"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা-১৩||শেয়ার করো তোমার বসন্তের ফটোগ্রাফি||10% for shy-fox]

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আসসালামু আলাইকুম আদাব


কেমন আছেন আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা । আশা করি সবাই ভালো আছেন । আমিও ভালো আছি । বসন্তের সুন্দর একটা আবহাওয়া চলতেছে । এই আবহাওয়ায় ফুলের গন্ধে চারদিক মেতে আছে । বিভিন্ন ফুলের গন্ধ ভেসে বেড়ায় এখন। সেই রকম কিছু ফুলের ফটোগ্রাফি নিয়ে বসন্তের ফুলের ফটোগ্রাফি কনটেস্টে- ১৩ অংশগ্রহন করতেছি ।

বসন্ত ছয় ঋতুর শেষ ঋতু। ফাল্গুন এবং চৈত্র মাস নিয়ে হয় বসন্ত কাল। বসন্ত কালের আগমনে শীত চলে যায় আস্তে আস্তে । পৃথিবীর অনেক প্রান্তে এই ঋতুতে ফুল ফুটে, নতুন গাছের পাতা গজায়, নতুন গাছের জন্ম হয়। এর ফলে গাছপালা বেড়ে উঠে, ফুল ও ফলের পরবর্তী বেড়ে ওঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বসন্তকাল নবযৌবনা রূপ নিয়ে অজস্র ফুল, পাখি, পত্রপল্লব, বর্ণ গন্ধ, সুর ও ছন্দ একসাথে জড়ো করে হাজির হয়। তার আগমনে প্রকৃতি যেন অকস্মাৎ ঝলমলিয়ে হেসে ওঠে।


বসন্তের ফুলের ফটোগ্রাফি :


ডালিয়া পিনাটা ফুল


ডালিয়া পিনাটা হল ডাহলিয়া প্রজাতির একটি প্রজাতি, Asteraceae পরিবার, যার সাধারণ নাম বাগান ডালিয়া। এটি গণের প্রকারের প্রজাতি এবং ব্যাপকভাবে চাষ করা হয় । দেখতে খুবই সুন্দর লাগে এই ফুলটি ।

IMG_20220223_142535.jpg

https://w3w.co/predetermined.makeup.tangled


সাদা ডায়ান্থাস ফুল :


ডায়ান্থাস ক্যারিফিলাস পরিবারের ৩০০ প্রজাতির সপুষ্পক উদ্ভিদের একটি প্রজাতি। এটি মূলত ইউরোপ ও এশিয়ার স্থানীয় হলেও, দক্ষিণ থেকে উত্তর আফ্রিকায় এর বিস্তৃত কিছু প্রজাতি এবং উত্তর আমেরিকার একটি প্রজাতি রয়েছে।

IMG_20220223_142156.jpg

https://w3w.co/predetermined.makeup.tangled


প্লক্স ড্রামনডাইআই


প্লক্স ড্রামনডাইআই হল Polemoniaceae পরিবারের Phlox গণের একটি ফুলের উদ্ভিদ। টেক্সাসের স্থানীয়, এটি দক্ষিণ-পূর্ব মার্কিন যুক্তরাষ্ট্রে বিশেষ করে পাবলিক হাইওয়েতে ব্যাপকভাবে বিতরণ করা হয়। P. drummondii প্রায়ই একটি শোভাময় উদ্ভিদ হিসাবে ব্যবহৃত হয়।

IMG_20220223_142137.jpg

https://w3w.co/predetermined.makeup.tangled


সারফিনিয়া :


IMG_20220223_142105.jpg

https://w3w.co/predetermined.makeup.tangled


সারফিনিয়া ফুল


সারফিনিয়া আসলে এক ধরনের ঝুলন্ত পেটুনিয়া যেটিতে কয়েকশো ছোট ঘণ্টার আকৃতির ফুল থাকে। এটি প্রায়শই বারান্দা এবং ডেক ওভারহ্যাংগুলিকে ঢেকে একটি ক্যাসকেডিং ফুল হিসাবে ব্যবহৃত হয়

IMG_20220223_142009.jpg

https://w3w.co/predetermined.makeup.tangled


পেটুনিয়া ফুল :


পেটুনিয়া হল দক্ষিণ আমেরিকান বংশোদ্ভূত 20 প্রজাতির ফুলের উদ্ভিদের প্রজাতি। একই নামের জনপ্রিয় ফুলটি ফরাসি থেকে এর উপাখ্যানটি এসেছে, যা একটি টুপি-গুয়ারানি ভাষা থেকে পেতুন শব্দটি নিয়েছে, যার অর্থ "তামাক",। একটি কোমল বহুবর্ষজীবী, বাগানে দেখা বেশিরভাগ জাত হাইব্রিড।

IMG_20220223_142002.jpg

https://w3w.co/predetermined.makeup.tangled


গাজানিয়া রিজেন্স ফুল


গাজানিয়া রিজেন্স ফুলকে কখনও কখনও ট্রেজার ফ্লাওয়ার বলা হয়, দক্ষিণ আফ্রিকার স্থানীয় Asteraceae পরিবারের একটি ফুলের উদ্ভিদের প্রজাতি। এটি অন্যত্র প্রাকৃতিক করা হয় এবং একটি শোভাময় উদ্ভিদ হিসাবে ব্যাপকভাবে চাষ করা হয়।

IMG_20220223_141942.jpg

https://w3w.co/predetermined.makeup.tangled


জিনিয়া এলিগেন্স ফুল :


জিনিয়া (বৈজ্ঞানিক নাম Zinnia elegans ইংরেজি নাম: Zinnia) মূলত এর বাহারী রঙের ফুল হিসেবে সুপরিচিত । Asteraceae পরিবারের অন্তর্ভুক্ত একটি বিরুৎ প্রজাতির উদ্ভিদ। জিনিয়া সাদা , হলুদ , লাল , বাদামী , বেগুণী , কমলা , সবুজ হরেক রঙের হয়ে থাকে

IMG_20220223_142118.jpg

https://w3w.co/predetermined.makeup.tangled


বসন্ত ফুলের ফটোগ্রাফিতে আমার অনুভূতি :


বসন্তকাল হলো ঋতুরাজ । এসময় ফুলের সমারোহ চারদিকে । ফুলের গন্ধ চারদিকে মাতিয়ে থাকে। আমি এই বসন্তের ফুলগুলোর ফটোকপি করার সময় আমার এত ভাল লেগেছে তা ভাষায় প্রকাশ করতে পারবোনা । প্রত্যেকটা ফুলের কালার এবং ফুলের ডিজাইন দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম । যদিও ফুল গুলো এভাবেই সারাজীবন থাকবে না , তবুও ফুলকে খুব ভালোবাসি ভালোবেসে এই ফটোগুলোর ফটোগ্রাফি আমি তুলে নিয়েছি । সব ফুলগুলো একই বাগান থেকে একই স্থান থেকে তোলা । তাই আরো বেশি ভালো লেগেছে দেখতে । এটা আমার ফুলগুলো তোলার একটা বিশেষ অনুভূতি ভালোলাগা ।


ক্যামেরাRedmi 5
ফটোগ্রাফি ধরণমোবাইল ফটোগ্রাফি
বিষয়শেয়ার করো তোমার বসন্তের ফুলের ফটোগ্রাফি
লোকেশনপার্বতীপুর,দিনাজপুর

আজকে এই পর্যন্তই। আশা করি আমার বসন্তের ফুলের ফটোগ্রাফি গুলো সকলের ভালো লেগেছে।সবাই সুস্থ ও ভালো থাকবেন।


Sort:  
 2 years ago 

প্রথমে আপনাকে বসন্তের শুভেচ্ছা জানাই। আপনার ফুলের ফটোগ্রাফি গুলো খুবই অসাধারণ হয়েছে। প্রত্যেকটি ফটোগ্রাফি আমার খুব ভালো লেগেছে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অনেক অনেক অভিনন্দন জানাই। আশা করছি আপনি প্রতিযোগিতা প্রথম সারিতে অবস্থান করবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ সংবেদনশীল মন্তব্যের জন্য ।শুভেচ্ছা রইল ।

 2 years ago 

যেন অপরূপ সৌন্দর্যের এক অন্যতম উদাহরণ হচ্ছে ফুল। অনেক সুন্দর ভাবে ফুলগুলোর ফটোগ্রাফি করেছেন সেটা দেখেই বোঝা যাচ্ছে। প্রতিটা ফুলের ছবি আমার কাছে অনেক ভাল লেগেছে তবে ৮ নং ফুলের ছবিটা আমার কাছে বেশি ভালো লেগেছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ভাইয়া।

 2 years ago 

ধন্যবাদ সংবেদনশীল মন্তব্যের জন্য ।শুভেচ্ছা রইল ।

 2 years ago 

প্রথমেই আপনাকে বসন্তের এই কনটেস্টে ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য অগ্রিম অভিনন্দন জানাচ্ছি। আর আপনার প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনার প্রতিটি ফটোগ্রাফি অসাধারণ, আসলে ফুল গুলো দেখতে অনেক সুন্দর। অনেক অনেক ধন্যবাদ স্যার আপনার জন্য অনেক শুভেচ্ছা রইল।

 2 years ago 

ধন্যবাদ সংবেদনশীল মন্তব্যের জন্য ।শুভেচ্ছা রইল ।

 2 years ago 

ভাইয়া ফুলগুলোর নাম দিয়ে দিলে আমরা জানতে পারতাম,যে গুলো নাম আমরা জানি না।সব গুলোই ফুল সুন্দর। কনটেস্টে অংশগ্রহণের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভেচ্ছা রইল।

 2 years ago 

ধন্যবাদ সংবেদনশীল মন্তব্যের জন্য ।শুভেচ্ছা রইল ।

প্রথমে অনেক ধন্যবাদ জানাই আপনাকে সুন্দর একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনার প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে কোনটা রেখে কোনটা প্রশংসা করবো বুঝতেই পারছিনা ধন্যবাদ আমাদের সাথে আপনার সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য ফুলগুলো সম্পর্কে বর্ণনা দিলে অনেক ভালো হতো শুভেচ্ছা রইল আপনার জন্য

 2 years ago 

ধন্যবাদ সংবেদনশীল মন্তব্যের জন্য ।শুভেচ্ছা রইল ।

 2 years ago 

আপনার ফটোগ্রাফি গুলো দেখে বেশ ভালো লাগলো। আপনি দারুন ফটোগ্রাফি করেছেন কিন্তু এগুলো কি বসন্তের ফুল আমার এটা অজানা রইল।

 2 years ago 

ধন্যবাদ সংবেদনশীল মন্তব্যের জন্য ।শুভেচ্ছা রইল ।

 2 years ago 

বাহ বসন্তের শুরুতে খুব সুন্দর কিছু ফুল দেখতে পারলাম। এবং ফুলের ফটোগ্রাফি গুলো খুবই চমৎকার ছিল। এবং আপনি ফটোগ্রাফির সাথে খুব সুন্দর কথা লিখেছেন যেটি ফটোগ্রাফির মান কে আরো বাড়িয়ে দিয়েছে। শুভেচ্ছা রইল আপনার জন্য প্রতিযোগিতায়।

 2 years ago 

ধন্যবাদ সংবেদনশীল মন্তব্যের জন্য ।শুভেচ্ছা রইল ।

প্রথমেই আপনাকে বসন্তের শুভেচ্ছা জানাই। ভাই অনেক সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। তবে ফটোগ্রাফি গুলো সম্পর্কে একটু ধারণা দিলে ভালো হতো। ফটোগুলো দেখে বোঝা যাচ্ছে আপনি ভালোই ফটোগ্রাফি করতে পারেন। ধন্যবাদ আপনাকে। আপনার প্রতি শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ সংবেদনশীল মন্তব্যের জন্য ।শুভেচ্ছা রইল ।

 2 years ago 

খুবই সুন্দর সুন্দর ফুল দিয়ে কন্টেস্টে অংশগ্রহণ করছেন। প্রতিটা ফুলের ফটোগ্রাফি অনেক ভালো ছিল আশা করি ভালো কিছু হবে।দেখা যাক রেজাল্ট কি হয় আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।শুভ কামনা রইল আপনার জন্য

 2 years ago 

ধন্যবাদ সংবেদনশীল মন্তব্যের জন্য ।শুভেচ্ছা রইল ।

 2 years ago 

ফুল আমার অনেক পছন্দ সেটা যে ফুলি হয়ে থাকুক না কেন। আপনি অসাধারণ কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন এবং আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এগিয়ে যান আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ সংবেদনশীল মন্তব্যের জন্য ।শুভেচ্ছা রইল ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 61263.81
ETH 2676.81
USDT 1.00
SBD 2.59