পুকুরে মাছ মারা যাওয়ার ঘটনা
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (২৯-০৫-২০২৩)
আসলামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি পুকুরে মাছ মারা যাওয়ার ঘটনা । ঘটনাটি প্রায় ছয় থেকে সাত দিন আগে ঘটনা। আজকে সকাল বেলা থেকে বেশ ব্যস্ত সময় পার করছি। সকাল বেলায় ঘুম থেকে ওঠার পরে অল্প একটু ফোনে ফেসবুক মেসেঞ্জার চালিয়ে ছিলাম। তারপরে উঠে হাত মুখ ধুয়ে আবারও রুমের মধ্যে আসি। সকালবেলা থেকে খুবই গরম পড়া শুরু করেছে। ভাবলাম আজকের পোস্টটি খুবই সকাল সকাল করতে হবে যেহেতু আজকে খুব ব্যস্ত থাকবো। বাড়িতে আসার পর থেকে বাড়িতে অনেক কাজ বেধে গিয়েছে তাই বাড়ির কাছে অল্প একটু সাহায্য করছি। তবে চলুন নিচে আজকে আপনাদের মাঝে পোস্ট শেয়ার করা যাক.....
ঘটনাটি প্রায় ছয় থেকে সাত দিন আগে ঘটনা। এই ঘটনা নিয়ে দেখবেন মোস্তাফিজুর মামা একটি পোস্ট করেছে। সেই দিন সকাল বেলায় আমি ঘুমিয়ে ছিলাম। হঠাৎ দেখি মোস্তাফিজুর মামা আমার মোবাইল ফোনে ফোন দিয়েছে। মামা আমাকে ফোন দিয়ে বলে তোদের পুকুরে অনেক মাছ মারা যাচ্ছে। মামা তখন আমাকে বলে তাড়াতাড়ি পুকুরে যেতে। আমি ঘুম থেকে উঠে পুকুরের দিকে রওনা দিয়েছিলাম। বাড়ি থেকে পুকুরে যেতে আমার প্রায় পাঁচ থেকে সাত মিনিট সময় লেগেছিল। আমি পুকুরে পৌঁছানোর আগেই অনেক মানুষের মুখ থেকে শুনতে পাই পুকুরে নাকি অনেক মাছ মারা গিয়েছে। তারপরে আমি সেখানে গিয়ে আমার নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না পুকুরে এত মাছ মারা গেছে। সেখানে গিয়ে দেখতে পাই পুকুরের মধ্যে আমার ছোট নানা এবং মামা দুজন মিলে। যে সকল মাছগুলো পানির উপরে ভেসে উঠেছিল সেই মাছগুলো বস্তার মধ্যে নিতে ছিল। তারপরে পুকুরে নামার জন্য আমি মামাকে বলেছিলাম মামা আমাকে নিষেধ করেছিল পুকুরে নামতে। তাই তখন পুকুরে নাম আর হয়নি।
মামা পুকুরে নামার আগে ওষুধের দোকানদারের কাছে ফোন দিয়ে পুকুরের মধ্যে নেমেছিল। দোকানদার পুকুর পাড়ে তিন বক্স ঔষধ দিয়ে গিয়েছিল। ওষুধ গুলোর নাম হচ্ছে অক্সিজেন। পুকুরে মাছ যদি কোন সমস্যার কারণে মারা যায় অক্সিজেন দিলে সমস্যাটা কিছুদিনের জন্য হলেও দূর হয়। অক্সিজেন দিয়ে যাওয়ার পরে আমি এক বক্স অক্সিজেন পুকুরের চারি সাইডে সিটিয়ে পানির মধ্যে দিতে থাকি। আর কিছুক্ষণ পর দেখি মাছ আগের থেকে ভাষা কিছুটা কম হয়ে গিয়েছে। তারপর মামা আরেকজন লোকের কাছে ফোন দিয়ে মাছের জাল আনার জন্য বলে। তারপরে সেই লোক মাছের ঝাল এবং মাছের হাড়ি নিয়ে সেখানে পৌঁছায়। মামা বলছিল পুকুরে জাল টেনে অল্প কিছু মাছ পুকুর থেকে ধরে ফেলার কথা। সেখানে কিছু লোক নিষেধ করেছিল পুকুরে জাল টানার জন্য। পুকুরে জাল টানলে আরো মাছ মারা যাবে এই কারণে। এজন্য পুকুরে আর জাল টানা হয়ে ওঠেনি।
তারপরে সেখান থেকে কিছু মাছ নিয়ে বাড়িতে চলে যাওয়ার কথা বলে মামা। তারপরে আমি এবং মোস্তাফিজুর মামা দুজন মিলে বস্তায় কিছু মাছ লোড করে নিয়ে বাড়িতে চলে এসেছিলাম। ভেবেছিলাম দুজন মাছ হাতে করে ঝুলিয়ে বাড়িতে নিয়ে চলে আসতে পারবো। বস্তার মধ্যে মাছ একটু বেশি থাকার কারণে হাতে করে ঝুলিয়ে আর আনতে পারেনি অবশেষে বস্তা মাথায় নিতে হয়েছিল। আমি লাস্টে পায়ের স্যান্ডেল খুলে বস্তার মধ্যে নিয়েছিলাম। প্রত্যেক বছরে যদি এভাবে একজন কৃষকের মাছ মারা যায় তাহলে মাছ চাষ করা খুবই কষ্টকর হয়ে উঠবে। আশা করি পোস্টে আপনাদের সকলের কাছে ভালো লাগবে। সকলের মতামত নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল।
আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বর্তমানে একাদশ শ্রেণীর ছাত্র। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে ঘোরাঘুরি করা। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness
OR
পুকুরে মাছ মারা যাওয়ার বিষয়টা আমার কাছে খুবই বেদনাদায়ক লাগে । আসলে এই মাছ চাষ করা অনেক পরিশ্রমের । সেটি যদি এক নিমিষে এভাবে শেষ হয়ে যায় সেটা সত্যি মেনে নেওয়া খুবই কষ্টকর । জানিনা কেন আপনাদের পুকুরের মাছ গুলো মারা গিয়েছিল । তবে আমার কাছে ভীষণ খারাপ লেগেছে বিষয়টি ।আশা করছি খুব দ্রুতই আপনারা আপনাদের সমস্যা কাটিয়ে উঠতে পারবেন । ধন্যবাদ ।
আপু পুকুরের মাছগুলো মারা গিয়েছিল মূলত অক্সিজেনের অভাবের কারণে। ধন্যবাদ মূল্যবান মতামত শেয়ার করে উৎসাহিত করার জন্য।
https://twitter.com/GKibreay/status/1662986491591811072?t=KehOwbgwzheL7LP6cnBwjg&s=19
আসলে বাড়িতে গেলে এটা ওটা করতে করতে সময় টাকে কিভাবে পার হয়ে যায় বুঝে আসে না।।
পুকুরে মাছ মারা যাওয়ার কারণ এবং তার প্রতিষেধক নিয়ে খুব সুন্দর একটি আলোচনা করেছেন।।
মূলত সব থেকে বেশি সমস্যা হয় অক্সিজেনের অভাবে।।
তবে আপনাদের দিকে দেখি সবাই মাছ চাষে খুব ব্যস্ত।।
আপনাদের অঞ্চলটা একবার ভ্রমণ করতে হবে অন্তত মাছ দেখা এবং খাওয়ার জন্য হলেও।।
অবশ্যই ভাই চলে আসেন আমাদের অঞ্চল ভ্রমণ করতে। ধন্যবাদ মূল্যবান মতামত শেয়ার করার জন্য।
ঘুম থেকে উঠে যদি পুকুর পাড়ে যেয়ে অনেক মানুষের ভিড় পুকুর পাড়ে দেখেন তখন তো বুকের ভিতর কেমন যেন কেঁপে ওঠার কথা। তারপরও আপনি যেয়ে যে দৃশ্য দেখেছেন আসলে খারাপ লাগারই কথা ।আর কষ্ট করে পালন করা মাছগুলো এরকম মরে গেলে সত্যিই খুব খারাপ লাগে। কেন যে এরকম হলো কে জানে। আমি এরকম ঘটনা টিভিতে দেখেছি বাস্তবে দেখিনি। ঘটনাটা শুনে আসলেই খারাপ লাগলো।
ধন্যবাদ আপু মূল্যবান মতামত শেয়ার করে পাশে থাকার জন্য।
বিষয়টা আসলেই অনেক কষ্টের। কেননা একজন চাষীর চাষ করা মাছ যদি এভাবে মারা যেতে থাকে তাহলে সে অনেক ক্ষতির সম্মুখীন হয়ে যাবে। ভাগ্য ভাল ছিল ঐদিন আমি পুকুরের পাশ দিয়ে যাচ্ছিলাম না হলে তো দেখতেই পেতাম না।
ঠিক বলেছেন মামা আপনি আপনি যদি পুকুর পায়ে দিয়ে না যেতেন তাহলে হয়তো মারা যাওয়া মাছ গুলো আর খুঁজে পাওয়া যেত না।
পুকুরে মাছ মারা যাওয়ার কারণ নিয়ে খুব সুন্দর একটি পোস্ট লিখেছেন আপনি। নিজের চাষ করা অনেক পরিশ্রমের মাছ আসলে এভাবে মরে গেলে অনেক খারাপ লাগে। এরকম ঘটনা আসলে সামনাসামনি কখনো দেখিনি। সমস্যা যাতে খুব তাড়াতাড়ি কাটিয়ে উঠতে পারেন সে দোয়াই করি। আপনার জন্য শুভকামনা রইল।
ধন্যবাদ আপু আপনার মূল্যবান মতামত শেয়ার করে পাশে থাকার জন্য।