-school ক্লাস করেছি এবং লেভেল-৪ এর লেকচার শীট পড়েছে। লেভেল-৪ আমাদের @nusuranur আপু @moh.arif ভাইয়া অনেক সুন্দর ভাবে ক্লাস নিয়েছেন। আমি লেভেল-৪ যে সকল বিষয় শিক্ষা গ্রহণ করেছি তা আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি।
p2p Transfer বলতে আমরা বুঝি একজন ব্যক্তির একাউন্ট থেকে অন্য জন ব্যক্তির একাউন্টে steem/sbd/trx Transfer করা বুঝে থাকি। p2p Transfer করার ক্ষেত্রে অবশ্যই মেমোতে আমাদের উদ্দেশ্য লিখতে হবে। কিন্তু আমার বাংলা ব্লগ কমিউনিটি তে p2p Transfer করা একেবারে নিষিদ্ধ। আমারা যে সকল ইউজার কাজ করি একজনের একাউন্ট থেকে অন্যজনের একাউন্টে p2p Transfer করা একেবারে নিষিদ্ধ।
প্রথমে আমাদেরকে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
উপরের ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো তথ্য চেয়েছে সঠিকভাবে দিতে হবে তথ্যগুলো।
ই-মেইল অ্যাড্রেস এর ঘরে আমার নিজের ই-মেইলটি আমি বসিয়ে দিলাম। নিচে পাসওয়ার্ড এর ঘরে পাসওয়ার্ড বসিয়ে দিলাম। তার নিচে কনফার্মেশন পাসওয়ার্ডের ঘরে একই পাসওয়ার্ড বসিয়ে দিলাম।পাসওয়ার্ড দেওয়ার সময় লক্ষ্য করতে হবে সেটা সর্বনিম্ন ৮ অক্ষরের হয়। ই-মেইলটি অবশ্যই আপনার নিজের হতে হবে। তার নিচে একটি রেফার কোড এর ঘর দেখতে পারছেন। যদি আপনার কাছে রেফার কোড থাকে তাহলে দিবেন ফাঁকা থাকলেও কোন সমস্যা নেই। তার নিচে একটি ঘরে লিখা আছে ক্লিক টু ভেরিফাই ওখানে ক্লিক করে ভেরিফাই করে নিতে হবে। তার নিচে ছোট্ট একটি ফাঁকা ঘর দেখা যাচ্ছে ওখানে টিক চিহ্ন দিয়ে দিতে হবে। তারপরে নিচে সাইনআপ অপশনে ক্লিক করতে হবে।
এরপরে ই-মেইল এ একটা কনফারমেশন লিংক চলে গেছে সেই লিঙ্কে ক্লিক করলেই অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে।
তারপরে পূর্বে দেওয়া ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে ক্লিক টু ভেরিফাই অপশনে মেরে ভেরিফাই করার পর একাউন্ট লগইন করে নিতে হবে।
এবার আমি আমার ইউএসডিটি গুলো টিয়ার এক্স এ কনভার্ট করেছে। কেননা আমার দুইটি টিয়ার এক্স ইউএসডিটি তে কনভার্ট হয়েছে না তাই।
আপনাকে লেভেল - ৪ ট্যাগ দিয়েছি।আশা করছি এখন থেকে অবশ্যই সকল নিয়ম মেনে চলবেন এবং একটিভিটিস বৃদ্ধি করবেন।
শুভকামনা রইলো।
ইনশাআল্লাহ এখন থেকে সকল নিয়ম মেনে চলার চেষ্টা করব। অনেক ধন্যবাদ আপু এত সুন্দর মতামত প্রদান করার জন্য।
level-4 হতে আপনার অর্জনগুলো খুব চমৎকার ভাবে উপস্থাপন করেছেন। দেখে মনে হচ্ছে আপনি খুবই সতর্কতার সহিত ক্লাসগুলো সম্পন্ন করেছেন। শুধু তাই নয় নিজে নিজেই অনুশীলনও করেছিলেন। আপনার জন্য শুভকামনা রইল।
এত সুন্দর ভাবে মতামত প্রদান করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।
আপনাকেও ধন্যবাদ শ্রদ্ধেয়।
লেভেল ৪ হতে অনেক কিছু অর্জন করেছেন দেখছি খুব ভালো পরীক্ষা দিয়েছেন প্রতিটি স্টেপ খুব সুন্দর করে বর্ণনা দিয়েছেন শুভকামনা রইল আপনার জন্য
ধন্যবাদ ভাইয়া আপনাকে এত সুন্দর মতামত প্রদান করার জন্য।
আমার বাংলা ব্লগের এক্সাম এ আপনাকে স্বাগতম। আপনি লেবেল-4 পরীক্ষায় স্টিম কিভাবে এক্সচেঞ্জার এর মাধ্যমে এক্সচেঞ্জ করতে হয় এই বিষয়টা অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। আপনার জন্য দোয়া করি ভাই আপনি খুব দ্রুতই ভেরিফাইড মেম্বার হয়ে যান ধন্যবাদ আপনাকে।
এত সুন্দর ভাবে মতামত প্রদান প্রদান করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।
ধন্য হোক আমার বাংলা ব্লগ কমিউনিটি আর ধন্য হোক এবিবি স্কুল। তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা সুন্দর ভাবে একজন প্রফেশনাল ব্লগারে তৈরি হইতেছি। আশা করতেছি খুব তাড়াতাড়ি আপনি একজন ভেরিফাইড মেম্বার এ পরিণত হয়ে আমাদের সাথে কাজ করুন এই কামনা করি।
এত সুন্দর ভাবে মতামত প্রদান করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ শুভকামনা রইল আপনার জন্য।
আপনার পোষ্টটি পড়ে বুঝতে পারলাম আমি লেভেল -৪ এর ক্লাসটা খুব চমৎকার করে করেছেন এবং প্রত্যেকটি বিষয় খুব ভালোভাবে আয়ত্ত করেছেন। আপনি ইন্টারনাল এবং এক্সটারনাল মার্কেট সম্বন্ধে ভালো জ্ঞান অর্জন করেছেন। কিভাবে sbd কে steem convert করতে হয় এবং poloniex এক্সচেঞ্জ সাইটে কিভাবে steem কে কিভাবে usdt তে convert করতে হয় ভালোভাবে বর্ণনা করেছেন। আমি এভাবেই পরবর্তী লেভেলে ভালোভাবে শিখে আপনার কাজের ধারাবাহিকতা অব্যাহত রাখবেন প্রত্যাশা করছি। শুভকামনা রইল আপনার জন্য।
অনেক ধন্যবাদ এত সুন্দর মতামত প্রদান করার জন্য।
লেবেল ফোর এর ক্লাসগুলো এবিপি স্কুল থেকে আপনি অনেক সুন্দর ভাবে অর্জন করেছে । আপনার পোষ্টের মাধ্যমে বোঝা যাইতেছে আপনি অনেক সুন্দর ভাবে ক্লাস করার সঙ্গে সঙ্গে সুন্দরভাবে পোষ্ট করেছেন ।
আশা করি পরবর্তী লেভেল গুলো ভালো ভাবে পার হয়ে আসতে পারবেন
অনেক ধন্যবাদ ভাইয়া মতামত প্রদান করার জন্য।
এবিবি স্কুল থেকে ক্লাস করে সেই ক্লাসের প্রশ্নের উত্তর আপনি অনেক সুন্দর ভাবে দেওয়ার চেষ্টা করেছেন। আপনি যেন খুব তাড়াতাড়ি ভেরিফাইড মেম্বার হয়ে যেতে পারেন, সেটাই দোয়া করি ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর করে মতামত প্রদান করার জন্য।
আপনি লেবেল ফোর এর পরীক্ষা দিয়েছেন দেখে খুবই ভাল লেগেছে। ক্লাসগুলো করে আমি নিজেও অনেক কিছু শিখতে পেরেছি। আমি আশা করি আপনি নিজেও অনেক কিছু শিখতে পেরেছেন। আর মাত্র একটি পরীক্ষা দেওয়ার পর আপনি ভেরিফাইড হয়ে যাবেন। আপনার জন্য শুভকামনা রইল।
ধন্যবাদ ভাইয়া আপনাকে। আমার জন্য দোয়া করেন যাতে তাড়াতাড়ি ভেরিফাইড হয়ে যেতে পারি।
বেশ ভালো উপস্থাপনা ছিল আপনার। দেখে বোঝা যাচ্ছে লেবেল ফোর থেকে প্রত্যেকটি বিষয়ে খুব ভালোভাবে আয়ত্ত করেছেন আপনি। এগিয়ে চলুন এভাবেই আপনার পরবর্তী লেভেলের জন্য শুভকামনা রইল।
মতামত প্রদান করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।