মামার বিয়ের জন্য টু স্টার ফুল মেলায় ফুল কিনতে গিয়েছিলাম
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (৩০-১০-২০২২)
আসলামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি মামার বিয়ের জন্য ফুল কিনতে গিয়েছিলাম টু স্টার ফুল মেলায়। আসলে বিয়ের আগের দিন সকাল থেকেই অনেক ব্যস্ত সময় পার করছিলাম আমি। আমি এবং মামার ছোট ভাই মোটরসাইকেল নিয়ে চলে গিয়েছিলাম গাংনী বাজারে ফুলের দোকানে টু স্টার ফুল মেলায়। আমাদের গাংনী বাজার একটাই ফুলের দোকান আছে টু স্টার ফুল মেলা। অনেক দূর দূরান্ত থেকে মানুষ ফুল কিনতে আসে এই দোকানে। আমরা এসেছিলাম আমার মামার বিয়ের জন্য ফুল কিনতে। আসলে আমার মামাকে আপনারা সবাই চেনেন তিনি হচ্ছেন বাংলা ব্লগের ইউজার মোঃ তুহিন খান। মামার স্টিমেট আইডির নাম @tuhin002 । মামার বিয়েতে আমি অনেক মজা করেছিলাম। তবে চলুন নিচে শেয়ার করা যাক.......
আপনারা দেখতে পারছেন আমি প্রথমে যে পথ দিয়ে দোকানে প্রবেশ করেছিলাম। ওই পথের মাঝখানে দাঁড়িয়ে অনেক সুন্দর ভাবে দোকানের একটি ছবি আমার মোবাইলের ক্যামেরা বন্দী করে আপনাদের মাঝে শেয়ার করেছি। আসলে দোকানের ভিতরে অনেক সুন্দর ভাবে সাজানো রয়েছে। আসলে ওই দোকানে যেকোন মানুষ গেলে এত সুন্দর দেখে মুগ্ধ হয়ে যাবে। আমিও ঐদিন প্রথমবার গিয়েছিলাম টু স্টার ফুল মেলায়।
এবার আপনারা দেখতে পারছেন বিভিন্ন কালারের গোলাপ ফুল। আসলে গোলাপ ফুল গুলো দেখতে আমার কাছে অনেক ভালো লেগেছিল। আমরা মোট ১৪ টি গোলাপ ফুল কিনেছিলাম। প্রতিটি গোলাপ ফুলের দাম নিয়েছিল ৪৫ টাকা করে। ফুলের দাম শুনে আমি একটু অবাক হয়ে গিয়েছিলাম।
এবার আপনারা আরো কিছু ফুল দেখতে পারছেন আমি আপনাদের মাঝে শেয়ার করেছি ছবি তুলে। আসলে কিছু রজনীগন্ধা ফুল রয়েছে ও কিছু সূর্যমুখী ফুল রয়েছে। এই দুইটি ফুলের দাম আমাদেরকে বলেছিল মাত্র ৩৫ টাকা করে। আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে সূর্যমুখী ফুল। তাই আমরা সেখানে ১৪ টি রজনীগন্ধা আর ১৪ টি সূর্যমুখী ফুল কিনেছিলাম।
এবার আপনারা দেখতে পারছেন আমি সেখানে দাঁড়িয়ে অনেক সুন্দরভাবে একটি সেলফি তুলে আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। আসলে প্রত্যেকটি পোস্টের সাথে আমার ছবি দিতে আমি অনেক পছন্দ করি। তাই প্রায় পোস্টে আমি আমার সেলফি দিয়ে থাকি।
এবার আপনারা দেখতে পাচ্ছেন কিছু রজনীগন্ধা ফুল। আসলে আমি রজনীগন্ধা ফুলের অনেক কাছে এসে ছবি তুলে আপনাদের মাঝে শেয়ার করেছি এবার। আসলে আমি অনেক পছন্দ করতাম রজনীগন্ধা ফুল তাই বাসর ঘর সাজানোর জন্য রজনীগন্ধা ফুল কিনেছিলাম।
ফুল মেলার পাশে আরেকটি সাইনবোর্ড টাঙানো ছিল দোকানের। আমি সেই সাইনবোর্ডের ছবি তুলে আপনাদের মাঝে শেয়ার করেছি আপনারা দেখতে পারছেন। আসলে বাসর ঘর সাজানোর জন্য আমাদের মোট ৩৫৭০ টাকার ফুল লেগেছিল। মামার বিয়েতে যে আমি কি মজা করেছিলাম আর বলে বোঝানো যাবে না। আশা করি আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সকলের জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে।
🤝আমার নিজের পরিচয়🤝
আমি কিবরিয়া ব্লগ। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বর্তমান দশম শ্রেণীর ছাত্র। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি।সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness
OR
মামার বিয়ের জন্য দারুন কিছু ফুল কিনেছিলেন দেখছি।৩৫৭০ টাকা খরচ হয়েছে তাতে কি বাসর ঘর সাজানোর জন্য তো আশা করি টাকাগুলোর থেকে বেশি পেয়ে গিয়েছেন। আসলে সূর্যমুখী ফুল এবং রজনীগন্ধা ফুল দিয়ে বাসর ঘর সাজালে সেটা দেখতে অনেক সুন্দর দেখায়।
অনেক বেশি টাকা পেয়েছিলাম মামা।
ঠিক বলেছেন মামা আমি তো সব সময় চেয়ারে বসে ছিলাম। মামা টাকাগুলো তো তোমার শাশুড়ির কাছ থেকে নিয়েছিলাম।
আপনারা অনেক টাকার ফুল কিনেছেন। টু স্টার ফুলের দোকান দেখেই বোঝা যাচ্ছে বেশ বড়সড়ো ফুলের দোকান। মামার বিয়ের ছবি দিলে দেখতে পারতাম মামার বউকে। বেশ এনজয় করেছেন নতুন বর ও কনের জন্য অনেক অনেক শুভকামনা রইল।
ধন্যবাদ আপু মূল্যবান মতামত প্রদান করার জন্য।
টুইস্টার ফুল মেলায় তো দেখছি অনেক সুন্দর সুন্দর ফুল পাওয়া যায়। গোলাপ ফুলগুলোর দাম সবসময় একটু বেশি হয়ে থাকে। আর বাসর ঘর সাজাতে হলে গোলাপ ফুল গুলো তো লাগবেই। একটি দোকান হওয়াতে দাম মনে হয় একটু বেশিই ছিল। আপনার মামার বিয়ের জন্য অনেক সুন্দর সুন্দর ফুল কিনেছেন। ৩৫৭০ টাকার ফুল তো কমই কিনেছেন। মামার বিয়েতে অনেক মজা করেছেন শুনে ভালো লাগলো কারণ বিয়ের অনুষ্ঠানের মজা না করলে কি বিয়ে জমে। আপনার সব পোস্টের সাথে আপনার সেলফি থাকে এটা শুনে ভালো লাগলো।
ঠিক বলেছেন আপু অনেক সুন্দর সুন্দর ফুল পাওয়া যায়।
মামার বিয়ের জন্য এরকম ভাগ্নে থাকলে আসলে আর কিছু লাগে না। টু স্টার ফুল মেলা গেট দেখে যতটা ভালো লাগছে, তার থেকে অনেক ভালো লেগেছে দোকানের ফুল গুলো। বিভিন্ন কালারের গোলাপ ও রজনীগন্ধা ফুল গুলো অসাধারণ লাগছে। আসলে আপনি পোস্টের সাথে ছবিতে দিতে পছন্দ করেন জেনে অনেক ভালো লাগল। যাইহোক মামার বিয়েতে একটু পরিশ্রম হলেও আনন্দটা অনেক বেশি ছিল।
আমার মামা কিন্তু বাংলা ব্লগের ইউজার।
বিয়ে বাড়িতে ফুল একটি অতি প্রয়োজনীয় জিনিস। আর তা যদি ভ্যারিয়েশন না হয় আর টাটকা না হয় তবে হাজার আলোক সজ্জাতেও বিয়ে বাড়ি মলিন হয়ে যায়। যতই রঙিন আলো থাকুক,ফুলের জায়গা কেউ রিপ্লেস করতে পারবে না। এই দোকানের ফুলগুলো বেশ ভালো লাগলো।
ধন্যবাদ আপু মতামত প্রদান করার জন্য।
প্রথমে শুভেচ্ছা জানাই আপনার মামাকে। এরপর আপনাকে বলছি, আপনিতো ভাইয়া একের পর এক বিয়ে খেয়েই যাচ্ছেন একা একা।😂 আপনি ফুল কিনতে টু স্টার সাজ মেলায় গেলেন, মামার জন্য এমন ভাগ্নে হলে আর কিছু কি লাগে?? লাগে না। অনেক ভাল লাগলো। শেয়ার করে দেখার সুযোগ করে দেবার জন্য অনেক ধন্যবাদ।
পরবর্তীতে যদি আর কোন মামার বিয়ে খাই তাহলে আপনাকে দাওয়াত দিব আপু।
বিয়ে মানেই মনের মধ্যে অন্যরকম একটা অনুভূতি এবং তার সাথে অনেক দায়িত্ব। আর আপনি দায়িত্ব করে মামার বিয়েতে টু স্টার মেলা থেকে কিছু সময় কাটানোর পাশাপাশি অনেক সুন্দর কিছু ফুল কিনে নিয়ে গিয়েছেন।
আপনার জন্য শুভকামনা রইল
ঠিক বলেছেন ভাই সেই বিয়েতে আমি অনেক দায়িত্ব নিয়েছিলাম।
ভাইয়া আপনার মামার বিয়ের কথা শুনেছিলাম অনেক আগে। যায়হোক বিয়েটা তাহলে হয়ে গেলো, এটা জেনে ভাল লাগলো। টু স্টার ফুল মেলায় গোলাপের দাম শুনে আমি রীতিমত অবাক হয়ে গেলাম। যেখানে একটি গোলাপ দশটাকা বিশটাকা ছিল সেখানে ৪৫ টাকা করে রাখছে। কি যে বলবো বুঝতেছি না। স্টিমিট ছেড়ে ফুলের ব্যবসা করতে মন চাইতেছে। যায়হোক ৩৫৭০ টাকার মধ্যে আপনাদের ফুল কিনা শেষ হয়ে গেছে। ফুল দেখালেন বাসর ঘরের ছবিতো দেখলাম না হা হা হা। ধন্যবাদ ভাইয়া।
শুরু করে দেন ভাই ফুলের ব্যবসা।