ট্রন জমানোর ১৬ তম সপ্তাহ
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (০৮-০৫-২০২৩)
আসলামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছে ট্রন জমানোর ১৬ তম সপ্তাহ। প্রত্যেক সপ্তাহে অল্প কিছু হলেও ট্রন জমিয়ে নিজের ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করি। আমি মনে করি ক্ষুদ্র ক্ষুদ্র ইনভেস্ট একদিন আমাদের অনেক ভালো একটি জায়গায় পৌঁছে দেবে। আমি মূলত ট্রন জমানোর পোস্টে উৎসাহিত হয়েছে দাদার পোস্ট দেখে। এখন আমাদের কমিউনিটিতে অনেকেই ট্রন জমানোর পোস্ট শেয়ার করে থাকে। আমি মূলত এই পোস্টটি শিখেছি আমার মোস্তাফিজুর মামার কাছ থেকে। আসলে তিনি আমাকে স্টিমেটের সবকিছুই শিখিয়েছেন। তবে চলুন আজকের পোস্ট নিচে শেয়ার করা যাক......
ট্রন ডিপোজিট করার আগে আমার ট্রন ওয়ালেট এর স্ক্রিনশট।
ট্রন ডিপোজিট করার আগে আমি যখন আমার ট্রন ওয়ালেটে প্রবেশ করেছিলাম তখন অনেক সুন্দরভাবে একটি স্ক্রিনশট মেরে আপনাদের মাঝে শেয়ার করেছি। আপনার উপরের ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন। সেখানে আমার ট্রন রয়েছে মাত্র ২২০ ট্রন।
ট্রন ডিপোজিট করার সময় স্ক্রিনশট মেরে শেয়ার করেছি।
আপনারা এবার উপরের ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন । যখন আমি আমার ওয়ালেট ট্রন ট্রান্সফার করেছিলাম তখন অনেক সুন্দরভাবে স্ক্রিনশট মেরে আপনাদের মাঝে শেয়ার করেছি। আপনারা দেখতে পারবেন আমি মাত্র ১০ ট্রন জমাতে যাচ্ছি।
ট্রন ডিপোজিট করার পরে আমার ট্রন ওয়ালেট স্ক্রিনশট মেরে শেয়ার করেছি।
আপনারা এবার উপরে ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন ১০ ট্রন জমানো সম্পন্ন হয়ে গিয়েছে। প্রথমে আমার ওয়ালেটে ছিল ২২০ ট্রন। এখন আমার ওয়ালেটে দশ ট্রন জমানোর পরে মোট ট্রন হয়েছে ২৩০ ট্রন। আপনারা উপরের স্ক্রিনশটের দিকে তাকালে লক্ষ্য করতে পারবেন।
ট্রন স্টেকিং করার সময় স্ক্রিনশট
এবার আপনারা উপরে ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আপনাদের মাঝে মাত্র যে ১০ ট্রন জমিয়েছি সেই ১০ ট্রন আবার স্টাকিং এর মাধ্যমে শেয়ার করতে যাচ্ছি। আমি মনে করি আমাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র ইনভেস্ট একদিন বড় আকার ধারণ করবে। আশা করি সকলের কাছে পোস্টটি ভালো লাগবে। সকলের মতামত নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন সকলের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল।
আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বর্তমানে একাদশ শ্রেণীর ছাত্র। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে ঘোরাঘুরি করা। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness
OR
https://twitter.com/GKibreay/status/1655462908153966592?t=Z1HcVNT_QGJhyvY_olCGhQ&s=19
বাহ্ আপনিও দেখি ট্রণ জমানো শুরু করে দিয়েছেন। সেই লক্ষ্যে আজ আপনি ট্রণ স্ট্রেকিং এর ১৬ সপ্তাহ অতিক্রম করে নিয়েছেন। প্রতি সপ্তাহের ১০ ট্রণ করে আজ আপনি তো দেখছি ২২০ট্রণ স্ট্রেকিং করে নিলেন। শুভ কামনা রইল আপনার প্রতি।
ধন্যবাদ ভাই এত সুন্দর মূল্যবান মতামত শেয়ার করে উৎসাহিত করার জন্য।
আপনার এই উদ্যোগটি আমার কাছে খুবই ভালো লেগেছে। দেখতে দেখতে আপনি ১৬ তম সপ্তাহ শেষ করে ফেললেন। যদিও বর্তমানে এটার দাম খুব একটা বেশি না কিন্তু ভবিষ্যতে এটা ভালো একটা অবস্থানে চলে যাবে আমি এটা বিশ্বাস করি।
আমিও আপনার মতই বিশ্বাস করি মামা ভবিষ্যতে এটা ভালো একটি জায়গায় পৌঁছে যাবে। ধন্যবাদ এত সুন্দর মূল্যবান মতামত শেয়ার করার জন্য।
ট্রন ওয়ালেটে জমানো ভবিষ্যতের জন্য খুব ভালো একটি উদ্যোগ। সেটা দেখে খুবই ভালো লাগলো। আসলে আমি মনে করি সঞ্চয় আমাদের প্রত্যেকেরই করা উচিত কারণ এই সঞ্চয় একটা সময় যে কোন বিপদ-আপদে অনেক বড় ধরনের উপকারে আসতে পারে যা আমরা এখন হয়তো সেটা কল্পনাও করতে পারছি না। এভাবে চালিয়ে যান ভাইয়া আপনার জন্য শুভকামনা।
ঠিক বলেছেন আপু আপনি আমিও মনে করি সঞ্চয় আমাদের প্রত্যেকের করা উচিত অল্প বা বেশি সেটা কোন ব্যাপার নয়।