নাটক রিভিউ // ডিভোর্স

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো......
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (২৫-০৮-২০২৩)

IMG_20230825_081954.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে

নাটকটি সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য
নাটকের নামডিভোর্স
পরিচালকমানসুর আলম নিঝার
অভিনয়জোভান , তানজিন তিশা
দৈর্ঘ্য৩৮ মিনিট ২৬ সেকেন্ড
ভাষাবাংলা
মুক্তির তারিখ০৪ মে ২০২৩ ইং
নাটকের সারসংক্ষেপ

Screenshot_2023-08-25-08-24-38-65_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

Screenshot_2023-08-25-08-25-50-57_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

Screenshot_2023-08-25-08-27-41-09_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে

নাটকের শুরুতেই নায়ক একটি শুটিং করতেছিল। সেখানে আরেক জন নাটকের গল্প লিখে নিয়ে এসেছে নায়ক কে নাটক করতে হবে বলে। তারপরে নায়ক গল্প পড়ে সবকিছুই ঠিকঠাক আছে বলল। বলছে আমি তো ওই নায়কার সাথে গোটা তিন বছর হল নাটক করাই বাদ দিয়ে দিয়েছি। তারপরে গল্পের লেখক ফিরে চলে গেল। গল্পের লেখক কে অনেক বকাবকি করল আরেকটি লোক। তারপরে যাই হোক হয়তো নাটক করতে রাজি হয়েছিল এবং নাটক শুরু হওয়ার আগেই নায়কা যখন রুম থেকে বের হয়েছিল তখন আমি একটি স্ক্রিনশট মেরে রেখে দিয়েছিলাম। তারপরে আপনার উপরে ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন নায়ক এবং নায়কা দুজনে একটি রুমের মধ্যে নাটকের আগ মুহূর্তে সাজগোজ করছে। নাটক শুরু হওয়ার আগে এই পর্যন্ত পুরোটাই হল নাটকের মূলভাব। আসলে নাটকটি দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছিল। আপনারা যদি সময় পান প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনাদের কাছে হয়তো ভালো লাগবে।

Screenshot_2023-08-25-08-33-38-42_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

Screenshot_2023-08-25-08-34-35-09_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে

এবার এখান থেকেই নাটকের মূল পর্ব শুরু করতে যাচ্ছি আমি আপনাদের মাঝে। নাটকের শুরুতেই নায়ক এবং নায়কার দেখা হয় তখন নায়কার বিয়ে হয়ে গিয়েছিল। নায়কার হাসবেন্ড হইছে নায়কের বন্ধু। নায়কারা যেহেতু দেশের বাইরে থাকে নায়ক দেশের বাইরে এসে বন্ধুর কাছে এসেছিল। নায়ক তখনও জানত না যে এসে এভাবে দেখা হয়ে যাবে। তারপর সবাই মিলে এসে গল্প করতেছিল। তখন নায়কের বন্ধু বলছিল বউ কিন্তু বেশ ভালো রান্না করতে পারে দোস্ত আজকে রাতে ভালো কিছু খেতে হবে। তারপরের নায়ক ওয়াশ রুমে যাওয়ার জন্য রুম থেকে বের হলো। আসলে নাটকটি প্রথম থেকে শেষ পর্যন্ত অনেক রোমান্টিক কিছু মুহূর্ত ছিল। বেশ ভালোই লেগেছিল নাটকটি যখন আমি দেখা শেষ করেছিলাম।

Screenshot_2023-08-25-08-34-33-73_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

Screenshot_2023-08-25-08-47-38-95_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

Screenshot_2023-08-25-08-44-52-76_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

Screenshot_2023-08-25-08-42-38-94_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে

এবার তারা রাত্রি বেলায় খাওয়া দাওয়ার জন্য সবাই টেবিলে বসে ছিল। নায়কের বন্ধু সেই সময় বলছিল আমার বউ কিন্তু বেশ ভালো রান্না করে দোস্ত খেয়ে দেখ কেমন হয়েছে। নায়কের তখন সেই সময় পুরনো দিনের স্মৃতিগুলো মনে পড়েছিল তাই মনের মাঝে কল্পনা করতেছিল। তারপরে তারা দুজন একটি নাটকের অভিনয় করবো বলে একটি রুমের মধ্যে বসে সাজগোজ করতে ছিল এবং নায়ক কফি খাচ্ছিল সেই সময় দুজনে কথা বলতেছিল। আসলে নাটকটি দেখলে কিন্তু বেশ রোমান্টিক রোমান্টিক ভাব আসে।

Screenshot_2023-08-25-08-57-06-61_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

Screenshot_2023-08-25-08-55-54-87_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে

এবার আপনারা উপরে ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন নায়ক এবং নায়কা ও একজন নাটকের ডিরেক্টর তিনজন একসাথে বসে বেশ সুন্দরভাবে গল্প করতেছিল। নাটক কিভাবে পরিচালনা করা হবে নাটকের গল্প কেমন সেসব বিষয় নিয়ে তারা কথা বলছে আমার কাছে বেশ ভাল লেগেছিল। সে সময় নায়কার হাসবেন্ড ফোন দিয়েছিল নায়কার সাথে দেখা করবে বলে। নায়কা বলছিল রাত দশটার পরে নাটকের শর্ট শেষ হবে পারলে তুমি চলে এসো। এরআগে নায়কা নায়কের সাথে বেশ একটু রাগারাগি করেছিল। বলছিল তুমি আমার ফোন রিসিভ করো না নাটকে খুব ঘনিষ্ঠ মুহূর্ত অভিনয় করো অন্যজনের সাথে এসব বিষয় নিয়ে। সব মিলিয়ে নাটকটি দেখতে আমার কাছে বেশ দুর্দান্ত লেগেছে।

Screenshot_2023-08-25-09-04-37-82_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

Screenshot_2023-08-25-09-03-16-57_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

Screenshot_2023-08-25-09-02-43-19_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে

এরপরে নাটকটিতে বেশ রোমান্টিক একটি গান শুরু হয় গানটি আমার কাছে বেশ ভালো লেগেছে। সেই সময় নায়ক এবং নায়কার পুরনো স্মৃতি তুলে ধরা হয়েছিল। আগে তারা কিভাবে জীবন যাপন করতে এবং দিন পার করত সেই সব দৃশ্যগুলো দেখানো হয়েছে। আমার কাছে এগুলো দেখতে বেশ ভালোই লেগেছিল। আসলে একটি নাটকে যদি রোমান্টিক ভাব না থাকে তাহলে নাটকটি দেখতে খুব একটা বেশি ভালো লাগে না।

Screenshot_2023-08-25-09-07-24-23_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

Screenshot_2023-08-25-09-10-31-36_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

Screenshot_2023-08-25-09-09-08-30_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে

নায়ক এবং নায়কা দুজন একসাথে বসে তাদের সেই পুরনো দিনের স্মৃতির কথা আবারও আলোচনা করতেছিল। নায়ক বলছিল দুজন এক প্রফেশনের মানুষ ভেবেছিলাম হয়তো সুখে থাকতে পারবো কিন্তু তুমি আমাকে নিয়ে ছোটখাটো বিষয় সন্দেহ করতে আর সেই সব বিষয় নিয়ে ঝগড়া হতো। তখন নায়কা বলছিল এইসব বিষয় কি আর আগের মত করে নেওয়া যায় না নায়ক তখন বলছিল কখনোই সম্ভব না। এই বলে নায়ক চলে যায় সেখান থেকে। তারপরে নায়কা সেখানে বসে একটু কান্না করতে থাকে। আসলে আমি মনে করি একবার যদি ভালোবাসা নষ্ট হয়ে যায় তাহলে আর কখনোই সে ভালোবাসা জোড়া লাগানো সম্ভব না। অবশ্যই সময় পেলে নাটকটি দেখার চেষ্টা করবেন বেশ দারুণ একটি নাটক।

Screenshot_2023-08-25-09-15-38-63_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

Screenshot_2023-08-25-09-15-18-79_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

Screenshot_2023-08-25-09-15-05-95_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে

এবার তারা দুজন অবশেষে ক্যামেরার সামনে এসে দাঁড়ায় শুটিং করার জন্য। তখন নায়ক এবং নায়কা ছিল বেশ রোমান্টিক। নায়কা বলছিল আমরা সবকিছু বাদ দিয়ে আবারো আগের মতো করে শুরু করতে পারি না। নায়ক বলছিল হ্যাঁ তোমাকে ছাড়া আমার বাচা মনে হয় অসম্ভব। তাদের একে অপরের সাথে এরকম শুটিং যখন চলছিল দেখতে বেশ ভালই ছিল। এভাবেই নাটকটির শেষ পর্যন্ত শেষ হয়। আসলে নাটকটি দেখতে আমার কাছে বেশ ভালই লেগেছিল আমি এমনিতেই প্রায় নাটক খুব দেখে থাকি। এই নাটকটি আমি গত পরশুদিন দেখেছিলাম। আসলে আপনাদের কাছে নাটকটি বেশ ভালো লাগবে। আশা করি আপনাদের সকলের মতামত জানাবেন নিচে কমেন্ট বক্সের মাধ্যমে। সকলের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল
ব্যক্তিগত মতামত

আসলে এই নাটকের কাহিনী প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছিল। আমি মনে করি প্রথমে একে অপরের যদি ভালবাসতে হয় তাহলে নিজেদের মধ্যে বিশ্বাস থাকতে হবে। যদি সে ভালোবাসায় বিশ্বাস না থাকে তাহলে কখনোই বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারবে না। নায়কা নায়ককে খুব অবিশ্বাস করতে এবং খুব সন্দেহ করতো এই কারণে তাদের ভালোবাসা সফল হতে পারেনি।

ব্যক্তিগত রেটিং

এই নাটকটিতে আমি আমার ব্যক্তিগত রেটিং পয়েন্ট দিতে চাই ১০/৯.০০

Sort:  
 last year 

ডিভোর্স নাটকের রিভিউ আপনি অনেক সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন। আমার কাছে আপনার এই নাটকটার রিভিউ পোস্ট অনেক ভালো লেগেছে। সম্পূর্ণ রিভিউটা খুব সুন্দর করে করার কারনে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এই নাটকের সম্পূর্ণ কাহিনীটা অনেক সুন্দর ছিল। যদিও নাটকটা আমার এখনো দেখা হয়নি তাই ভাবছি সময় পেলে নাটকটা দেখে নেব। সুন্দর একটা নাটকের রিভিউ শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

আসলে ভাই নাটকটির সম্পূর্ণ কাহিনী আমার কাছে বেশ ভালো লেগেছিল। অবশ্যই সময় পেলে খুব দ্রুত দেখার চেষ্টা করবেন বেশ ভালো একটি নাটক।

 last year 

প্রতিটি সম্পর্কের মধ্যে বিশ্বাস জিনিসটা অনেক বেশি জরুরী। যারা খুব বেশি অবিশ্বাস করে তাদের সঙ্গে তো এমন হবেই। তাছাড়া কোন কিছু নিয়ে সন্দেহ করলে সেটা ক্লিয়ার করে নেয়ায় ভালো। এজন্যই তো নাটকে নায়কের পরিণতি এমন হয়েছে। খুব ভালোভাবে রিভিউ উপস্থাপন করেছেন ভাইয়া। ভালো লাগলো পড়ে।

 last year 

ঠিক বলেছেন আপু আপনি প্রতিটা সম্পর্কের মধ্যে বিশ্বাস থাকা অনেক জরুরি বিশ্বাস না থাকলে কোন সম্পর্ক বেশিদিন টিকে থাকতে পারে না।

 last year 

সুন্দর একটি সামাজিক নাটক রিভি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন।বর্তমান বাস্তবতার সাথে নাটকটির অনেক মিল রয়েছে।কথায় আছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর বিশ্বাস না থাকলে কোন সম্পর্ক টিকে না।সুন্দর একটি নাটকের রিভিউ করেছেন ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 last year 

ঠিক বলেছেন ভাই আপনি আমাদের বাস্তব সমাজের মধ্যে নাটকটির মিল আমিও বেশ খুজে পেয়েছিলাম। আসলে বিশ্বাস না থাকলে কোন সম্পর্ক বেশি দূর এগিয়ে নিয়ে যাওয়া যায় না ।

 last year 

মাঝেমধ্যে নাটক দেখতে আমার কাছে ভালই লাগে। খুব সুন্দর একটি নাটকের রিভিউ দিয়েছেন আপনি। পুরো নাটকের রিভিউ পড়ে আমার কাছে খুব ভালো লেগেছে। যদি ওই নাটকটি আমার এখনো দেখা হয়নি। সময় করে নাটকটি দেখব। এত সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

আপু যেহেতু আপনি নাটকটি এখনো দেখেননি তাই চেষ্টা করবেন খুব দ্রুত সময়ের মধ্যে নাটকটি দেখার জন্য । আসলে বেশ দারুন একটি নাটক।

 last year 

অনেক সুন্দর লাগে আমার কাছে নাটকের রিভিউ গুলো। আর আমি এরকম বাংলা নাটক গুলো অনেক বেশি দেখে থাকি। জোভান এবং তানজিন তিশার নাটক এমনিতেই অনেক সুন্দর হয়, এবং কি তাদের অভিনয়ও আমার খুব ভালো লাগে। কিছু কিছু মানুষ রয়েছে কাউকে বিশ্বাস করতে পারেনা অবিশ্বাস করে। আর বেশিরভাগ সময় সন্দেহ করে। এটা কিন্তু খুবই খারাপ একটা অভ্যাস। যে ভালবাসায় বিশ্বাস থাকে তা অনেক দূরে এগিয়ে যায়। সুন্দর ছিল নাটকটার রিভিউ।

 last year 

ঠিক বলেছেন আপু আপনি জোভান এবং তানজিন তিশার দুজনের কেমিস্ট্রি গুলো আমার কাছে বেশ ভালই লাগে। ধন্যবাদ মতামত প্রদান করার জন্য।

 last year 

ডিভোর্স নাটকের রিভিউটা অনেক ভালো লেগেছে আমার কাছে। এই নাটকটি আমার দেখা হয়নি। কিন্তু আপনার রিভিউ পড়ে নাটকের ব্যাপারে অনেক কিছু জানা গেল। বিশ্বাসটা অনেক বড় জিনিস। বিশ্বাস না থাকলে কোন সম্পর্ক টেকে না। নাটকের রিভিউ অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 last year 

ঠিক বলেছেন আপু আপনি আসলে বিশ্বাস না থাকলে কোন সম্পর্ক বেশিদিন টিকে থাকতে পারে না আমি মনে করি। আপনি যেহেতু নাটকটি এখনো দেখেননি তাই সময় পেলে নাটকটি দেখার চেষ্টা করবেন। ধন্যবাদ মূল্যবান মতামত শেয়ার করার জন্য।

 last year 

সমসাময়িক একটি গল্প নিয়ে নাটক টা করা আমি এর আগে দেখেছিলাম এটা।খুব সুন্দর ভাবে আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন শুভ কামনা রইলো আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

আপনি যেহেতু নাটকটি দেখেছেন তাহলে অবশ্যই নাটকের কাহিনী গুলো বেশ ভালোভাবে বুঝতে পেরেছেন। ধন্যবাদ ভাই মূল্যবান মতামত শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58482.75
ETH 2615.94
USDT 1.00
SBD 2.42