Diy ড্রয়িং/ একটি স্কুলের দৃশ্য অংকন / (১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )।

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো..
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি
আজকে(মঙ্গলবার, জানুয়ারি-১৮-২০২২)

আসলামু আলাইকুম আমার স্ট্রিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001। আজকে আপনাদের মাঝে একটি স্কুলের দৃশ্য অংকন নিয়ে হয়েছে। চলো তবে স্কুলের দৃশ্যগুলো ধাপে ধাপে শেয়ার করা যায়.....

সর্বশেষ মূলক ছবি

IMG_20220110_221527.jpg

স্কুলের দৃশ্য অংকন এর প্রয়োজনীয় উপকরণ

১. স্কেল
২. এ ফোর পেপার
৩. রুল
৪. রাবার
৫. জেল কলম

🏘️ধাপ -১🏘️

IMG_20220110_201504.jpg

ধাপ ওয়ানে আপনারা দেখতে পাচ্ছেন একটি এ ফোর পেপার রুল রাবার জেল কলম ও স্কেল এর ছবি আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে

🏘️ধাপ-২ 🏘️

IMG_20220110_203801.jpg

সোজাসুজি স্কেল ধরে আমরা খাতার দুপাশে রুল দিয়ে কিছু অংশ দাগ টেনে নিয়েছি। স্কুল তৈরির কাজ শুরু করে দিয়েছি

🏘️ধাপ-৩ 🏘️

IMG_20220110_205802.jpg

এর আগের ধাপে ছবিটাতে স্কুলের মাথার উপরের অংশটা ফাঁকা ছিলো কিন্তু এই ধাপে স্কুলের মাথার অংশটা পুরোটাই ঢেকে দিয়েছে

🏘️ধাপ-৪🏘️

IMG_20220110_210352.jpg

স্কুলের ভিতরের অংশটাতে তালা তৈরি কাজ শুরু করেছে এবং বর্ডার বললেও ভুল হবে না বর্ডার তৈরীর কাজ শুরু করে দিয়েছি।

🏘️ধাপ-৫🏘️

IMG_20220110_211513.jpg

স্কুলের তালা বা বর্ডার তৈরির পরে স্কুলের সিঁড়ি এবং মেনগেট তৈরীর কাজ সম্পন্ন করেছি।

🏘️ধাপ-৬🏘️

IMG_20220110_212708.jpg

স্কুলের প্রত্যেকটা রুমের জানালা দরজার কাজ শুরু করেছি ।

🏘️ধাপ-৭🏘️

IMG_20220110_213835.jpg

এবার স্কুলের মাথার উপরে একটি পতাকা দিয়েছি। যেটা আমাদের স্বাধীন বাংলাদেশের লাল সবুজের পতাকা। এই লাল-সবুজ পতাকার কারণেই আমরা আজ বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে পারছি।

🏘️ধাপ-৮🏘️

IMG_20220110_215928.jpg

স্কুলের দুই পাশের জানালায় এবং দরজায় রং করা সম্পন্ন হয়েছে এবং মেন গেটে এবং পতাকা স্ট্যান্ডে রং করা বাহারুল দিয়ে কালি করা সম্পন্ন হয়েছে

🏘️ধাপ-৯🏘️

IMG_20220110_220755.jpg

এবার আমাদের স্কুলের ভেতরের অংশটা পুরোপুরি রং করা রুল দিয়ে কালি করা সম্পূর্ণ হয়ে গেছে।

🏘️ধাপ-১০🏘️

IMG_20220110_221527.jpg

এই ধাপে রয়েছে উপরের ছাদের পুরো অংশটা রং করেছি বা রুল দিয়ে খালি করেছে। এবং আমার নিজের স্বাক্ষর দিয়েছি।

🏘️ধাপ -১১🏘️

IMG_20220111_183653.jpg

এবার আমার নিজের সাথে ইস্কুলের দৃশ্যরএকটি ছবি

IMG_20220117_193436.jpg

সর্বশেষে আমি এই স্কুলটার নাম দিয়েছি এবিবি স্কুল/abb-school

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য)

Sort:  
 3 years ago 

ভাইয়া আপনার স্কুলের ছবিটি দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। স্কুল লাইফটা অনেক ভালো কেটেছে। সেই সময় বুঝতে পারতাম না। এখন অনেক মিস করি ওই সময়টাকে। আপনার স্কুলের আর্টটি খুবই সুন্দর হয়েছে। আপনি খুব চমৎকার করে স্কুলের আর্টটি করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আমি ইস্কুল লাইফটা অনেক সুন্দর ভাবে উপভোগ করছি এখনো। আশা করি আরও সুন্দর ভাবে স্কুল লাইফ টা উপভোগ করার চেষ্টা করবো।

 3 years ago (edited)

আপনার আর্টিস্ট অত্যান্ত অসাধারণ হয়েছে। খুব স্পষ্টভাবে দক্ষতার সহিত আর্টিস্ট সম্পন্ন করেছেন। এবং ধাপগুলো খুব চমৎকার ভাবে উপস্থাপন করেছেন ।আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপনার মতামত জানানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনার মতামত শুনে আমার খুব ভালো লাগলো।

একটি স্কুলের দৃশ্য অংকন টি খুব ভালো হয়েছে। আসলে আমাদের আর্ট করতে করতেই একটি পুনাঙ্গ ভাবে আর্ট করতে শিখে যাবো। আপনার সৃজনশীলতা আমার কাছে অনেক ভালো লেগেছে। একটি স্কুলের দৃশ্য অংকন সম্পর্কে অসাধারণ বর্নণা ছিল। শুভকামনা আপনার জন‍্য।

 3 years ago 

মতামত দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনার মতামত শুনে আমার খুব ভালো লাগলো। আশা করি পরবর্তীতে আরও সুন্দরভাবে ধাপে ধাপে দেওয়ার চেষ্টা করবো।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 61199.00
ETH 2393.68
USDT 1.00
SBD 2.56