আমার বাংলা ব্লগে আজকে - এসো নিজে করি : কাগজ দিয়ে 'লাজুক খ্যাঁক'-কে তৈরী করি ।
আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।
অনেক দিন ধরেই ভাবছিলাম যে নতুন কিছু দিয়ে"লাজুক খ্যাঁক"-এর একটা মডেল তৈরী করলে কেমন হয়।তাই বানিয়ে ফেললাম লাজুক খ্যাক মডেল ব্যাঙ।
তো চলুন ধাপে ধাপে শুরু করা যাক আমাদের আজকের মিশন - ব্যাঙ দিয়ে "লাজুক খ্যাঁক"-এর মডেল তৈরী করি।
প্রথমে কালার কাগজ নিলাম একটি।
এরপরে ছবিতে যেভাবে আছে সেইভাবেভাজ করলাম।
ভাজ করে পাশ কেটে ফেললাম ছবিতে দেখা যাচ্ছে।
এরপর এভাবে করতে হবে ।
এরপর ভাজ করা কাগজের একমাথা আবার ভাজ করতে হবে ছবির মতো।
এভাবেই পুরো কাগজের দুই মাথাই ভাজ করতে হবে ছবিটির মতো।
তারপর এভাবে করতে হবে একপাশ।
পরের পাশ ও এমন করতে হবে।
দুইপাশ ভাজ করে এমন হবে।
এরপর ছোট পাশ গুলি এমন ভাজ করতে হবে।
ভাজ করে এমন হবে।
এরপর এটিকে উল্টিয়ে নিয়ে এমন করতে হবে।
উল্টিয়ে নিয়ে উপর পাশের এক পাশ এমন করে ভাজ করতে হবে ।
দুইপাশ এমন ভাজ করে নিতে হবে।
এরপর উল্টিয়ে নিচের পেছনের পাশ এমন ভাজ করতে হবে।
ভালোমতো ভাজ করেই উপর পাশ সামনে এনে বসালেই বাছ।
হয়ে গেলো লাজুক খ্যাক মডেল ব্যাঙ।
অবশেষে ধাপে ধাপে বানানো দেখিয়ে হয়ে গেলো লাজুক খ্যাক মডেল ব্যাঙ।
আপনাকে আমি মেসেজে যে ভাবে গাইড করেছি । দয়াকরে সেই গুলো ফলো করার চেষ্টা করুন । ধন্যবাদ।
ধন্যবাদ৷ ভাই
বাহ!সুন্দর লাজুক খ্যাঁক এর মডেল করেছেন ভাই। সুন্দরভাবে ধাপ আকারে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপনাকেও ধন্যবাদ ভাই
লাজুক খ্যাক এখন জনপ্রিয় দুটি শব্দের নাম। আপনার ব্যাঙ এর মডেলটি অনেক সুন্দর হয়েছে।
ধন্যবাদ ভাই সুন্দর কমেন্টস এর জন্য
আপনাকে স্বাগতম।
খুব সুন্দর একটি বিষয় ধারাবাহিকভাবে তুলে ধরেছেন। পোস্টটি খুবই দারুন হয়েছে। আশা করছি আগামী তেও এমন ব্যতিক্রমধর্মী এবং অসাধারণ মডেল তৈরি করে আমাদের সামনে উপস্থাপন করবেন।
অবশ্যই চেষ্টা করবো।ধন্যবাদ ভাই