ট্রন জমানোর সপ্তম সপ্তাহ।
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (১২-০২-২০২৩)
আসলামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি ট্রন জমানোর সপ্তম সপ্তাহ। আজকে সকাল বেলায় ঘুম থেকে উঠে অল্প কিছু কমেন্ট করে ফ্রেশ হয়ে খাওয়া-দাওয়া শেষ করে কলেজের উদ্দেশ্যে রওনা দিয়ে ছিলাম। কলেজ থেকে বাসায় ফিরতে প্রায় তিনটা বেজে যায়। গোসল করে খাওয়া-দাওয়া শেষ করে একটু ঘুমিয়েছি। তারপরে দেখি মামা মোবাইল ফোনে দুইবার ফোন দিয়েছে। মামাকে ফোন দেওয়ার পরে মামা আমাকে বলল একটু রেডি হও বাইরে যেতে হবে। তারপরে মামা এসে আমাকে বনফুড ভিলেজে নিয়ে গেল। সেখানে গিয়ে আমি আর মামা খাওয়া-দাওয়া শেষ করে আবারো বাসায় ফিরে এলাম। তারপরে লেখাপড়া করছিলাম। তার কিছুক্ষণ পরে আবারও রবিবারের আড্ডায় যোগ দিয়েছিলাম। তারপরে মনে হলো আজকে একটা পোস্ট করা দরকার। তাই চলে এলাম আপনাদের মাঝে। তবে চলুন নিছে ধাপে ধাপে শেয়ার করা যাক..............
ট্রন ডিপোজিট করার পূর্বে আমার ট্রন ওয়ালেটের ব্যালান্স এর স্ক্রিনশট।
উপরের ছবি দেখে আপনারা লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন আমি আমার ট্রন ওয়ালেট অনেক সুন্দর ভাবে স্ক্রিনশট মেরে আপনাদের মাঝে শেয়ার করেছি। সেখানে মাত্র ১৩০ ট্রন রয়েছে।
ট্রন ডিপোজিট করার সময় স্ক্রিনশট।
ট্রন ডিপোজিট এর পরে আমার ওয়ালেটের ব্যালান্স এর স্ক্রিনশট।
এবার আপনাদের উপরের ছবির দিখে লক্ষ্য করে দেখতে পারবেন যেখানে আগে ১৩০ ট্রন দেখাচ্ছিল এখন সেখানে মাত্র ১৪০ ট্রন হয়ে গিয়েছে। সপ্তম সপ্তাহে আমি আপনাদের মাঝে মাত্র ১০ ট্রন জমিয়ে শেয়ার করলাম। আশা করি আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন সকলের জন্য শুভকামনা রইল।
🤝আমার নিজের পরিচয়🤝
আমি কিবরিয়া ব্লগ। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বর্তমান একাদশ শ্রেণীর ছাত্র। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি।সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness
OR
অনেক ভালো একটি উদ্যোগ গ্রহণ করেছেন। এ ধারাবাহিকতা আপনি যদি ধরে রাখতে পারেন একসময় দেখবেন অনেকগুলো tron জমা হয়েছে। সেই পাওয়াটা অনেক বড় সফলতায় পৌঁছে দেবে।
ঠিক বলেছেন ভাই। ধারা বাহিকতা বজায় রাখার জন্য আপ্রাণ চেষ্টা করব। ঠিক বলেছেন আস্তে আস্তে অনেকগুলো টোন হয়ে গেলে অনেক বড় একটা ইনভেস্ট হয়ে যাবে ভাইয়া।
ট্রন টোকেন জমানো ভালো একটি উদ্যোগ এবং আমি নিজেও জমাচ্ছি এবং এতে করে ফিউচারে ভালো কিছু ফিডব্যাক পাওয়া যেতে পারে। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে তুলে ধরার জন্য।
ঠিক বলেছেন ভাই নিজের ভবিষ্যতের জন্য একটা ভালো কিছু পাওয়া যেতে পারে যদি আমরা এমন ধারাবাহিকভাবে জমাতে পারি।
জি ভাই আমি নিজেও জমাই আশা করছি আপনিও জমিয়ে নিজের জন্য কিছু হলেও ট্রন টোকেন ভবিষ্যতের জন্য রেখে দিবেন।
জি ভাইয়া