দিনলিপি // স্বপ্ন ছিল সত্যি হয়েছে // গ্রামের কিছু ইউজার নিয়ে বাংলা ব্লগ কমিউনিটির সদস্য গঠন

in আমার বাংলা ব্লগlast year (edited)

হ্যালো......
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (০৫-০৯-২০২৩)

IMG_20230905_011325.jpg

আসসালামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি স্বপ্ন ছিল সত্যি হয়েছে // গ্রামের কিছু ইউজার নিয়ে বাংলা ব্লগ কমিউনিটির সদস্য গঠন । সবার প্রথমে আমি ধন্যবাদ জানাই আমার বাংলা ব্লগ কমিউনিটির ফাউন্ডার @rme দাদাকে। আমরা সবাই মূলত আমাদের দাদার কারণেই এত সুন্দর একটা কমিউনিটি পেয়েছি। বাংলা ভাষার মানুষ পেয়েছি পাশাপাশি বাংলা ভাষায় ব্লগিং করতে পারছি সব থেকে বেশি ভালো লাগছে। আমাদের গ্রাম থেকে আরো কিছু ইউজার ছিল তারা এখন কাজ করা বন্ধ করে দিয়েছে। এখন আমরা মোট ১২ জন ইউজার আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যুক্ত রয়েছে। এখন বর্তমানে আমরা প্রত্যেকেই ভেরিফাইড মেম্বার।আশা করি এখনো আমাদের গ্রাম থেকে ইউজারের সংখ্যা ধীরে ধীরে বাড়তে থাকবে। আসলে লেখাপড়া করার উদ্দেশ্যে যেহেতু বাইরে থাকি বাড়িতে গেলে সবার সাথে দেখা হয় বেশ ভালো লাগে। আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল সদস্যকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল এডমিন মডারেটরগণকে। আশা করি এই পোস্টটিতে আমার বাংলা ব্লগ কমিটির সকল সদস্য তাদের নিজের মতামত শেয়ার করবে। সকলের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা জানিয়ে আমি পোস্ট লেখা শুরু করলাম......


ছবিনামস্টিমেট নামকমিউনিটিতে অবস্থানপেশাগত জীবন
IMG-20230903-WA0001.jpgমোঃ মোস্তাফিজুর রহমান@mostafezur001ভেরিফাইড মেম্বারশিক্ষক
IMG_20230904_190847.jpgমোঃ কিবরিয়া হোসেন@kibreay001ভেরিফাইড মেম্বারছাত্র
IMG-20230903-WA0000.jpgআবুল বাশার খাইরুল আলম তুহিন@tuhin002ভেরিফাইড মেম্বারছাত্র
IMG_20230903_110023.jpgমোঃ ইমন রেজা@emonvভেরিফাইড মেম্বারছাত্র
IMG_20221119_122328520_BURST0002.jpgমোঃ নাজিবুল ইসলাম সুমন@sumon09ভেরিফাইড মেম্বারছাত্র
IMG_20230903_110009.jpgমোঃ নাজিবুল ইসলাম বিদ্যুৎ@bidyut01ভেরিফাইড মেম্বারশিক্ষক
IMG_20230428_171117_406.jpgমোঃ মারুফ@marufhhভেরিফাইড মেম্বারকম্পিউটার ইঞ্জিনিয়ার
IMG_20230905_010412.jpgমোঃ জাহিদুল ইসলাম@jahidulislam01ভেরিফাইড মেম্বারছাত্র
received_1775096286237713.jpegমোঃ আশিক@ayaan001ভেরিফাইড মেম্বারফায়ার ফাইটার
IMG-20230903-WA0002.jpgমোছাঃ ফাতেমা খাতুন@fatema001ভেরিফাইড মেম্বারছাত্রী
received_261993046667591.jpegমোঃ নাসিম@rjnasim001ভেরিফাইড মেম্বারচাকরিজীবী
received_1298425804371914.jpegমোঃ বিপ্লব হোসেন@biplob89ভেরিফাইড মেম্বারছাত্র
এবার চলুন আপনাদের মাঝে প্রত্যেকের বিস্তারিত পরিচয় শেয়ার করি

IMG-20230903-WA0001.jpg

প্রথমে আমি আপনাদের মাঝে যেই মানুষটার ছবি শেয়ার করেছি আমাদের সকলের প্রিয় মোস্তাফিজুর রহমান। আমার দেখায় তিনি একজন অত্যন্ত ভালো মানুষ। আমাদের গ্রাম থেকেই আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সর্বপ্রথম কাজ করে মুস্তাফিজুর রহমান। আমাদের গ্রামের সকলের স্টিমেট জার্নিতে প্রথমে তার অবদান বললে ভুল হবে না। লেখাপড়া শেষ করে এখন বর্তমান শিক্ষকতা পেশার সাথে যুক্ত আছে। শিক্ষকতার পাশাপাশি বাড়িতে বিভিন্ন ধরনের খামার তৈরি করছে। সব থেকে বড় কথা হচ্ছে ব্লগিং এর সাথে এখনো যুক্ত আছে। আশা করি সব সময় আমাদের সাথে এভাবে যুক্ত থাকতে পারবে।

IMG_20230904_190847.jpg

আমি এবার আপনাদের মাঝে শেয়ার করেছি আমার নিজের ছবি। আমার নাম হচ্ছে কিবরিয়া হোসেন, আপনারা সবাই মোটামুটি কম বেশি চেনেন। প্রথমদিকে আমি স্টিমেটে কাজ করতে ইচ্ছুক ছিলাম না মুস্তাফিজুর মামা মূলত আমাকে এখানে কাজ শিখিয়েছে। এখন আমি বর্তমানে ছাত্র জীবনে রয়েছি। সব থেকে বড় কথা হচ্ছে এখনো আমি ব্লগিং এর সাথে যুক্ত আছি। আশা করি এই কাজের সাথে নিজেকে সবসময় যুক্ত রাখতে পারব।

IMG-20230903-WA0000.jpg

আমি এবার আপনাদের মাঝে শেয়ার করেছি আমার তুহিন মামার ছবি। মামার নাম আবুল বাশার খাইরুল আলম তুহিন, আমি মূলত আমার তুহিন মামাকে এখানে কাজ শিখিয়েছে। মামার প্রথমদিকে ইচ্ছা ছিল না কাজ শেখার আমি নিজেই আমাকে কাজ শিখিয়ে ছিলাম তারপর থেকে এখনো মামা এখানে কাজ করে যাচ্ছে। বর্তমানে তিনি এখনো লেখাপড়া করছে। আমার দেখায় তিনি অনেক ভালো একজন মানুষ। সব থেকে বড় কথা এখনো তিনি ব্লগিং এর সাথে যুক্ত আছে আশা করি সব সময় যুক্ত থাকতে পারবে।

IMG_20230903_110023.jpg

আমি এবার আপনাদের মাঝে শেয়ার করেছি আমার বন্ধু ইমনের ছবি। নাম ইমন রেজা, তিনি অত্যন্ত ভালো একজন মানুষ। আমাদের এলাকা থেকে এই কমিউনিটিতে অনেক আগে থেকে কাজ করে। তিনি এখন বর্তমান ছাত্র জীবনে আছে। পাশাপাশি তিনি ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করে। সব থেকে বড় কথা হচ্ছে তিনি স্টিমেটে এখনও আমাদের সাথে যুক্ত আছে।

IMG_20221119_122328520_BURST0002.jpg

এবার আমি আপনাদের মাঝে শেয়ার করেছি সুমন মামার ছবি। নাম নাজিবুল ইসলাম সুমন, আসলে প্রথম দিকে মামা প্রাইভেট একটা স্কুলে চাকরি করতো। কিছুদিন আগে মামা চাকরি ছেড়ে দিয়েছে। এখন তিনি একজন ছাত্র। এখন তিনি আমার বাংলা ব্লগ কমিটির সাথে যুক্ত আছেন। আশা করি এভাবে দীর্ঘদিন যুক্ত থাকতে পারবে।

IMG_20230903_110009.jpg

এবার আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি বিদ্যুৎ মামার ছবি। নাম নাজিবুল ইসলাম বিদ্যুৎ, তার ব্যক্তিগত জীবনে তিনি একজন শিক্ষক। মজার বিষয় হচ্ছে মামা আমার হাই স্কুলের জীবনের শিক্ষক। শিক্ষকতা পেশার পাশাপাশি স্টিমেট ব্লগিং বেশ ভালো পারদর্শী। এখন পর্যন্ত আমাদের সাথে যুক্ত আছে আশা করি শেষ পর্যন্ত যুক্ত থাকতে পারবে।

IMG_20230428_171117_406.jpg

এবার আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি মারুফ মামার ছবি। নাম মারুফ, তিনি কম্পিউটারের উপরে বেশ পারদর্শী। তিনি বর্তমানে লেখাপড়া শেষ করে চাকরিজীবনে কর্মরত রয়েছেন। পাশাপাশি তিনি স্টিমেট ব্লগিং করতেন। কিন্তু এখন আমাদের সাথে যুক্ত নেই আশা করি আবারো ফিরে আসতে পারবে নিজের ব্যস্ত সময় শেষ করে।

IMG_20230905_010412.jpg

এবার আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি আমার মামার ছবি। নাম জাহিদুল ইসলাম, অনেকদিন ধরে আমাদের এই কমিউনিটির সাথে যুক্ত আছেন। তিনি বর্তমানে এখনো ছাত্র। লেখাপড়ার পাশাপাশি ব্লগিং করছে। আশা করি সব সময় এভাবে আমাদের সাথে যুক্ত থাকতে পারবে।

received_1775096286237713.jpeg

এবার আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি আমার আশিক মামার ছবি,নাম আশিক। তিনি এখন বর্তমান বাংলাদেশ ফায়ার ফাইটার নিয়োগপ্রাপ্ত আছেন। আমাদের কাজ করা দেখেই মামা উৎসাহ প্রকাশ করেছিল এখানে কাজ করার জন্য। তারপরেই মামাকে এখানে কাজ করার জন্য নিয়ে আসে। সরকারি চাকরির পাশাপাশি ব্লগিং জার্নি বেশ ভালোভাবে চালিয়ে যাচ্ছে। আশা করি সব সময় আমাদের সাথে এভাবে যুক্ত থাকতে পারবে।

IMG-20230903-WA0002.jpg

এবার আমি আপনাদের মাঝে উপরে শেয়ার করেছে আমার মামির ছবি। নাম ফাতেমা খাতুন, আপনারা সবাই কমবেশি চেনেন। আমাদের সকলের সুপরিচিত মুস্তাফিজুর রহমানের ওয়াইফ। তিনি বর্তমানে এখন লেখাপড়া করছে পাশাপাশি ব্লগিং করছে। আশা করি সব সময় এভাবে আমাদের সাথে যুক্ত থাকতে পারবে।

received_261993046667591.jpeg

এবার আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি এক বড় ভাইয়ের ছবি।নাম নাছিম , আমার দেখায় নাছিম ভাই অনেক ভালো একজন মানুষ। আমি ছোটবেলা থেকেই নাছিম ভাইয়ের সাথে চলাফেরা করেছি। আমি যখন ছোটবেলায় মেসে থাকতাম আমি আর নাছিম ভাই দুজন এক রুমে থাকতাম সেই সময় এখনো মিস করি । নাছিম ভাই এখন চাকরি জীবনে কর্মরত রয়েছে। পাশাপাশি ব্লগিং ক্যারিয়ার চালিয়ে যাচ্ছে। আশা করি সব সময় আমাদের সাথে এভাবে যুক্ত থাকতে পারবে।

received_1298425804371914.jpeg

এবার আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি আমার বন্ধুর ছবি। আমার বন্ধুর নাম বিপ্লব হোসেন, আসলে দুজন ছোটবেলা থেকেই একসাথে লেখাপড়া শিখে বড় হয়েছি। এখনো সময় পেলে দুইজন অনেক জায়গায় ঘুরতে যাই বেশ আড্ডা দিয়ে থাকি। বিপ্লব অনেক ভালো একজন মানুষ। এখনো দুই বন্ধু একই কলেজে লেখাপড়া করি বেশ ভালই লাগে। লেখাপড়ার পাশাপাশি ব্লগিং চালিয়ে যাচ্ছে। আশা করি সব সময় আমাদের সাথে এভাবে যুক্ত থাকতে পারবে।


গ্রামের কিছু ইউজার নিয়ে বাংলা ব্লগ কমিউনিটির সদস্য গঠন
আসলে আমাদের মধ্য থেকে সর্বপ্রথম ইউজার ছিলেন মুস্তাফিজুর মামা। মূলত মোস্তাফিজুর মামার হাত ধরেই আমাদের গ্রামের সকল সদস্য আসতে পেরেছে। তারপরে আমরা অনেকেই অনেক ইউজারকে এখানে এনেছি কাজ করার জন্য। তবে সব থেকে বেশি বড় অবদান হচ্ছে আমার মোস্তাফিজুর মামা। আমরা সব সময় চেষ্টা করেছি নিজেদের গ্রাম থেকে কিছু ইউজার নিয়ে যাওয়ার জন্য যেহেতু এখান থেকে ভালো কিছু আশা করি। আমিও প্রথমে কাজ করতে রাজি হয়ে ছিলাম না মোস্তাফিজুর মামা আমাকে জোর করে কাজ শিখিয়েছিল। তারপর থেকেই আমার বাংলা ব্লগ কমিউনিটি আমার ভালোবাসার স্থান হিসাবে জায়গা পাই। আসলে আমরা চাই সবাই মিলে কাজ করতে। আমাদের এলাকার যদি কোন ইউজার রেফার চাই আমরা নির্দ্বিধায় তাকে রেফার দিতে রাজি হয়েছি। এখনো চেষ্টা করি গ্রামের কিছু ভালো মানুষকে এই জায়গায় নিয়ে আসার জন্য। আসলে আমি আমার বাংলা ব্লগ কমিউনিটি কে মনে প্রাণে ভালোবাসি। তাই প্রথম থেকেই লেগে আছে আমার বাংলা ব্লগ কমিউনিটির সাথেই। আশা করি শেষ পর্যন্ত লেগে থাকতে পারবেন এই কমিউনিটির সাথে।


💞আমার নিজের পরিচয়💞


IMG-20230321-WA0007.jpg

আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বর্তমানে একাদশ শ্রেণীর ছাত্র। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে ঘোরাঘুরি করা। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )

banner-abb3.png

Logo.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

Steem_Pro.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 last year 
 last year 

অনেক ভালো লাগলো মামা তুমি আমাদের সমস্ত ইউজারদের অর্থাৎ আমাদের জুগীরগোফা গ্রাম থেকে যে সমস্ত ভাই বোন বন্ধুরা একসাথে কাজ করছি তাদের মধ্য থেকে কয়েক জনের সুন্দর পরিচয় তুলে ধরেছে কিন্তু এখনো অনেক জন বাকি রয়েছে যারা এ প্লাটফর্মে রয়েছে এমনকি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে অংশগ্রহণ করে আছে। যাইহোক বেশ ভালো লাগলো সকলকে এক কাতারে বন্দি করেছো দেখে।

 last year 

আসলে মামা যারা বাকি আছে তারা হয়তো এখন আর আমার বাংলা ব্লগে কাজ করছে না তাই আমি তাদেরকে নিয়ে পোস্ট লিখিনি। ধন্যবাদ মতামত শেয়ার করার জন্য।

 last year 

আসলে একটা প্লাটফর্মে একই গ্রামের এতজন মানুষ আমরা এক জায়গায় কাজ করি এটা খুবই একটা আনন্দের বিষয়। এখানে কাজ করতে আমার অনেক ভালো লাগে। ভাগ্নে তুমি আজকে আমাদের সকলকে এক জায়গায় করে একটা পোস্ট লিখেছ পড়লাম খুব ভালো লেগেছে। আসলে এভাবে কখনো ভেবে দেখিনি যে আমরা একটা জায়গা থেকে এতজন কাজ করি। আমি ধন্যবাদ জানাই @rme দাদাকে, তিনার জন্যই আমরা এত সুন্দর একটা প্ল্যাটফর্ম পেয়েছি এবং এখানে কাজ করার সুযোগ পেয়েছি। ভাগ্নে তোমাকেও ধন্যবাদ আমাদের সবাইকে একত্রে উপস্থাপন করার জন্য।

 last year 

ধন্যবাদ মামা এত সুন্দর ভাবে আপনার কাঙ্ক্ষিত গঠনমূলক মতামত শেয়ার করার জন্য।

 last year 

আমার বাংলা ব্লগ এর সবাই মিলে কমিটি গঠন করেছেন সত্যি অনেক ভালো লাগলো দেখে।
একই গ্রামের এতগুলো সদস্য সত্যি অবাক হলাম।
আরো বেশি অবাক হলাম সবাই আপনার মামা।
আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 last year 

অবাক হওয়ার কিছু নেই ভাই আপনিও চেষ্টা করেন আপনাদের গ্রাম থেকে অনেক ইউজার এখানে নিয়ে আসতে পারবেন।

 last year 

আপনারা সবাই একই জায়গা থেকে উঠে এসেছেন জেনে খুবই ভালো লাগলো আর যার যার সাথে কথা বলেছি সবাইকে বেশ ভালো লেগেছে । তাছাড়া এ পোষ্টের মাধ্যমে আবারও সবার সাথে পরিচিত হলাম।

Posted using SteemPro Mobile

 last year 

ধন্যবাদ ভাই এত সুন্দর ভাবে আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।

 last year 

মামু তোমার ক্রিয়েটিভিটি দেখে সত্যি অবাক হলাম। তুমি খুব সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছো। আমি জানতাম না আমাদের গ্রামে আমার বাংলা ব্লগে কর্মরত এতগুলা সদস্য রয়েছে। সবার জন্য আমার পক্ষ থেকে রইল শুভকামনা। আমি দোয়া করি আমাদের গ্রামে যে সকল সদস্য রয়েছে সবাই মিলে আমার বাংলা ব্লগ থেকে যেন ভালো কিছু করতে পারি। মামু তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সবাইকে নিয়ে সুন্দর একটি রিভিউ দেওয়ার জন্য।

 last year 

ধন্যবাদ মামা এত সুন্দর ভাবে আপনার কাঙ্ক্ষিত গঠনমূলক মতামত শেয়ার করে আমাকে উৎসাহ প্রদান করার জন্য।

 last year 

সু স্বাগত মামা

 last year 

বিষয়টা সত্যি ভালো লাগার মত। সেদিন উদ্যোগ নিয়েছিলাম বলেই আজকে আমাদের গ্রামে এত জন আমার বাংলা ব্লগ কমিউনিটির ভেরিফাইড মেম্বার হতে সক্ষম হয়েছে। গ্রামের সকলে আমার মাধ্যমে এই প্ল্যাটফর্ম সম্পর্কে জানতে পেরেছে আর এখান থেকে উপার্জন করতে পারছে এটা আমার কাছে খুবই ভালো লাগে।

 last year 

আসলে মামা সবাই আমরা আপনার কাছে কৃতজ্ঞ থাকব এত সুন্দর একটা প্লাটফর্মে আমাদেরকে যুক্ত করিয়ে দেওয়ার জন্য।

 last year 

অনেক ভালো লাগলো তোমার পোস্ট পড়ে। আসলে আমি জানতাম না আমাদের গ্রাম থেকে কয়জন ইউজার রয়েছে এখানে। আবার অনেক জন আছে যাদেরকে আমি চিনি না তাদেরকেও চেনা হয়ে গেল এই পোস্ট এর মাধ্যমে। অনেক ধন্যবাদ এরকম একটি সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ এত সুন্দর ভাবে আপনার গঠনমূলক মূল্যবান মতামত শেয়ার করার জন্য।

 last year 

বন্ধু তোমার পোস্ট দেখে তো সত্যিই মুগ্ধ হলাম। আসলে বন্ধু গ্ৰামের সকল ইউজারদের নতুন ভাবে এই পোস্টের মাধ্যমে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে তুমি প্রত্যেক ইউজারদের বিষয়ে কিছু কথা লেখেছো দেখে খুবই ভালো লাগলো। তবে তোমার শেয়ার করা এই পোস্টের মধ্যে আমার বিষয়ে ও কিছু কথা বলেছ পড়ে ভালো লাগলো। সত্যিই বন্ধু তোমার এই পোস্ট দেখে আমার এই ব্লগের প্রতি কাজ করার আগ্রহী আরো বেড়ে গেলো। তোমার আজকের পোস্টটি দারুন ছিল। ধন্যবাদ বন্ধু এতো সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য। তোমার জন্য শুভকামনা রইল।

 last year 

চেষ্টা করেছি গ্রামের সকল ইউজারকে একসাথে নিয়ে পোস্ট লেখার জন্য। ধন্যবাদ বন্ধু এত সুন্দর ভাবে তোমার গঠনমূলক মতামত শেয়ার করার জন্য।

 last year 

বাহ আর ডজন খানেক মেম্বার হলে আপনারা নিজেরাই একটি কমিউনিটি হয়ে যাবেন। এক গ্রামের বারো জন মেম্বার হলে পুরো গ্রামই আমার বাংলা ব্লগের। আশা করি সবাই নিজ নিজ সৃজনশীলতা প্রকাশ করে আমার বাংলা ব্লগকে সারা বিশ্বে ছড়িয়ে দিবেন। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 62025.78
ETH 2417.09
USDT 1.00
SBD 2.49