কফি খাওয়ার আড্ডা
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (১০-০৫-২০২৩)
আসলামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছে কফি খাওয়া আড্ডা । ঈদের ছুটিতে সবাই বেড়াতে এসেছিল সবাই মিলে আমরা কফি খেতে গিয়েছিলাম। আসলে আমাদের কাছে মোটরবাইক ছিল মোট দুইটা। আমরা প্রত্যেকটি মোটর বাইকে তিনজন করে মোট ৬ জন লোক গিয়েছিলাম। আসলে সেদিন আমরা বেশ মজা করে কফি খেয়েছিলাম। আমাদের গ্রামের পাশে বামুন্দি বাজারে কফি খেয়েছিলাম। আসলে আমার কাছে খেতে বেশ ভালো লেগেছিল। আপনারা উপরে ছবি দিতে তাকালে লক্ষ্য করতে পারবেন আমরা গেটের ছবি তুলে আপনাদের মাঝে শেয়ার করেছে। তবে চলুন আজকের পোস্ট শেয়ার করা যাক......
প্রথমে আপনারা উপরের ছবির দিকে তাকালে বেশ কিছু মোটরবাইক দেখতে পারবেন। আসলে এখানে সবাই এসেছে কফি খাওয়ার জন্য তাই মোটরবাইক রাখার জন্য একটি নির্দিষ্ট জায়গা বরাদ্দ ছিল। আসলে আমার কাছে এই জায়গাটি বেশ ভালো লাগে। আমি এই জায়গাটি অনেক আগে থেকেই চিনতাম। চারি সাড়ে অনেক সুন্দর ভাবে লাইটিং করা রয়েছে।
আপনার উপরের ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন চারি সাইডে অনেক সুন্দর ভাবে বিভিন্ন ধরনের লাইটিং করা রয়েছে। কফি হাউজে ঢোকার সময়ে মেনু টাঙানো রয়েছে সেখান থেকে দেখে আমরা কফি অর্ডার করেছিলাম। প্রত্যেক কাপ কফির দাম ছিল ৪০ টাকা করে। আমরা ছয় জন লোক ছিলাম তাই ছয় কাপ কফি অর্ডার করেছিলাম। আসলে আমরা কফি খেতে গিয়েছিলাম সন্ধ্যাবেলের দিকে। জায়গাটি আমার কাছে বেশ ভালো লাগে।
আমরা সেখানে কিছুক্ষণ বসে থাকার পরে আমাদের সামনে কফি নিয়ে আসে। আপনারা উপরে ছবির দিকে তাকালে কফি দেখতে পারবেন। আমি অনেক সুন্দর ভাবে ছবি তুলে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছি। আসলে এই জায়গার পরিবেশটাও আমার কাছে বেশ ভালো লেগেছিল। আমি মনে করি এমন জায়গা আমাদের দেশে প্রায় প্রত্যেকটি এলাকায় থাকা দরকার।
এবার আপনারা দেখতে পাচ্ছেন সবার শেষে আমি অনেক সুন্দর ভাবে চায়ের কাপ হাতে নিয়ে সেলফি তুলে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি পোস্টে আপনাদের সকলের কাছে ভালো লাগবে। সকলের মতামত নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন সকলের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল।
আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বর্তমানে একাদশ শ্রেণীর ছাত্র। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে ঘোরাঘুরি করা। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness
OR
https://twitter.com/GKibreay/status/1656215749105700864?t=5PS9F01Z_2_MM5WoC9L_Vg&s=19
আপনার সন্ধ্যা বেলায় কফি খেতে যাওয়ার মুহূর্ত গুলো পড়ে বেশ ভালো লাগলো। আসলে এভাবে সবাই মিলে কোথাও কোন কিছু খেতে গেলে বেশ ভালই লাগে। যাইহোক আপনার পোস্টটি পড়ে ভালো লাগলো ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ এত সুন্দর গঠনমূলক মতামত শেয়ার করে পাশে থাকার জন্য।
আসলেই পরবর্তী সময়ে আমরা সবাই অনেক ঘোরাঘুরি করেছি এবং অনেক মজা করেছি বিশেষ করে অনেকদিন পর দেখা হওয়া বন্ধুদের সাথে সবথেকে ভালো সময় পার করা সম্ভব।।
সবাই মিলে ঘুরতে গিয়ে কফি হাউজের কফি খেয়ে অনেক ভালো সময় পার করেছেন আশা করছি।।
ঠিক বলেছেন ভাই আসলে সবাই আমারে ঘোরাফেরা করি অল্প একটু কম আর বেশি। ধন্যবাদ মূল্যবান মতামত শেয়ার করার জন্য।
আমরাও আপনার মত মাঝে মাঝে বিকেল বা সন্ধ্যা মুহূর্তে সুন্দর পরিবেশে কফি খাওয়ার আড্ডায় মেতে উঠি । আসলে এই মুহূর্তগুলো দারুন যেটা আপনি খুব সুন্দর ভাবে আমাদের সাথে শেয়ার করেছেন ।পরিবেশটা অনেক সুন্দর ছিল ভালো লেগেছে।
ঠিক বলেছেন ভাই আপনি আসলে এই মুহূর্তটা আমার কাছে বেশ দারুন লেগেছিল।
আপনারা ছয়জন মিলে কফি খেতে খেতে তো ভালোই আড্ডা দিয়েছেন দেখতে পাচ্ছি। রেস্টুরেন্ট এত সুন্দর ভাবে লাইটিং করার জন্য দেখতে খুব ভালো লাগছে। এমন রেস্টুরেন্টে রাতের বেলা খাওয়া করতে অনেক ভালো লাগে। আপনাদের কফি দেখে তো খুব খেতে ইচ্ছে করছে। এভাবে সবাই মিলে কফি খেতে আর আড্ডা দিতে খুব ভালো লাগে। ধন্যবাদ আপনাদের সুন্দর মুহূর্ত এভাবে শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন আপু আপনি আমারে মোট ছয়জন মিলে কফি খেতে গিয়েছিলাম। ধন্যবাদ মূল্যবান মতামত শেয়ার করার জন্য।
লাইটিং করা জায়গাটি দেখতে সত্যি খুবই সুন্দর লাগছে। কফি পান করার জন্য অনেক মানুষ মোটরবাইক করে এসেছে ওখানে, এটা জেনে খুবই ভালো লাগলো আমার। ছয় জন মিলে কফি খাওয়ার অত্যন্ত আনন্দের মুহূর্তটুকু আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ
ঠিক বলেছেন মামা আপনি জায়গাটা আমার কাছে দেখতে বেশ ভালো লেগেছিল। ধন্যবাদ এত সুন্দর মূল্যবান মতামত শেয়ার করার জন্য।
বামুন্দি বাজার বেশ সুন্দর নাম তো।তাছাড়া অনেক বড় জায়গা জুড়ে জমকালো একটি পরিবেশ।অনেক ধরনের ফাস্টফুডের ব্যবস্থা রয়েছে মনে হচ্ছে।যদিও আমার কাছে আপনার কফির দামটা একটু বেশিই মনে হয়েছে।ধন্যবাদ ভাইয়া।
ঠিক বলেছেন আপু আপনি বামুন্দি নামটা বেশ সুন্দর। ধন্যবাদ মূল্যবান মতামত শেয়ার করে পাশে থাকার জন্য।
এক কথা বলতে আপনারা ছয় জন গিয়ে কফি হাউজের খুব সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছেন যেগুলো আপনার ফটোগ্রাফি দেখলে বোঝা যাচ্ছে এবং লাইটিং করার জন্য আরো জায়গাটি বেশি সুন্দর দেখাচ্ছে।
অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর মতামত শেয়ার করার জন্য।
বন্ধুদের সাথে সন্ধ্যাকালীন মুহূর্তে যে কোন কফি শপ অথবা চায়ের দোকানে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া মজাই আলাদা। ঠিক তেমনি একটি বিষয় আজ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই এত সুন্দর একটি পোস্ট পড়ে আমার খুবই ভালো লেগেছে আশা করি পরবর্তীতে এই জাতীয় ভালো লাগাগুলো আমাদের মাঝে শেয়ার করবেন এবং ভাগাভাগি করে নিবেন।
ধন্যবাদ মামা এত সুন্দর ভাবে আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।