আমার বাংলা ব্লগে আজকে - এসো নিজে করি : কাগজ দিয়ে 'লাজুক খ্যাঁক'-কে তৈরী করি ।

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।

অনেক দিন ধরেই ভাবছিলাম যে নতুন কিছু দিয়ে"লাজুক খ্যাঁক"-এর একটা মডেল তৈরী করলে কেমন হয়।তাই বানিয়ে ফেললাম লাজুক খ্যাক মডেল ব্যাঙ।
তো চলুন ধাপে ধাপে শুরু করা যাক আমাদের আজকের মিশন - ব্যাঙ দিয়ে "লাজুক খ্যাঁক"-এর মডেল তৈরী করি।



received_3032218093714584.jpeg

প্রথমে কালার কাগজ নিলাম একটি।





IMG_20210827_115015.jpg

এরপরে ছবিতে যেভাবে আছে সেইভাবেভাজ করলাম।





received_1813387312167312.jpeg

ভাজ করে পাশ কেটে ফেললাম ছবিতে দেখা যাচ্ছে।





received_995864257651543.jpeg

এরপর এভাবে করতে হবে ।





received_321050523121864.jpeg





received_646855026290865.jpeg

এরপর ভাজ করা কাগজের একমাথা আবার ভাজ করতে হবে ছবির মতো।





received_987174695459166.jpeg

এভাবেই পুরো কাগজের দুই মাথাই ভাজ করতে হবে ছবিটির মতো।





received_1633180453554235.jpeg

তারপর এভাবে করতে হবে একপাশ।





received_449378952781836.jpeg

পরের পাশ ও এমন করতে হবে।





received_923848238345092.jpeg

দুইপাশ ভাজ করে এমন হবে।





received_233974155309776.jpeg

এরপর ছোট পাশ গুলি এমন ভাজ করতে হবে।





received_168732065310165.jpeg

ভাজ করে এমন হবে।





received_1058762388202046.jpeg

এরপর এটিকে উল্টিয়ে নিয়ে এমন করতে হবে।





received_263268998747597.jpeg

উল্টিয়ে নিয়ে উপর পাশের এক পাশ এমন করে ভাজ করতে হবে ।





received_2955350568010726.jpeg

দুইপাশ এমন ভাজ করে নিতে হবে।





IMG_20210827_114247.jpg

এরপর উল্টিয়ে নিচের পেছনের পাশ এমন ভাজ করতে হবে।





IMG_20210827_114330.jpg

ভালোমতো ভাজ করেই উপর পাশ সামনে এনে বসালেই বাছ।





IMG_20210827_114113.jpg

হয়ে গেলো লাজুক খ্যাক মডেল ব্যাঙ।





IMG_20210827_114145.jpg

অবশেষে ধাপে ধাপে বানানো দেখিয়ে হয়ে গেলো লাজুক খ্যাক মডেল ব্যাঙ।



ধন্যবাদ

Sort:  
 3 years ago 

আপনাকে আমি মেসেজে যে ভাবে গাইড করেছি । দয়াকরে সেই গুলো ফলো করার চেষ্টা করুন । ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ৷ ভাই

 3 years ago 

বাহ!সুন্দর লাজুক খ্যাঁক এর মডেল করেছেন ভাই। সুন্দরভাবে ধাপ আকারে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাই

 3 years ago 

লাজুক খ্যাক এখন জনপ্রিয় দুটি শব্দের নাম। আপনার ব্যাঙ এর মডেলটি অনেক সুন্দর হয়েছে।

 3 years ago 

ধন্যবাদ ভাই সুন্দর কমেন্টস এর জন্য

 3 years ago 

আপনাকে স্বাগতম।

 3 years ago 

খুব সুন্দর একটি বিষয় ধারাবাহিকভাবে তুলে ধরেছেন। পোস্টটি খুবই দারুন হয়েছে। আশা করছি আগামী তেও এমন ব্যতিক্রমধর্মী এবং অসাধারণ মডেল তৈরি করে আমাদের সামনে উপস্থাপন করবেন।

 3 years ago 

অবশ্যই চেষ্টা করবো।ধন্যবাদ ভাই

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.17
JST 0.028
BTC 69086.63
ETH 2471.20
USDT 1.00
SBD 2.39