আমার আজকে" রেনডম সুন্দর পাখিদের ফটোগ্রাফি পর্ব -- ১ "[shy-fox---10%]

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুয়ালাইকুম আদাব


আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা কেমন আছেন । আশা করি সবাই ভালো আছেন । আমিও ভাল আছি। আজকে নতুন কিছু রেনডম পাখির ফটোগ্রাফি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি । আমার আজকের বিভিন্ন পাখিদের ফটগ্রাফি গুলো আশা করি আপনাদের সবার ভাল লাগবে ।


অস্ট্রেলিয়ান পেলিকান পাখি :


অস্ট্রেলিয়ান পেলিকান (Pelecanus conspicillatus) হল Pelecanidae পরিবারের একটি বড় জলপাখি, অস্ট্রেলিয়া এবং নিউ গিনির অভ্যন্তরীণ এবং উপকূলীয় জলে, ফিজিতে, ইন্দোনেশিয়ার কিছু অংশে এবং নিউজিল্যান্ডে একটি ভবঘুরে হিসাবে বিস্তৃত।


received_669570504288484.jpeg


বৃহত্তর ফ্লেমিংগো পাখি


বৃহত্তর ফ্ল্যামিঙ্গো হল ফ্ল্যামিঙ্গো পরিবারের সবচেয়ে বিস্তৃত এবং বৃহত্তম প্রজাতি। এটি আফ্রিকা, ভারতীয় উপমহাদেশ, মধ্যপ্রাচ্য এবং এর মধ্যে পাওয়া যায়

received_668895117861418.jpeg


ধূসর-মাথাযুক্ত সোয়ামফেন পাখি


গ্রে-হেডেড সোয়ামফেন হল মধ্যপ্রাচ্য এবং ভারতীয় উপমহাদেশ থেকে দক্ষিণ চীন এবং উত্তর থাইল্যান্ড পর্যন্ত সোয়াম্পেনগুলির একটি প্রজাতি

received_478851567293915.jpeg


গ্রেট করমোরান্ট পাখি


গ্রেট করমোরান্ট, নিউজিল্যান্ডে ব্ল্যাক শ্যাগ নামে পরিচিত এবং পূর্বে উত্তর গোলার্ধ জুড়ে গ্রেট ব্ল্যাক করমোরান্ট, অস্ট্রেলিয়ায় ব্ল্যাক করমোরান্ট এবং ভারতে বড় করমোরান্ট নামে পরিচিত, সামুদ্রিক পাখির করমোরান্ট পরিবারের একটি বিস্তৃত সদস্য।

received_1084843988755801.jpeg


কালো-মুকুটযুক্ত রাতের হেরন পাখি


কালো-মুকুটযুক্ত নাইট হেরন, বা কালো-কাপড নাইট হেরন, সাধারণত ইউরেশিয়াতে শুধু নাইট হেরন হিসাবে সংক্ষিপ্ত করা হয়, একটি মাঝারি আকারের হেরন যা ইউরোপ, এশিয়া এবং উত্তর ও দক্ষিণ আমেরিকার কিছু অংশ সহ বিশ্বের একটি বড় অংশে পাওয়া যায়। .

received_480481033577375.jpeg


স্কোয়াকো হেরন পাখি


স্কোয়াকো হেরন হল একটি ছোট হেরন, 44-47 সেমি লম্বা, যার শরীর 20-23 সেমি, ডানা 80-92 সেমি। এটি পুরানো বিশ্বের উত্স, দক্ষিণ ইউরোপ এবং বৃহত্তর মধ্য প্রাচ্যে প্রজনন।

received_2425715900898779.jpeg


প্যারাকিট পাখি


একটি প্যারাকিট হল অনেক ছোট থেকে মাঝারি আকারের তোতা প্রজাতির যেকোনো একটি, একাধিক জেনারে, যার সাধারণত লম্বা লেজের পালক থাকে। পুরানো বানান এখনও কখনও কখনও সম্মুখীন হয় প্যারোকেট বা প্যারাকেট। আমেরিকান ইংরেজিতে, প্যারাকিট শব্দটি সাধারণত বুজরিগারকে বোঝায়। বুজরিগার হল প্যারাকিটের একটি প্রজাতি


IMG_20220301_123738.jpg


বিষয়রেনডম সুন্দর পাখিদের ফটোগ্রাফি
ক্যামেরারেডমি৫
ফটোগ্রাফার@khan55
লোকেশনপার্বতীপুর দিনাজপুর।
what3worshttps://w3w.co/quicksand.bossy.motorist

Sort:  
 2 years ago 

দক্ষ হাতে খুব সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন আপনি। আপনার তোলা প্রত্যেকটি ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে। অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য ।

 2 years ago 

ওরে বাবা পাখি গুলো তো বেশ অদ্ভুত এবং সেইসাথে সুন্দরও বটে কিন্তু। বিশেষ করে লম্বা গলা ওয়ালা বউকে দারুন লাগছে। এক সময় গুলতি নিয়ে বক শিকারে বের হতাম হা হা 😍।

 2 years ago 

ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য ।

 2 years ago 

বাহ ভাই পাখির ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে। পাখিগুলো দেখতে খুবই সুন্দর এবং বৈচিত্র্যময়। আপনার পোষ্টের মাধ্যমে অনেকগুলো অচেনা পাখির নাম এবং পাখিগুলো সম্পর্কে জানতে পারলাম। খুবই সুন্দর ভাবে আপনি আপনার পুরো পোস্ট টি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য ।

 2 years ago 

ভাই খুবই চমৎকার কয়েকটি পাখির ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন, পাখিগুলো দেখতে অসাধারণ লাগছে। প্রত্যেকটা পাখির ফটোগ্রাফি এতটা ফুটে উঠেছে যা দেখে মুগ্ধ হওয়ার মতো। বেশকিছু পাখি নতুন দেখলাম আপনার পোষ্টের মাধ্যমে খুবই ভালো লাগছে দেখে। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর পাখির ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য ।শুভেচ্ছা রইল

 2 years ago 

পাখির ছবি গুলো অনেক ভালো লাগলো। তবে খাঁচায় দেখা পাখির চাইতে আমার কাছে মুক্ত পরিবেশে থাকা পাখি দেখতেই বেশি ভালো লাগে। ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য ।শুভেচ্ছা রইল

 2 years ago 

খুবই সুন্দর সুন্দর কিছু পাখির ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। একসাথে এত পাখি কোন সময়ই দেখতে পাওয়া যায় না। আপনার পোষ্টের ভেতরে প্রবেশ করার পরে আমার নিজের কাছে মনে হচ্ছিল আমি যেন কোন একটি চিড়িয়াখানা তে প্রবেশ করে গেছি। প্রত্যেকটি পাখির ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এমন সুন্দর কিছু পাখির ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য ।শুভেচ্ছা রইল

 2 years ago 

বাহ অসাধারণ অন‍্যরকম একটা পোস্ট ছিল। একসঙ্গে এতো অপরিচিত পাখি আগে দেখি নাই। এখানে বেশ কিছু পাখি আমি চিনি না। অস্ট্রেলিয়ান পেলিকান পাখিটা বেশ সুন্দর এবং অদ্ভুত ছিল। পাখির ঠোট টা একটু বেশিই বড়। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।।

 2 years ago 

ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য ।শুভেচ্ছা রইল।

 2 years ago 

পাখিগুলো দেখে অনেক ভালো লাগলো। অনেক অজানা পাখিকে দেখলাম। জানলাম অনেক অজানা পাখির নাম। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য

 2 years ago 

ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য ।শুভেচ্ছা রইল

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58802.33
ETH 3158.99
USDT 1.00
SBD 2.42