আমার বাংলা ব্লগে একদিনের ভ্রমন পার্বতীপুর টু রাজশাহী

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু-আলাইকুম। আদাব - নমস্কার। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন।

আজকে আমি একদিনের ট্রেন ভ্রমনের কিছু সময় শেয়র করবো ।পার্বতীপুর থেকে রাজশাহী।চলুন শুরু করি।

ভ্রমনের দিন সকাল সারে সাতটায় গাড়ি ।ঘুম থেকে ভোরে উঠে নামাজ পরে বাসায় এসে রেডি হয়ে বসলাম ।মা নাস্তা বানাতে একটু লেট করলো আমি চলে আসলাম স্টেশনে ।



IMG_20210831_073127.jpg

Location


স্টেশনে এসে দেখলাম ট্রেন আসেনি এখন তাই নাস্তা করে নিলাম ।এরপর স্টেশনে আসতেই ট্রেন চলে আসলো দুই নাম্বার প্লাটফর্মে ।যেহেতু রেলের স্টাফের ছেলে তাই পাশ দিয়ে যাবো ট্রেনে।পাশ দিয়ে ছিট নিলাম জ বগিতে বাছ উঠে বসে গেলাম।



IMG_20210831_074515.jpg


এরপর ট্রেন ছেড়ে দিল 7.45 মিনিটে ।আধাঘন্টার মধ্যেই চলে আসলাম ফুলবাড়ি স্টেশনে ।পাচ মিনিটর মধ্যেই ছেড়ে দিলো গাড়ি ।গাড়িটিল নাম ছিল আন্ত-নগর বরেন্দ্র ট্রেন ।গাড়িতে যাত্রী বেশি ছিলোনা ।ফুলবাড়ির পরে বিরামপুর হিলি জয়পুর হাট পাচবিবি ছাড়িয়ে চলতে থাকলো গাড়ি ।এর পর আহসান গঞ্জ এসে দারালে নিচে নামি পানি খেতে ।



IMG_20210831_170314.jpg

location


এরপর আবার ছাড়ে গাড়ি ।শান্তাহার জংশনে এসে কিছূ সময় দাড়ালো ।



IMG_20210831_180510.jpg

location


এরপর শান্তাহার থেকে ছেড়ে নাটোর ঢুকার পথে ক্রসিং এর জন্য বেশ কিছূ সময় দাড়ায় ট্রেন ।



IMG_20210831_170939.jpg


ক্রসিং হওয়ার পরে নাটর এসে থেমে ছেড়ে দেয় আব্দুলপুর এর উদ্দেশ্যে আব্দলপুর আসার পর ট্রেনের ইঞ্জিন ঘুরাতে হয়।কারন অন্য দিকে লাইন ।এরপর ছেড়ে দেয় একটু লেট করে ।



IMG_20210831_154957.jpg


এর পর আর ট্রেন দাড়ায়নি একেবারেই রাজশাহী এসে দাড়ায় ।টেন থেকে নেমে রাজশাহী স্টেশনের তোলা কিছু ছবি ।



IMG_20210831_134227.jpg

location




IMG_20210831_134134.jpg

location




IMG_20210831_134125.jpg

Location


স্টেশন থেকে নেমে নিজের কাজে চলে যাই ।এই ছিলো একদিনের ট্রেন ভ্রমন ।আশা করি ভালো লাগবে ।

ধন্যবাদ সবাইকে ।

Sort:  
 3 years ago 

পার্বতীপুরের কথা শুনলেই বুকের ভিতর একটু নাড়া দিয়ে উঠে । কতো অতীত ছিল সেথায় । ধন্যবাদ আপনার মূহুর্ত আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাই।আসুন বেড়াতে দাওয়াত থাকলো।

 3 years ago 

আমি কুষ্টিয়া থাকি। আগে কখনো রাজশাহী যায়নি। আপনার ট্রেন ভ্রমণ টা ভালো লাগল। ধন্যবাদ শেয়ার করার জন্য।।।

 3 years ago 

ধন্যবাদ আপনার সুন্দর কমেন্টস এর জন্য ভাই।

 3 years ago 

🙂🙂

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57621.01
ETH 3094.14
USDT 1.00
SBD 2.32