আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ১১ || শীতকালীন প্রাকৃতিক দৃশ্য || @shy-fox 10% beneficiary]

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুয়ালাইকুম আদাব


কেমন আছেন আমার বাংলা ব্লগ এর সকল বন্ধুরা ? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আমার বাংলা ব্লগ কর্তৃক আয়োজিত শীতকালীন প্রাকৃতিক দৃশ্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেছি।
আমার আজকের ছবিগুলো দুটি ভাগে তোলা শীতকালীন ফটোগ্রাফি ।

IMG_20220131_185426.jpg

IMG_20220131_185417.jpg

IMG_20220131_185358.jpg

IMG_20220131_185252.jpg

IMG_20220131_185208.jpg

IMG_20220131_184808.jpg

IMG_20220131_185503.jpg

IMG_20220131_185452.jpg

IMG_20220131_185443.jpg

IMG_20220131_185408.jpg



প্রথম ফটোগ্রাফি তোলা কুয়াশাচ্ছন্ন সকাল বেলা ।মাঘের সকাল বেলা ।শীত কুয়াশা মিলে একাকার এই মুহূর্তটি ক্যাপচা করেছি।আর শেয়ার করেছি ।



IMG_20220131_185208.jpg

https://w3w.co/farmland.juicy.blogs.


শীতের ভোর বেলার পরে বেলা যখন অর্ধেক তখন উঠানো ফটোগ্রাফি ।সূর্য্য মামাকে সকালে দেখলাম এই শীতে গাছের আরাল থেকে ।খুবই অসাধারন অনুভূতি ছিল একটা শীতকালীন প্রকৃতিক দৃশ্য।

IMG_20220131_185417.jpg

https://w3w.co/dampen.goad.discussed.


এই ফটোগ্রাফিটি দুপুরের পর হালকা কুয়াশাচ্ছন্ন গাছে একটি পাখি বসে বসে নিজের কারও জন্য অপেক্ষা করছে ।প্রকৃতিক দৃশ্য শীতকালীন ফটোগ্রাফি হিসেবে চমৎকার লাগবে তাই শেয়ার করলাম।

IMG_20220131_185358.jpg


শীতকালীন এক বিকালে সূর্য্যিমামা অস্তযাচ্ছে তখনকার মুহূর্তে তোলা ফটোগ্রাফি ।শীতকালীন প্রকৃতিক দৃশ্যটি আমার কাছে অসাধারন লেগেছে ।তাই আমার বাংলা ব্লগ কন্টেষ্টে শেয়ার করলাম ।

IMG_20220131_185252.jpg

https://w3w.co/months.unsecured.mows.


এই শীতের প্রচুর ঠান্ডায় ।সন্ধ্যার পরে বন্ধুরা একটু সময় পাস করার জন্য ,শরীর চাঙ্গা করার জন্য কুয়াশা চারপাশে ।তবুও ব্যাডমিন্টন খেলছে আর মজা নিচ্ছে ।এই মুহূর্ত ফটোক্যাপচা করি এবং রেখে দেই ।পরে এখন কাজে লাগাই শীতকালীন প্রকৃতিক দৃশ্যে ।আশা করি ভাল লাগবে ।

IMG_20220131_185426.jpg

https://w3w.co/upon.digitally.noun.


শীতকাল মানেই পিঠার ছড়াছড়ি ।পিঠা শীতকাল ছাড়া ভালো লাগেনা ।যখন যার সময় তখন সেটা দামী হয় ।শীত কালে অনেক পরিবার এমন আছে খুব ব্যস্ত থাকে বাড়িতে পিঠা বানায় খেতে পারেনা ।তখন বাহিরে যারা পিঠা বানায় তাদের কাছ থেকে এনে খায় ।এমন একজনের কাছ থেকে পিঠা নেওয়ার সময় ফটোগ্রাফি আশা করি ভাল লাগবে ।

IMG_20220131_184808.jpg

https://w3w.co/truckload.carver.kickers.



ভ্রমনের সময় তোলা শীতকালীন প্রকৃতিক দৃশ্য এর কিছু ছবি ।



IMG_20220131_185408.jpg
https://w3w.co/understands.catalyst.aromas.

দেশের বাড়ি পিরোজপুর জেলার হুলারহাট এর নদী কালীগঙ্গা নামে পরিচিত ।আমার শৈশব কালের নদী ।কতো বন্ধুদের নিয়ে গোসল করেছি, নৌকায় ঘুরেছি ।এই নদীর লঞ্চঘাট থেকে উঠে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম সেই সময় কুয়াশাচ্ছন্ন নদীর তোলা শীতকালীন প্রকৃতিক দৃশ্য ।


IMG_20220131_185443.jpg
https://w3w.co/webbing.evenly.ices.

নদীপথে যাত্রার শুরু করে অনেক ঘাটে থামে লঞ্চ এরমধ্যে একটি ঘাট সন্ধ্যায় কুয়াশাচ্ছন্ন বানোড়িপাড়া লঞ্চঘাটে মালামাল ও প্যাসেঞ্জার উঠানোর পরে ছেড়ে দেওয়ার সময় তোলা ফটোগ্রাফি ।


IMG_20220131_185452.jpg
https://w3w.co/loaf.twig.reflected.

সারা রাত্র শীতে লঞ্চে কাটিয়ে ভোর ভোর টাইমে ঢাকায় সদর ঘাটে ঢোকার আগে আগে নতুন বানানো ব্রীজের সাথে কুয়াশাচ্ছন্ন শীতকালীন নদীর ফটোগ্রাফি । শীতকালীন প্রকৃতিক দৃশ্যে ভরপুর নদীমাত্রিক দেশ বাংলাদেশ ।


IMG_20220131_185503.jpg
https://w3w.co/harvest.safari.caused.

এই ফটোটি লঞ্চ সদরঘাটে প্রবেশ করার পর থামার আগের ভোরের সময় ছবি । লঞ্চের যাত্রার সময় এর মুহুর্ত খুবই আনন্দের ছিল ।আনন্দ বেশি ছিল কারন শীতকাল ছিল । নদীর চারপাশ ছিল একটা ঠান্ডা ঠান্ডা রোমাঞ্চকর মুহুর্ত বন্ধুদের সাথে ।এই ছিল ভ্রমনের সময় শীতকালীন প্রকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি ।


এই ছিল আমার শীতকালীন প্রকৃতিক দৃশ্যের কিছু ফটোগ্রাফি আশা করি ভালো লাগবে সবার ।করোনায় সবাই বিনাপ্রয়োজনে বাহিরে ঘুরাফেরা না করে ঘরে থাকুন সুস্থ থাকুন ।ধন্যবাদ সবাইকে ।


ফোনের বিবরণ

ক্যামেরাRedmi 5
বিষয়আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা -১১-শীতকালীন প্রাকৃতিক দৃশ্য।
ক্যাপচার@khan55
অবস্থানরংপুর দিনাজপুর -পার্বতীপুর পিরোজপুর - হুলারহাট-বাংলাদেশ ।


Sort:  

image.png

আপনার কনটেস্ট অংশগ্রহণ দেখে খুবই ভালো লাগলো ভাইয়া। প্রত্যেকটি ছবি খুবই সুন্দর ভাবে ক্যাপচা করেছেন এবং অনেক বিস্তারিত একটা আলোচনাও করেছেন। সত্যিই খুব ভাল লাগল পিকচার গুলো দেখে। সত্যি মনে হচ্ছিল শীতকালটা অনেক সুন্দর। এভাবেই এগিয়ে যান ভাইয়া প্রত্যেকটি কনটেস্ট অংশগ্রহণ করে এই কামনাই করি।

 2 years ago 

আপনার জন্য অনেক ধন্যবাদ রইলো ভাই

 2 years ago 

ভাইয়া আপনি শীতকালীন প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফির প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে খুব ভালো লাগলো। আমি বাইরে থাকার কারণে অংশগ্রহণ করতে পারলাম না। ভাইয়া আপনার শীতকালীন প্রাকৃতিক দৃশ্য ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। আমার দেখে মন ছুয়ে গেল, যেন প্রকৃতির মাঝে হারিয়ে গেল। পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

শীতকালীন ফটোগ্রাফী কনটেস্ট আপনি অংশগ্রহণ করেছেন এবং দারুন দারুন ফটোগ্রাফি আমাদেরকে শেয়ার করেছেন। একটা দিনের বিভিন্ন সময়ের ফটোগ্রাফি গুলো খুব সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন। আর এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য আপনার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা।

 2 years ago 

আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ভাই।

 2 years ago 

শীতকাল আসলেই একসময় ব্যাডমিন্টন খেলা আমার নেশা ছিল। কিন্তু এখনকার হয়ে ওঠেনা বন্ধুবান্ধবরাও কেউ নেই তাই খেলতেও আর তেমন আগের মত আগ্রহ জাগে না। আর আপনার ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাই

 2 years ago 

আপনি খুব সুন্দর ভাবে শীতকালীন প্রাকৃতিক দৃশ্যগুলো আমাদের মাঝে তুলে ধরেছেন এবং শীতকালে আমাদের জীবনব্যবস্থা কেমন হয় তা সুন্দর ভাবে আপনার ছবির মাধ্যমে প্রকাশ করেছেন। খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন প্রতিটি ফটোগ্রাফি। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ রইলো পোষ্টটি দেখার জন্য।

 2 years ago 

অনেক চমৎকার ছিল ভাই।
প্রতিযোগিতায় অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। এবং আপনি প্রমান করলেন সর্বোচ্চ সুন্দর ভাবে আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।

আমিও আজকে রাতে পোস্ট করব আমার বাংলা ব্লগ প্রতিযোগিতার অংশবিশেষ হিসেবে।

 2 years ago 

ধন্যবাদ আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ভাই।

 2 years ago 

আপনিতো শীতকালীন ফটোগ্রাফি প্রতিযোগিতার অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি নিয়ে অংশগ্রহণ করেছেন। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি শীতকালীন মুহূর্তে ঘেরা। ব্যাডমিন্টন খেলার ফটোগ্রাফিতে অসাধারণ হয়েছে। কুয়াশায় ভরা ফটোগ্রাফি গুলো সুন্দর হয়েছে। আর সবথেকে ভালো লেগেছে লঞ্চের ফটোগ্রাফি টা। প্রতিযোগিতার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো আপু।

 2 years ago 

আপনার তোলা প্রতিটি ছবি বেশ ভালো ছিল। আমার কাছে ব্যাডমিন্টন খেলার ছবিটি বেশ আকর্ষণীয় ছিল। কেননা এই খেলাটি আমার সবচাইতে প্রিয়। শীত আসলেই আমরা মেতে উঠি এই খেলায়। এছাড়া প্রথম ছবি টাও প্রশংসা পাবার যোগ্য। শেয়ার করার জন্য ধন্যবাদ

 2 years ago 

সুন্দর কমেন্টস এর জন্য ধন্যবাদ ভাই ।

 2 years ago 

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

ওয়াও! ভাই আমি আপনার ফটোগ্রাফি দেখে পুরো মুগ্ধ হয়ে গেলাম। আপনি অসাধারণ ভাবে প্রতিটি ছবি ক্যাপচার করেছেন। আপনার ফটোগ্রাফির হাত অনেক পাকা বলতেই হবে। আপনার ভাপাপিঠা বানানোর ছবিট বেশ ইউনিক লেগেছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

 2 years ago 

আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ভাই।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 66552.34
ETH 3451.80
USDT 1.00
SBD 2.65