এসো নিজে করি: "রঙিন কাগজ দিয়ে হাত পাখা তৈরি" ||[১০% লাজুক খ্যাঁকের জন্য]

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভাল আছেন ।আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি।আজ আমি আপনাদেরকে রঙিন কাগজ দিয়ে হাত পাখা তৈরি করে দেখাবো।রঙিন কাগজ দিয়ে অনেক কিছু তৈরি করা যায়।আমি এর আগে সবাইকে রঙিন কাগজ দিয়ে বিভিন্ন জিনিস বানাতে দেখেছি।আমি ও এর আগে কিছু দু একটা বানিয়েছি।।এখন আরও ভালো একটু চেষ্টা করতেছি।আশা করছি আপনাদের ভালো লাগবে।তাহলে চলুন শুরু করি রঙিন কাগজ দিয়ে হাত পাখা তৈরি ।

রঙিন কাগজ দিয়ে হাত পাখা তৈরি ::


IMG_20211022_225858.jpg


উপকরন সমূহ :


০১।রঙিন কাগজ নিতে হবে ১০*২৯ সেঃমিঃ তিন টুকরো।

০২।আরও দু টুকরো নিতে হবে পাখার লাঠির জন্য।

০৩।গাম বোতল একটি।

০৪।সাদা কসটপ একটি।

০৫।স্কেল একটি।


IMG_20211022_230511.jpg


ধাপে ধাপে হাত পাখা বানাই :


প্রথম ধাপ :


IMG_20211022_230458.jpg


প্রথম ধাপে ১০ *২৯ সাইজের তিনটি রঙিন কাগজ নিতে হবে বড় কাগজ থেকে স্কেল দিয়ে মাপ নিয়ে ।এরপর একটি একটি করে রঙিন কাগজ কে ছবির মতো করে ভাজ করতে হবে পুরো কাগজটি ।


দ্বিতীয় ধাপ :


IMG_20211022_230345.jpg


এই ধাপে তিনটি রঙিন কাগজের টুকরোকে এই ভাবে করতে হবে ভাজ করে করে ।ঠিক পাখার ভাজের মতো ।


তৃতীয় ধাপ :


IMG_20211022_230403.jpg

IMG_20211022_230447.jpg


তৃতীয় ধাপে পাখার নিচের লাঠি বানাতে হবে ।আরও দুটি রঙিন কাগজ দিয়ে পেচিয়ে পেচিয়ে ।শেষে গাম দিয়ে আটকে দিতে হবে ।যাতে খুলে না যায় ।এভাবেই দুটো লাঠি বানাতে হবে ।


চতুর্থ ধাপ:


IMG_20211022_230434.jpg


এই ধাপে তিনটি রঙিন কাগজ ও ভাজ করা হয়ে গেছে ।এবং দুটি পাখার লাঠিও বানানো শেষ হয়েছে ।


পঞ্চম ধাপ :


IMG_20211022_230330.jpg


পঞ্চম ধাপে প্রথম তিন টুকরো ভাজ করা রঙিন কাগজ আঠা দিয়ে একটার সাথে আর একটা এভাবেই তিনটাই জোড়া লাগাতে হবে ।


ষষ্ট ধাপ :


IMG_20211022_230317.jpg


এই ধাপে এ ভাবেই তিনটি রঙিন কাগজ জোড়া লাগিয়ে একটু রেখে দিতে হবে শুকানোর জন্য।


সপ্তম ধাপ :


IMG_20211022_230306.jpg


এই ধাপে তিনটি জোড়া লাগানো কাগজ এর গোরা গুলো চেপে একসাথে আনতে হবে।


অষ্টম ধাপ :


IMG_20211022_230255.jpg


এই ধাপে তিনটি কাগজের গোড়া একসাথে আনার পরে সাদা কস টেপ দিয়ে গোরাটি আটকাতে হবে যাতে চাপে খুলে না যায়।


নবম ধাপ :


IMG_20211022_230242.jpg


কস টেপ দিয়ে আটকানোর পরে এমন ভাবে করা যাবে ছবির মতোন ।একটি পাখার মতো হয়ে আসবে গঠনটি ।


দশম ধাপ :


IMG_20211022_230231.jpg

IMG_20211022_230201.jpg


এই ধাপে পাখার সাথে লাঠিগুলো লাগানোর জন্য দুই পাশেই আঠা লাগাতে হবে ।পাখার কাগজেও আঠা লাগাতে হবে ।


এগারোতম ধাপ :


IMG_20211022_230114.jpg

IMG_20211022_230057.jpg


তার পরে এই ধাপে আঠা লাগানো লাঠি দুটো পাখার কাগজ এর সাথে লাগাতে হবে।ভালো করে ।


বারোতম ধাপ :


IMG_20211022_230011.jpg


এই ধাপে লাঠি লাগিয়ে একটু রাখতে হবে ।তার পরে এমন হবে ।


IMG_20211022_225844.jpg



ফাইনাল ধাপ :


IMG_20211022_225858.jpg


বাছ এই ধাপে হয়ে গেলো হাতের বানানো রঙিন কাগজের পাখা ।আশা করি ভালো লাগবে ।


IMG_20211022_225822.jpg


ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

ওয়াও অসাধারণ হয়ছে কাগজের তৈরি হাত পাখাটি। খুব ভালো একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে

 3 years ago 

আপনাকে ও ধন্যবাদ

 3 years ago 

আগে যখন স্কুলে পড়তাম তখন মাঝে মধ্যে স্কুলে কারেন্ট চলে যেত তখন খুব গরমও লাগতো আর এই গরম থেকে বাঁচার জন্য থেকেই হাত-পাখাটি ই আমরা বানাতাম। খুব ভালো লাগতো আসলে এসব বানাতে, বাতাস করতে, আলাদা একটা মজা কাজ করতো। আজকে অনেকদিন পর আপনার কাছ থেকে দেখলাম। অনেক ধন্যবাদ পুরনো স্মৃতি মনে করিয়ে দেওয়ার জন্য।

 3 years ago 

সুন্দর কমেন্টস এর জন্য ধন্যবাদ

 3 years ago 

আপনি আদিও প্রাচীন যুগের হাত পাখা তৈরি করেছেন। দেখে খুবই ভালো লাগলো। তাই আমার পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ ভাই

 3 years ago 

আপনি রঙিন পেপার দিয়ে খুব সুন্দর হাত পাখা তৈরি করেছেন দেখতে অসাধারণ লাগছে আমার কাছে খুবই ভাল লেগেছে আপনার জন্য শুভকামনা থাকলো

 3 years ago 

ধন্যবাদ ভাই

 3 years ago 

আসলেই এই হাতপাখা আমরা কত কি দিয়ে তৈরি করতাম।বাতাস খাওয়ার জন্য। বাড়িতে স্কুলে কলেজে এবং আসলেই আপনি এ শৈশবের কথা মনে করায় দিলেন। আপনি রঙিন কাগজ দিয়ে হাত পাখা তৈরি করেছেন। অনেক ভাল ছিল। অত্যন্ত সুন্দর ভাবে আমাদের মাঝে পরিবেশন করেছেন। যা দেখে খুবই ভালো লাগলো। পাখা খুব প্রয়োজনীয় একটি জিনিসই গরমের সময়। আপনি খুব দক্ষতার পরিচয় দিলেন

 3 years ago 

ধন্যবাদ আপনার সুন্দর কমেন্টস এর জন্য।

 3 years ago 

আপনার তৈরির দৃশ্যটি ঠিক তালের পাখার কথা স্মরণ করিয়ে দেয়। তালের পাতা দিয়ে এই রকম পাখা তৈরি করে ব্যবহার করতো মানুষ। বিশেষ করে গ্রাম বাংলায় যা এখন বিলুপ্তির পথে। অসম্ভব সুন্দর ছিল আপনার তৈরি পাখা।

 3 years ago 

ধন্যবাদ ভাই

 3 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে যে এত সুন্দর পাখা তৈরি করা যায় তা আমি আগে কল্পনাও করতে পারিনি। আপনি খুব সুন্দর ভাবে একটি পাখা তৈরি করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ আপু

ভাইয়া আপনি গরমের জন্য অনেক সুন্দর একটি হাতপাখা বানিয়েছেন রঙিন কাগজ দিয়ে। তবে এটা এখন যত্নসহকারে রাখি দিয়েন। কেননা ঠান্ডা আবাশ চলে এসেছে। ধন্যবাদ সুন্দর একটি পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ সুন্দর মতামতের জন্য

 3 years ago 

যে গরম পরছে আর এ সময় একটা হাত পাখা হলে মন্দ হয় না বেশ ভালোই হয়। আপনি রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি পাখা তৈরি করেছেন দেখে খুবই ভালো লাগলো। আপনার রঙিন পাখা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে উপস্থাপন করেছেন। পাখা টা আমাকে দিয়েন একদিন বাতাস খেয়ে আপনাকে ফেরত দিবোনি 😃😃শুভকামনা রইলো আপনার জন্য

 3 years ago 

আবশ্যই দিবো ঠিকানা দিয়েন ।ধন্যবাদ সুন্দর কমেন্টেস এর জন্য

 3 years ago 

আপনার এই পাখাটি সত্যি খুব সুন্দর হয়েছে‌ ভাইয়া। আপনি এটি খুব সহজ ও সুন্দর ভাবে তৈরি করেছেন। এবং সুন্দরভাবে উপস্থাপন করেছেন। শুভেচ্ছা রইল।

 3 years ago 

ধন্যবাদ আপু

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 68523.63
ETH 3260.51
USDT 1.00
SBD 2.66