আমার যাত্রার কয়েকটি রেনমড ফোটোগ্রাফি ।।১৭,১১,২০২১ ( 10% shy-fox)

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু-আলাইকুম। আদাব । মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন ।আজ আমি কিছু আমার বিগত নদী পথে যাত্রার কিছু ফটোগ্রাফি শেয়ার করবো ।আমার দেশের বাড়ি হলো বাংলাদেশের দক্ষীনঅঞ্চল বরিশালের মধ্যে একটি জেলা পিরোজপুরে ।নদী দিয়ে চারপাশ ঘেরা একটি দ্বীপ এর মতো ।বেশি ভাগ মানুষ যাত্রা করে নদী পথে লঞ্চ স্টীমারে । যদিও যাত্রাতে সময় বেশি লাগে ।তবুও অনন্দ উপভোগ করে সময় পার হয় । আমার দেশেরবাড়ি থেকে বড় বড় লঞ্চে করে ঢাকা যাওয়া যায় খুলনা যাওয়া যায় ।নদী গুলোতে বড় বড় তিন তলা বিশিষ্ট লঞ্চগুলি চলে ।আমার দেশের বাড়ির যে ঘাট থেকে লঞ্চ ছাড়ে সে ঘাটের নাম হুলারহাট ।এখান থেকে লঞ্চ ছাড়ে বিভিন্ন স্থান হয়ে রাজধানী ঢাকার উদ্দেশ্যে যায় ।প্রতিটি লঞ্চ ঘাটে থামে যাত্রী নেয় তখন লঞ্চ থামার চিত্রটি ভালোই লাগে ।নদীমাত্রীক দেশে নদীপথে যাত্রার একটা আলাদাই আনন্দ ।চলুন আমার নদী পথে লঞ্চে যাত্রার কিছু ফটোগ্রাফী দেখে নেই ।আশা করি ভালো লাগবে।


আমার ফটোগ্রাফি :


01

IMG_20211117_102918.jpg

লোকেশন

এই ফটোটি আমার দেশের বাড়ির লঞ্চঘাট হুলারহাট নামে পরিচিত ।এখান থেকে তিন টি লঞ্চ ঢাকার দিকে ছেড়ে যায় ।আর একটি সরকারি লঞ্চ রকেট নামে ছাড়ে ।আমি গত ১৪/১০/২০২১ তারিখে দেশের বাড়ি থেকে ঢাকার দিকে রওনা দেই ।


02


IMG_20211117_102717.jpg

এটি এম ভি ফারহান-১০ লঞ্চ ।এই লঞ্চে করে যাত্রা শুরু করি ।


03


IMG_20211117_102933.jpg

এটি হুলারহাট নদী কালীগঙ্গা থেকে ছেড়ে গাফখান নদীতে প্রবেশ করে তখন ।


04


IMG_20211117_102821.jpg

এটি হুলারহাট ঘাট থেকে ছেড়ে কাউখালী উপজেলার লঞ্চঘাটে থামার সময় এর ছবি ।

লোকেশন


05


IMG_20211117_102842.jpg

এরপর কৌরিখারা লঞ্চ ঘাটে যাত্রী উঠানোর জন্য থামানোর সময় এর ফটো ।


06


received_307528910972913.jpeg

এটি বানোরিপাড়া লঞ্চঘাট।এখান থেকে অনেক যাত্রি ও মালামাল উঠানোর পর দেরি করে ছাড়ছিলো লঞ্চ।


07

received_623567525681631.jpeg

এটি বানোরি পাড়ার পরে লোকাল লঞ্চঘাট ।


08


received_198438032435522.jpeg

এটি লঞ্চের ভিতরে ক্যাবিনের ছবি।ক্যাবিনের ভাড়া অনেক কারন ক্যাবিনগুলো খুব সুন্দর করে ডেকরেট করা ।


9


received_319574096646634.jpeg

এটি লঞ্চের সাদের উপরের ছবি ।


10


IMG_20211117_102904.jpg

এটি ঢাকার ভিতরে ঢোকার মুখের ছবি ।


11


received_1197061057485225.jpeg

এটি সদরঘাটের কাছাকাছি সময়ের ছবি ।


12


received_573662730413545.jpeg

এটি সদরঘাট লঞ্চঘাটে থামা অবস্থার ছবি ।সদরঘাট খুব জানজটে ভরা একটি যায়গা ।খুব কষ্ট করে বের হতে হয়েছিলো ।


photo --Realmi C205s।

Photo by -@khan55

Default -camera

Locaaation-বাংলাদেশ ।

ধন্যবাদ সবাইকে পোষ্টি দেখার জন্য ।


Sort:  
 3 years ago 

যাত্রা পথের ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। প্রতিদিনের বাস্তবিক চিত্র তুলে ধরেছেন যা প্রতিনিয়ত ক্রমবর্ধমান রয়েছে। শুভকামনা রইল আপনার জন্য ধন্যবাদ। ❤️❤️

 3 years ago 

ধন্যবাদ ভাই আপনাকে।

 3 years ago 

আপনার যাত্রা সময়টা আপনি অনেক সুন্দর করে ধাপে ধাপে আমাদের সাথে শেয়ার করেছেন। এবং কি প্রতিটা ঘাটে নামা সহ উল্লেখ করে। আপনার ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে আপনার ফটোগ্রাফি গুলো নিখুঁত দেখার মত ছিল। অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনার যাত্রা টা অনেক সুন্দর ছিল এবং কি সেই সুন্দর সময়টুকু আমাদের সাথে ভাগাভাগি করে নিয়েছেন। আপনার জন্য শুভকামনা রইল ভাই।

 3 years ago 

ধন্যবাদ ভাই এতো সুন্দর কমেন্টস এর জন্য।

 3 years ago 

জীবনে কখনো লঞ্চে উঠার সৌভাগ্য হয়নি। আপনার লঞ্চের ফটোগ্রাফি গুলো দেখে বেশ ভালো লাগল। এবং আপনার যাএাটা অনেক ভালো হয়েছে।

ধন্যবাদ এতো সুন্দর নদী লঞ্চ এর ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।।।

 3 years ago 

ধন্যবাদ আপনার সুচিন্তিতো মন্তব্যের জন্য।

 3 years ago 

আপনার ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। আপনি উপস্থাপন করছেন অনেক সুন্দর। সব মিলিয়ে এক কথায় অসাধারণ ছিলো। আপনার জন্য শুভ কামনা রইলো

 3 years ago 

আপনার জন্যও শুভ কামনা ভাই।

 3 years ago 

🥰🥰🥰

 3 years ago 

👍

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.026
BTC 57213.13
ETH 2415.72
USDT 1.00
SBD 2.40