আমার আজকের "বাসায় চকলেট কেক বানানো রেসিপি " [shy-fox---10%]

in আমার বাংলা ব্লগ3 years ago


আসসালামুয়ালাইকুম আদাব ।


কেমন আছেন আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা। আশা করি ভাল আছেন । আমি ও ভালো আছি ।শীত প্রায় শেষ এখন গরম শুরু আবহাওয়া টা এখন খুব মনের মতো ।তাই রোমাঞ্চকর কিছু বানাবো । ভাবতেই বানিয়ে ফেললাম চকলেট কেক । আশা করি ভাল লাগবে সবার ।


আমার চকলেট বানানো কেক :


received_517154936373229.jpeg


কেক বানানো | উপকরন :

-- | --
ময়দা | ৩ কাপ
চিনি | ২ কাপ
তেল | ২ কাপ
ডিম | ২ টি
কোকো পাওডার | তিন চামচ।
ব্রেকিং পাওডার | এক চামচ ।
লবন | পরিমানমতো ।
ওরেঞ্জ | ফ্লেবার ।
ড্যাইরি মিল্ক চকলেট | তিন প্যাকেট।
চকোচকো | দুই প্যাক ।
গুরা দুধ | এক ছোট প্যাক।


received_1345688879210966.jpeg

received_1088150058686726.jpeg

received_359497515739131.jpeg


কেক তৈরির ধাপ সুমূহ :


প্রথম ধাপ :


received_340896147959427.jpeg

received_395908795631876.jpeg

প্রথম ধাপে ডিম দুটি ভেঙ্গে নিবো ।এরপরে চিনি দিবো ডিমের ভিতর ।


দ্বিতীয় ধাপ :


received_3182107862071309.jpeg

received_308071781288911.jpeg

এই ধাপে চিনি ডিম ভাল করে ফেটিয়ে নেব একসঙ্গে।


তৃতীয় ধাপ :


received_476881797428972.jpeg

received_1018353739026719.jpeg

এই ধাপে ময়দার সাথে কোকো পাওডার মিশিয়ে নেব ভাল করে ।


চতুর্থ ধাপ :


received_464973391831146.jpeg

received_482462176712412.jpeg

এই ধাপে গুরা দুধ মিশিয়ে নেব।এবং তেল মিশিয়ে নেব সুন্দর করে ।


পঞ্চম ধাপ :


received_329521465759965.jpeg

সব গুলো মিশিয়ে নেব মনের মতো করে।


ষষ্ট ধাপ :


received_2226974247472038.jpeg

ব্রেকিং পাওডার দিবো এক চামচ ।


সপ্তম ধাপ :


received_631069988115517.jpeg

received_623236032091024.jpeg

এই ধাপে লবন পরিমান মতো দিয়ে ভাল মত ফেটিয়ে নেব ।কেকের মাখাটি ।


অষ্টম ধাপ :


received_522974549041610.jpeg

received_623236032091024.jpeg

এই ধাপে ওরেঞ্জ ফ্লেবার দিবো এরপরে মিক্স করে নেব কেকের মাখার সাথে ।


নবম ধাপ :


received_1388727584930514.jpeg

received_285011910394575.jpeg

এই ধাপে ময়দার সাথে মিশানো কোকো পাওডার দিবো কেকের খামির সাথে ।


দশম ধাপ :


received_674206790605457.jpeg

received_655262559013096.jpeg

এই ধাপে সব মিক্স মিশিয়ে চকলেট ফ্লেবার কেক এর সেপ বানিয়ে নেব ।


এগারোতম ধাপ :


received_370732851055835.jpeg

received_1345008155953014.jpeg

এই ধাপে প্রেসার কুকারে কেক দেওয়ার জন্য কাগজ কেটে নেব ।যাতে লেগে না পরে ।


বারোতম ধাপ :


received_631377841411512.jpeg

received_471216824412001.jpeg

এই ধাপে প্রেসার কুকারে কেকের ফেটানো মশলা দিবো ।ভাল করে গুছিয়ে ডিসে মিলিয়ে নেব ।


তেরতম ধাপ :


received_3061267057447500.jpeg

received_641331210508775.jpeg

এই ধাপে প্রেসার কুকারের মাথা লাগিয়ে ত্রিশ মিনিট ঢেকে রাখবো কেক হওয়ার জন্য ।


ফাইনাল ধাপ :


received_675578816945036.jpeg

received_484024463367055.jpeg

ত্রিশ মিনিটপরে নামিয়ে ফেলবো কেক চেক করে দেখে ।এরপরে সুন্দর করে ডেকরেট করে সাজিয়ে হয়ে গেল বাসায় বানানো চকলেট কেক ।আশা করি ভাল লাগবে সবার ।


IMG_20220206_232439.jpg

নিজের সেলফির সাথে চকলেট কেক রেসিপি ।ধন্যবাদ সবাইকে ।পোষ্টটি দেখার জন্য ।


Sort:  
 3 years ago 

আপনি অনেক চমৎকার ভাবে বাসায় চকলেট কেক তৈরির একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। চকলেট কেক বরাবরই আমার কাছে খুবই সুস্বাদু লাগে যদিও এরকম ভাবে বাসায় কখনো তৈরি করে খাওয়া হয়নি তবে দোকান থেকে অনেকবার খাওয়া হয়েছে। ধন্যবাদ আপনাকে এত মজাদার এবং লোভনীয় একটি চকলেট কেক তৈরী রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য ।

 3 years ago 

আপনি খুব সুন্দর করে চকলেট কেক তৈরি করেছেন। আপনার রন্ধন প্রণালী খুবই অসাধারণ হয়েছে। আপনি খুব চমৎকার ভাবে আমাদের মাঝে ধাপসমূহ উপস্থাপন করেছেন। ছবি দেখে চকলেট কেক খেতে খুব ইচ্ছে করতেছে। নিশ্চয় অনেক মজাদার এবং সুস্বাদু হয়েছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ধন্যবাদ, ভালো থাকবেন।

 3 years ago 

ধন্যবাদ ভাই সুন্দর কমেন্টস এর জন্য ।

 3 years ago 

সত্যি খুবই সুন্দর এবং স্পেশাল একটি কেক বানিয়েছেন যা দেখে খুবই লোভনীয় মনে হচ্ছে। জিভে জল আটকানো প্রায় অসম্ভব। আপনার এত সুন্দর চকলেট কালারের কেক বানানোর প্রক্রিয়া টি খুব দারুণ লেগেছে এবং খুব সহজেই প্রস্তুত করে খেতে পারব। আর এত সুন্দর একটি চকলেট কেক আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা।

 3 years ago 

ধন্যবাদ ভাই সুন্দর কমেন্টস এর জন্য ।

 3 years ago 

অসম্ভব সুন্দর একটি কেক বানানর রেসিপি দেখলাম অনেক উপকারি পোস্ট ছিল ভাই।খুব সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন শুভ কামনা

 3 years ago 

শুভেচ্ছে ভাই সুন্দর কমেন্টস এর জন্য ।

 3 years ago 

দারুন হয়েছে আপনার চকলেট কেক এর রেসিপি টি। কেকটি বেশ সুন্দর করে ডেকোরেট করেছেন আপনি। আশা করছি খেতেও বেশ সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাই সুন্দর কমেন্টস এর জন্য ।

 3 years ago 

বাহ ভাইয়া আপনি অনেক সুন্দর ভাবে বাসায় চকলেট কেক তৈরি করেছেন । যেটা দেখতে অনেক সুন্দর লাগতেছে । তাছাড়া দাগ গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনার ধাপগুলো দেখে আমিও কোন একদিন বাসায় চেষ্টা করব। আপনার জন্য শুভকামনা রইল

 3 years ago 

শুভ কামনা রইল ও ধন্যবাদ ভাই সুন্দর কমেন্টস এর জন্য ।

 3 years ago 

আপনার চকলেট কেক টি দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে। খুবই চমৎকার একটি কেক তৈরি করেছেন আপনি ।দেখে তো একটু খেতে ইচ্ছে করছে ।প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন যেটি দেখে খুব সহজেই আপনার কেক তৈরীর প্রক্রিয়া বোঝা যাচ্ছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ও শুভকামনা সুন্দর কমেন্টস এর জন্য

 3 years ago 

দারুন ছিল চকলেট কেক বানানোর প্রক্রিয়া টি। অনেক কিছুই জানতে পারলাম পরবর্তীতে একদিন চেষ্টা করে দেখব বাড়িতেই। আর কেক টা বেশ ডিলিসিয়াস দেখাচছে। অনেক সুন্দর ছিল আপনার পুরো উপস্থাপনাটি। এজন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ ভাই সুন্দর কমেন্টস এর জন্য ।

দারুন ভাবে চকোলেট কেক তৈরি করে দেখালেন। আমরা অবশ্য কখনো এ কেক বাড়িতে তৈরি করিনি। এবার চেষ্টা করে দেখব। যদি সুযোগ হয়।

 3 years ago 

ধন্যবাদ সুন্দর কমেন্টস এর জন্য

 3 years ago 

ওয়াও চকলেট কেক টি তো একেবারে অসাধারণ দেখাচ্ছে। এত সুন্দর ভাবে চকলেট কেক তৈরি করলেন মনে হয় খেতে অনেক সুস্বাদু হয়েছে। কেকের উপরের ডেকোরেশন টা একেবারে দুর্দান্ত দেখাচ্ছেন। অনেক সুন্দর ভাবে একটি চকলেট কেক তৈরি করে আমাদের সাথে ভাগ করে নিলেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল 😍😍

 3 years ago 

ধন্যবাদ সুন্দর কমেন্টস এর জন্য

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 60938.00
ETH 2386.38
USDT 1.00
SBD 2.57